অস্বস্তিকর গরমে কোন পোশাকটি বেছে নেওয়া যায়, তা নিয়ে ভাবনা থেকেই যায়। গ্রীষ্মপ্রধান দেশে তীব্র গরমে স্মার্ট লুকের পাশাপাশি আরাম বা স্বস্তিতে থাকা যাবে, এমন পোশাকই বেছে নেওয়া উচিত। যা অফিস ও ক্যাম্পাসে নিয়মিত পরা যায়।
এ ছাড়া সামাজিক, পারিবারিক কিংবা বিভিন্ন করপোরেট ইভেন্টের সঙ্গে মানানসই পোশাক হিসেবে কুর্তি বা টপ হতে পারে দারুণ বিকল্প। পছন্দের যেকোনো বটম ওয়্যারের সঙ্গে মিলিয়ে পরা যায় এবং আরামদায়ক হওয়ার পাশাপাশি স্টাইলিশ লুকের জন্য কিশোরী থেকে তরুণী সবার কাছে কুর্তি এখন বেশ জনপ্রিয়।
গরমের কথা মাথায় রেখে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট নিয়ে এসেছে মানানসই নতুন ডিজাইনের কুর্তি ও টপ। উইভিং ডিজাইনের কটন, ক্রেপ সিল্ক, পেসলে, জর্জেট, লিনেন, ডুয়েল টোনের কাপড় ব্যবহার হয়েছে পোশাকে।
মোটিফ হিসেবে বেছে নেওয়া ফ্লোরাল, জ্যামিতিক ও ট্রাইবালের সুনিপুণ ব্যবহার হয়েছে এসব দৃষ্টিনন্দন কুর্তি ও টপসে। পোশাকের নেকলাইন, হাতা আর বটম লাইনে রয়েছে বৈচিত্র্য।
স্ট্রেইট, এ-লাইন, ফ্লেয়ার্ড প্যাটার্নের লং ও শর্ট কুর্তিতে মিডিয়া হিসেবে এমব্রয়ডারি এবং প্রিন্ট ছাড়াও হালকা নকশা ব্যবহার করা হয়েছে।
আর রং হিসেবে বিশেষ গুরুত্ব পেয়েছে লাইট শেডগুলো। সি-গ্রিন, স্যালমন, ব্রিক রেড, অনিয়ন রেড, ইয়েলো, পাউডার পিংক, মউভ পিংক, কোরাল পিংক, হোয়াইট, ব্রাউন ছাড়াও চকলেট, মেরুন রংও রয়েছে।
আরামদায়ক, ফ্যাশনেবল এবং সাধ্যের মধ্যে থাকবে নতুন ডিজাইনের এসব কুর্তি ও টপ, যা কেনা যাবে ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ৪০০ টাকার মধ্যে। ইতিমধ্যে নতুন এসব কালেকশন কে ক্র্যাফটের প্রতিটি শোরুমে পৌঁছে গেছে। এ ছাড়া অনলাইন শপ www.kaykraft.com থেকেও অর্ডার করা যাবে।
ছবি: কে ক্র্যাফট