লা রিভের ফল কালেকশন
শেয়ার করুন
ফলো করুন

আন্তর্জাতিক ফ্যাশন উইক থেকে বাছাই করা প্রিন্ট স্টোরির পাশাপাশি পোশাকের আরামের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে নতুন কালেকশনে। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন ‘ফল মৌসুমে নস্টালজিক রঙের আবেদন অতুলনীয়। এই কারণেই নতুন কালেকশনের নামকরণ করা হয়েছে সেন্টিমেন্টাল।

একই সঙ্গে বিশ্বজুড়ে উঠে এসেছে ওভার সাইজ প্যাটার্ন ও লেয়ারিং এর ট্রেন্ড। নতুন কালেকশনে লা রিভ কেপ-স্টাইল শ্রাগ, ওভার সাইজ ও ড্রপশোল্ডার টিউনিক, ফ্লেয়ার্ড-ছাঁটের গাউন ও ম্যাক্সি ড্রেস ডিজাইন করেছে। সব মিলিয়ে, ফ্যাশন-সচেতন ও আরামপ্রিয় সব ধরনের ক্রেতার চাহিদা মাথায় রেখে নতুন কালেকশনটি সাজানো হয়েছে।’

বিজ্ঞাপন

ভিন্ন ধাঁচের প্রিন্ট স্টোরির পাশাপাশি এই কালেকশনে আর্ট চেক, পেইজলি ও কালারফুল স্পোর্টি স্ট্রাইপসের মতো ক্ল্যাসিক প্রিন্ট গুলি দেখা যাবে। কিছু পোশাক ডিজাইন করা হয়েছে ফলের উল্লেখযোগ্য রং যেমন বেগুনি, চকলেট, বেইজ, ক্রিম, অলিভ, ইন্ডিগো, নেভি ব্লু,  রোজ পিংক, খয়েরি, বেসিক ব্রাউন, মাস্টার্ড ইয়েলো, গোল্ডেন টিক উড, পাউডার ব্লু, মেটালিক ব্লু, আসমানি ও সবুজ রংকে ফোকাস।

প্রাধান্য পেয়েছে ইক্কাত, ডবি ধাঁচের হেয়ারলুম জ্যামিতিক মোটিফ। অর্নামেন্টাল ফ্লোরাল ও ওয়াইল্ড ফ্লোরা নামে ২টি ফ্লোরাল প্রিন্ট স্টোরি দেখা যাবে ফল কালেকশনে। যেখানে অর্নামেন্টাল ফ্লোরায় ঠাঁই পেয়েছে ভিক্টোরিয়ান ধাঁচের ফুলেল নকশা, আর ওয়াইল্ড ফ্লোরাল প্রিন্ট স্টোরিতে ফুটে উঠেছে ডিটসি, গ্রাফিক ও জংলি ফুলের মোটিফ।

আর্টিস্টিক ল্যান্ডস্কেপ গ্রাফিক দেখা যাবে মেনজ কালেকশনে। এইবার কনটেমপোরারি আপ সাইক্লিং থিমেও বিশেষ কিছু ডিজাইন তৈরি করেছে লা রিভ। ভিন্ন মোটিফ ও প্রিন্টের কাপড়ের নান্দনিক উপস্থাপনায় তৈরি এই পোশাকগুলি সবার মন কাড়বে বলেই লা রিভের বিশ্বাস।

বিজ্ঞাপন

ট্রেন্ডি ওভার সাইজ প্যাটার্নে নারীদের জন্য রয়েছে জন্য টিউনিক, টপ, কামিজ ও শ্রাগছাড়াও নতুন ডিজাইনের টপ-বটম সেট, সালোয়ার কামিজ, কামিজ, লেডিস শার্ট, গাউন, আবায়া ও শাড়ি। মেনজ কালেকশনে রয়েছে ক্যাজুয়াল শার্ট, পোলো ও টিশার্ট এবং পাঞ্জাবি।

লা রিভ টিন কালেকশনে রয়েছে সালোয়ার কামিজ, কামিজ, টিউনিক, টপ-বটম সেট, ক্যাজুয়াল শার্ট, টিশার্ট, পোলো শার্ট ও পাঞ্জাবি। কিডস সেকশনে পাওয়া যাবে নতুন ডিজাইনের সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ওভেন সেট, টপ ও টিউনিক। সব বয়সের গ্রাহকদের জন্যই রয়েছে ম্যাচিং বটমওয়ার। লা রিভ হোম এক্সেসরিজ বিভাগেও যোগ হয়েছে নতুন নতুন ডিজাইন।

লা রিভ ফল কালেকশন ইতিমধ্যে পৌঁছে গেছে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও বরিশালসহ ঢাকার সব স্টোরে। ঘরে বসেই শপিং করা যাবে লা রিভের ই-কমার্স www.lerevecraze.com বা লা রিভ অ্যাপ থেকে। এ ছাড়া, মেসেঞ্জারে অর্ডার প্লেস করে www.facebook.com/lerevecraze থেকেও কেনা যাবে ব্র্যান্ডটির পোশাক।

ছবি: লা রিভ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০০
বিজ্ঞাপন