ঈদে নতুন জুতার কালেকশন স্টেপ ফুটওয়্যারে
শেয়ার করুন
ফলো করুন

দেশীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়্যারের জুতা তরুণ থেকে বয়স্ক—সবার কাছেই বেশ জনপ্রিয়। বিশেষ করে গরমে এই ব্র্যান্ডের জুতার চাহিদা থাকে তুঙ্গে। সামনেই ঈদ। তাই ব্র্যান্ডটি  ঈদকে সামনে রেখে তাঁদের নতুন কালেকশন নিয়ে এসেছে। যার নাম দেওয়া হয়েছে ‘ক্যাটেলিন’। আভিজাত্যের ছোঁয়া রয়েছে নতুন এই কালেকশনে বলতেই হয়।

দুটি রঙে এসেছে নতুন জুতাগুলো। বিলাসবহুল পিইউ লেদার আর টিপিআর সোলের যুগলবন্দীতে তৈরি হয়েছে এই কালেকশন। এই জুতাগুলো পরা যাবে শাড়ি, সালোয়ার–কামিজ কিংবা যেকোনো ক্যাজুয়াল পোশাকের সঙ্গে।

বিজ্ঞাপন

ফ্যাশন আর আভিজাত্যের সঙ্গে আরামও নিশ্চিত করেছে ব্র্যান্ডটি। ফ্ল্যাট স্লিপারের নতুন সংস্করণটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তা বেশ হালকা আর বাহুল্যবর্জিত হয়। এর ওপর শিমারিং স্টোনের হালকা কাজ জুতায় দিয়েছে উৎসবের আমেজ। স্লিপারগুলোকে টেকসই করতে টিপিআর আউটসোল ও প্রিমিয়াম পিইউ লেদার ব্যবহার করা হয়েছে। শুধু গরমে বা উৎসবেই নয়, যেকোনো মৌসুমে এই জুতা পরা যাবে। দামও সাধ্যের মধ্যেই।

এই কালেকশনে রয়েছে ফ্লিপ-ফ্লপ ও স্লাইড জুতা। যা ছেলে ও মেয়ে উভয়ই পরতে পারবে। মিনিমাল নকশা আর প্রিমিয়াম লেদারের ব্যবহারে জুতাগুলো হয়ে উঠেছে অনন্য। স্টেপ ফুটওয়্যারের ঈদ কালেকশন এখন স্টেপ আউটলেটে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে। যাঁরা আরাম এবং স্টাইল—দুটিই একসঙ্গে খুঁজছেন, তাঁদের জন্য স্টেপ ফুটওয়্যার হতে পারে বিশেষ পছন্দ। ক্ল্যাসিক ডিজাইন থেকে শুরু করে সমসাময়িক স্টাইলের সব ধরনের জুতা রয়েছে তাঁদের কালেকশনে।

ছবি: স্টেপ ফুটওয়্যারে

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১১: ০০
বিজ্ঞাপন