প্রিয় তারকার সাজপোশাক ও অনুষঙ্গের দিকে বিশেষ খেয়াল থাকে ফ্যাশনপ্রেমী অনুরাগীদের। গরমে রোদের তাপ ও ক্ষতিকর রশ্মি থেকে চোখ রক্ষা করতে বাংলাদেশের জনপ্রিয় তারকারা বেছে নিচ্ছেন নানা ধরনের ট্রেন্ডি সানগ্লাস। কারও পছন্দ সাদা ফ্রেম আবার কারও পছন্দ ওভারসাইজ। তবে চোখকে আরাম দেওয়া আর স্টাইল করার ক্ষেত্রে তাঁরা বিদেশি নামীদামি ব্র্যান্ডেই ভরসা করেন। সেখান থেকে প্রিয় তারকার অনুপ্রেরণায় বেছে নিতে পারেন নিজের পছন্দেরটি।