লা রিভ ঈদ কালেকশন: ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া পোশাকের সমাহার
শেয়ার করুন
ফলো করুন

গতিময়তার প্রেরণায় সাজানো ঈদসংগ্রহ

লা রিভ সব সময় থিমভিত্তিক কাজ করে। তাদের এবারের ঈদের থিম হলো মুভমেন্ট। যার অর্থ গতিময়তা বা এগিয়ে চলা। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে এখন জনপ্রিয় কিছু থিমের মধ্যে ‘মুভমেন্ট’ অন্যতম। গতিময়তা যেমন জীবনকে এগিয়ে নিয়ে যায়, তেমনি পোশাকের নকশাতেও এই ধারা ফুটিয়ে তুলেছেন নকশাকারেরা।

এই মুভমেন্টের মূল অনুপ্রেরণায়  প্রাধান্য পেয়েছে সংযোগের আকাঙ্ক্ষা। যেকোনো মুভমেন্টের ভেতরের প্রেরণা বস্তুত সংযোগের আকাঙ্ক্ষাকেই প্রতীয়মান করে; যার সঙ্গে মিশে থাকে আত্মিক, সামাজিক বা শারীরিক সংযোগ। এ ভাবনাকেই তুলে ধরা হয়েছে কাপড়ের ক্যানভাসে। যে কাপড়কে পোশাকে রূপান্তর করে সাজানো হয়েছে এবারের ঈদসংগ্রহ।

বিজ্ঞাপন

যা আছে এই কালেকশনে

নারীদের জন্য পার্টি, এথনিক ও ক্যাজুয়াল—সব ধরনের অনুষ্ঠানের উপযোগী পোশাক নিয়ে সাজানো হয়েছে কালেকশনটি।

এথনিকের মধ্যে আছে সালোয়ার–কামিজ,  কো-অর্ড সেট, সিঙ্গেল কামিজের মতো পোশাক। অন্যদিকে পশ্চিমা ঘারানার পোশাকের মধ্যে শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, টপস, শার্ট, কেপ, গাউনও আছে।

ঈদ কালেকশনে পুরুষদের জন্য রয়েছে প্ল্যাকেটে মিনিমাল ও ভারী কাজ করা পাঞ্জাবির একটা বিশাল রেঞ্জ। এ ছাড়া গরমের উপযোগী শার্ট, পোলো ও টি–শার্টও আছে। বটম কালেকশনে পাওয়া যাবে ডেনিম ও প্যান্ট পাজামার নতুন ডিজাইন।

ফ্যাশন ফরোয়ার্ড টিনদের জন্যও লা সাজিয়েছে উৎসবের উপযোগী পোশাক। কিডস কালেকশনে পাওয়া যাচ্ছে সালোয়ার–কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো, টি-শার্টসহ ম্যাচিং বটমসের কালেকশন।

ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে লা রিভের ‘মিনি মি’ কালেকশনটিও ক্রেতাদের সন্তুষ্ট করবে নিশ্চিত। এতে থাকছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং পোশাক।

পরিবারের নতুন সদস্যদের জন্য নিউবর্ন কালেকশনেও থাকছে ঈদের উপযোগী জামা। এ ছাড়া এই ব্র্যান্ডের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসও উপস্থিত নজরকাড়া সব ডিজাইনের আভিজাত্যময় পোশাকের সম্ভার সাজিয়ে।

বিজ্ঞাপন

এক্সক্লুসিভ লেবেল নার্গিসাস

লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে আছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন।

এই কালেকশনে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লং টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার–কামিজসহ অভিজাত সব পার্টি-স্টাইলের আউটফিট।

আর্দি টোন পেয়েছে প্রাধান্য

পোশাকের অন্যতম দিক হলো, ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে কালার প্যালেটের যথাযথ ব্যবহার করা। সেই মুনশিয়ানার পরিচয়ই দিয়েছে লা রিভ। অস্থির সময়ে মনের শান্তি আসে আর চোখেও প্রশান্তি দেয়—এমন সব রংকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে সংগ্রহ।

আর্দি, জুয়েল ও প্যাস্টেল টোনকে কেন্দ্র করে পোশাক নকশা করা হয়েছে। এর মধ্যে পার্পল টনিক, ওয়াশড ব্ল্যাক, কুল ব্লু, কর্নফ্লাওয়ার ব্লু, ড্যাজলিং রেইনবো, ডেলিকেট সাইরাস ও নিউট্রাল টোনে ফোকাস করেছে লা রিভ।

এনার্জি দেয়, এমন রং, যেমন মভ পিঙ্ক, অর্কিড পিঙ্ক, সোলার ফ্লাশ, হাইপার ব্লাশ, ডাস্টি ব্লু, ভাইব্রেন্ট মনোক্রোমাটিকের মতো রিফ্রেশিং রং চোখে পড়বে এই কালেকশনে।

তবে বাদ পড়েনি উৎসবের উপযোগী মৌলিক রংগুলোও। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে অনেক পোশাকে আবার গুরুত্ব পেয়েছে লাল, নীল, কালো, কমলা, টেরাকোটা আর সোনালি।

ফেব্রিকস, অলংকরণ ও মোটিফ

মুভমেন্টের ভাবনাকে পোশাকের ফেব্রিকস, অলংকরণ ও মোটিফের নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে তুলে ধরেছে লা রিভ। ফেব্রিকস বাছাইয়ে ফ্লোয়ি মুভমেন্ট দেয়, এমন কাপড় বেছে নেওয়া হয়েছে তাই এইবার। এ জন্য প্রিন্ট বা কালার টোনে মেলে এমন ভিন্ন ধাঁচের কাপড়ের কম্বিনেশন হয়েছে।

যেমন এবার একই পোশাকে জুম ও ক্রেপের সঙ্গে  মসলিন যোগ হয়েছে। পার্টি কালেকশনে সিল্কের সঙ্গে মসলিনের চমৎকার কম্বিনেশন দেখা যাবে। ডিজাইনে রাখা হয়েছে  রিল্যাক্সড প্যাটার্ন, যেন পোশাকের মুভমেন্টে জয়ফুল আর আরামদায়ক অনুভূতি প্রকাশ পায়।

পোশাকের অলংকরণে কোনো বাড়াবাড়ি নেই; বরং মিনিমাল নকশায় ফুটিয়ে তোলা হয়েছে আভিজাত্য। কারচুপি, এমব্রয়ডারি, স্ক্যালোপ, কাটওয়ার্ক, লেজার কাট, প্যাচওয়ার্ক, ফয়েল প্রিন্টের রুচিশীল ব্যবহার পোশাকগুলোতে উৎসবের আমেজ নিয়ে এসেছে। প্রিন্ট স্টোরিতে প্রাধান্য পেয়েছে অভিজাত ঝারোখা প্রিন্ট, যা মোগল ধাঁচের কারুকাজ থেকে অনুপ্রাণিত। একই সঙ্গে এথনিক মান্দালা প্রিন্টের ব্যবহারও হয়েছে।

প্রকৃতির বিভিন্ন উপাদান, যেমন পদ্ম, শাপলা, সিউইডের মোটিফ চোখে পড়বে এবার। তবে আলাদাভাবে নজর কাড়ছে মেয়েদের পোশাকে ফ্লোরাল নকশার নান্দনিক ব্যবহার। ছোট–বড় নানা ফুলের কারুকাজ করা হয়েছে বেশির ভাগ পোশাকেই।

এ ছাড়া লিনিয়েজ, ডিটসি ডিউড্রপ, ফগড্ ফোকাস, ক্যান্ডি রিপল, জয়ফুল এক্সপ্রেশন বা জোইর মতো ট্রেন্ডি প্রিন্টগুলোও এ বছরের ঈদ কালেকশনে স্থান পেয়েছে।

ক্রেতাদের নতুন অভিজ্ঞতা: ভার্চ্যুয়াল ট্রায়াল রুম

গ্রাহকদের অনলাইন অভিজ্ঞতা আর ঈদ কেনাকাটাকে আরও আনন্দদায়ক করতে লা রিভের ওয়েবসাইটে যুক্ত হয়েছে ভার্চ্যুয়াল ট্রায়াল রুম। এখন থেকে ফ্যাশনিস্তা ক্রেতারা এই এআই (Artificial Intelligence) টুলের মাধ্যমে দেখে নিতে পারবেন পছন্দের পোশাকে তাঁকে কেমন দেখাচ্ছে। ব্র্যান্ডটির স্বত্বাধিকারী মন্নুজান নার্গিস জানান, ‘পোশাকের সৃজনশীলতায়  ইতিবাচকতা ফুটিয়ে তোলার পাশাপাশি আমরা গ্রাহকসেবাতেও নিয়ে এসেছি ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন। এআই (Artificial Intelligence) এই মুহূর্তে আধুনিক প্রযুক্তি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টপিক। ঈদের আনন্দঘন মুহূর্তে আমাদের গ্রাহকদের বহুল প্রতীক্ষিত এই সেবা দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত।’

লা রিভ ঈদ কালেকশন ইতিমধ্যে পৌঁছে গেছে ঢাকাসহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়নমনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে। ঘরে বসেই ঈদ শপিং করতে ভিজিট করুন লা রিভের অনলাইন পোর্টাল অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ। এ ছাড়া ফেসবুকের মেসেঞ্জারেও অর্ডার প্লেস করা যাবে।

ছবি: লা রিভ

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৬: ০০
বিজ্ঞাপন