হাল ফ্যাশন উইন্টার ট্রেন্ড: এগিয়ে রয়েছে শ্যাকেট, ব্লেজার, পঞ্চ আর জ্যাকেটের নানা স্টাইল
শেয়ার করুন
ফলো করুন

আন্তর্জাতিক ট্রেন্ড আর আমাদের দেশের আবহাওয়া বিবেচনা করে পোশাক ডিজাইন করেন নকশাকারেরা। শীত চলে এসেছে । ফ্যাশন হাউসগুলোতে ঢুঁ মারলে দেখা যাচ্ছে বাহারি শীতপোশাকের সম্ভার। ফ্যাশনপ্রেমীরা অবশ্য শুধু শীত নিবারণের বিষয়টি থেকে একধাপ এগিয়ে থাকেন। ট্রেন্ডি শীতের আউটফিটে নিজেকে উপস্থপন করতে ভালোবাসেন তাঁরা। ফ্যাশনহাউসগুলোতে ঘুরে দেখে খোঁজ পাওয়া গেল নারী, পুরুষ আর ইউনিসেক্স ঘরানার সব ধরনের শীতপোশাক। এরমধ্যে বিশেষ কয়েকটি স্টাইল এ বছর ট্রেন্ডের তুঙ্গে আছে। শ্যাকেট, ব্লেজার, ডেনিমওয়্যার, জ্যাকেট, সোয়েটশার্ট, ওভারকোট ও পঞ্চ এ বছর বেশ এগিয়ে আছে সকলের পছন্দের তালিকায়। হালকা বা ভারী শীতের পুরোটা সময়ই স্টাইলিশ এই পোশাকগুলো আরাম দেবে।

আবার এবার আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে নিটওয়্যার নিয়ে মেতেছে বেশিরভাগ বিখ্যাত ফ্যাশন লেবেল। নিটেড পুরো দৈর্ঘ্যের ড্রেস, কার্ডিগান আর ওভারকোট দখল করে আছে নারীদের আন্তর্জাতিক উইন্টার কালেকশনগুলোকে। সেই সঙ্গে আছে ফো ফারের ওভারসাইজড কোট। ছেলেদের শীতপোশাকে উলেন ফেব্রিকের ফিটেড ওভারকোট আর হিপহপ বা স্পোর্টি স্টাইলের জ্যাকেট দেখা যায় বিখ্যাত ফ্যাশন লেবেলের কালেকশনে, যা এদেশেও দেখা যাচ্ছে তবে কিছুটা হালকা ফেব্রিকে। আমাদের দেশের ফ্যাশন হাউজগুলো এবার বেশ বড় নিটওয়্যার কালেকশন আনলেও তাতে বৈচিত্র্য কমই বলতে হয়। আর আবহাওয়া বিবেচনায় লাইনিং দেওয়া ফো ফারের পোশাক একটু বেশি বেশি হয়ে যায় এদেশের জন্য। তাই সেটিও ট্রেন্ডে নেই আমাদের।

বিজ্ঞাপন

এবার পছন্দের শীর্ষে শ্যাকেট  

এবার শীতে ইউনিসেক্স ফিউশন পোশাক হিসেবে সবার নজর কাড়ছে শার্ট ও জ্যাকেটের মিশেলে তৈরি শ্যাকেট। হালকা থেকে ভারী শীতে পরার জন্য শ্যাকেট বানাতে ফেব্রিক বাছাই করতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন ডিজাইনাররা। পশ্চিমা ফ্যাশনে আসলে বেশ কয়েকবছর যাবৎ চলছে শ্যাকেটের ট্রেন্ড। কিছুটা দেরিতে হলেও এ বছর শীতে আমাদের ফ্যাশন হাউসগুলো চলমান ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে এদেশের আবহাওয়ার জন্য উপযোগী শ্যাকেট এনেছেন বিভিন্ন ফেব্রিকে ও কাটে।

উলে তৈরি চেক প্যাটার্নের শ্যাকেট, ওভারসাইজড, ডেনিম বা ফ্ল্যানেল দিয়ে তৈরি শ্যাকেট, ডাবল ব্রেস্টেড শ্যাকেট, লং শ্যাকেট বেশ জনপ্রিয়তা পাচ্ছে। আলাদাভাবে নজর কাড়ছে শ্যাকেটের প্যাচ পকেট।

বিজ্ঞাপন

শীত ফ্যাশনে নানা ধরনের ওভারকোট

আন্তর্জাতিক শীত ফ্যাশনে ওভারকোট হলো একটি ক্ল্যাসিক পোশাক। এবছর আমাদের দেশে নানা ধরনের এমন কোট বাজারে এসেছে। এর মধ্যে লম্বা ওভারকোট আর বেল্ট দেওয়া বড় বোটামের ট্রেঞ্চকোট বেশ জনপ্রিয় হয়েছে। উল,কর্ড,ফ্ল্যানেল বা মোটা সুতি দিয়ে তৈরি স্লিম কাট, একটু ঢিলেঢালা ও লাইন কাট আর ক্ল্যাসিক স্টাইলের লম্বা কোট পাওয়া যাবে ফ্যাশন হাউসগুলোতে উঁকি দিলেই।

ডাবল ও সিঙ্গেল ব্রেস্টেড ওভারকোট, পীকোট স্টাইল, ক্রসড ওভারকোট,পলিয়েস্টার ও উলের তৈরি ট্রেঞ্চকোটগুলো এই শীতে বেশ আরাম দেবে। নারী পুরুষ সকলেই সব ধরনের আউটফিটের সঙ্গেই এই কোটগুলো পরছেন।

বাহারি উইন্টার ব্লেজার

নারী ও পুরুষ উভয়ের জন্য নানা কাট ও রঙের ব্লেজার এবারও ট্রেন্ডে জায়গা করে নিয়েছে। ছেলেদের ব্লেজারের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে গাঢ় রঙের বিভিন্ন শেড। অন্যদিক মেয়েদের ক্ষেত্রে চোখে পড়ছে প্যাস্টেল শেডের চোখজুড়ানো একরঙা ব্লেজার। পপিং রংগুলোও শীতের বিষাদ কাটানোর মতো।

ফ্লানেল বা উলের কাপড় দিয়ে তৈরি ওভারসাইজড উইন্টার ব্লেজার থেকে শুরু করে ডাবল ব্রেস্টেড ব্লেজার, জুট কটনে তৈরি স্টাইলিশ বুননের ব্লেজার, চেক বা প্লেড ডিজাইনের ব্লেজার,লম্বা দৈর্ঘ্যের উইন্টার ব্লেজার,আরামদায়ক কর্ড ও ফ্ল্যানেলের পাশাপাশি উৎসব উপযোগী ভেলভেট ও স্যাটিনের এমবেলিশমেন্ট করা ব্লেজার এসেছে ফ্যাশন হাউসগুলোতে।

কিছু কিছু ক্ষেত্রে বিশেষভাবে নজর কাড়ছে প্রিন্টের ব্লেজারও। মেয়েদের ব্লেজারের কলার,হাতা,পকেট ও কাট-প্যাটার্ন নিয়ে বেশ নিরিক্ষাধর্মী কাজ হয়েছে এবার উইন্টার কালেকশনে,যা আন্তর্জাতিক শীত ফ্যাশনে এবার অতটা দেখা যাচ্ছে না।

সবচেয়ে বেশি নজর কাড়ছে পঞ্চ

আমাদের দেশে পঞ্চ বেশ ট্রেন্ডি একটি শীত পোশাক মেয়েদের জন্য। তবে আলাদাভাবে এ বছরের শীত কালেকশনে ডিজাইনাররা পঞ্চের কাট, প্যাটার্ন, দৈর্ঘ্য, মোটিফ ও ফেব্রিকের বৈচিত্র্যকে গুরুত্ব দিয়েছেন ।

শীতে উলেন পঞ্চ থেকে শুরু করে ফো ফার দেওয়া, মোটা সুতি ফেব্রিকের পঞ্চ, শাল দিয়ে তৈরি পঞ্চ আর ফ্লিস পঞ্চ দিয়ে ছেয়ে গিয়েছে ফ্যাশন হাউসের শীতসম্ভারগুলো।  গোল গলা তো রয়েছেই, সেই সঙ্গে এবারের পঞ্চগুলোতে আছে ভি শেপের, তিন কোণা, কাউল নেক ও কলার নেক। অনেক পঞ্চে ফো ফারের বর্ডার চারধারে। কোনটায় আবার ঝালর দেওয়া।

পঞ্চের স্টাইলে ও শেপে নতুনত্ব এসেছে। কোনোটা বড়,কোনোটা মাঝারি আবার ছোট। উলের পাশাপাশি লিনেন, মোটা সুতি কিংবা কুরুশ-কাঁটার কাজে তৈরি বাহারি পঞ্চ পাওয়া যাচ্ছে। এই পঞ্চ ফ্যাশন একেবারেই নিজস্ব আমাদের।

ডেনিমের জয়জয়কার  

ডেনিম সব ঋতুতেই ট্রেন্ডি। তবে সিজন বুঝে ডেনিম পোশাকগুলি এমনভাবে নির্বাচন করতে হয়, যাতে তা আরামদায়ক হয়, আবার স্টাইলিশও হয়। এবছর ফ্যাশন হাউসগুলোতে ডেনিমের নানা কাটের জ্যাকেট, হুডি, শার্ট ও ক্যাজুয়াল ব্লেজার এসেছে। কিছু জ্যাকেটে আলাদাভাবে চোখে পরবে এমব্রয়ডারির নকশা।

কিছু জ্যাকেটের কলারে বসানো আছে আরামদায়ক ফার বা পশম । জ্যাকেটের হাতা ও বডির নকশা নিয়ে নিরীক্ষামূলক কাজ চোখে পড়বে ক্রেতাদের। কিছু ক্ষেত্রে আবার অন্য ফেব্রিকের সঙ্গে কলার ও পকেট শুধু রাখা হয়েছে ডেনিমের। শীত নিবারণে ডেনিমের আরামদায়ক শালও কিন্তু আছে।

ডেনিমের  ক্ল্যাসিক নীল রং বা ডার্ক ওয়াশড ডেনিম ছাড়াও আছে লাইট ওয়াশড ডেনিম, এমব্রয়ডারি ও প্যাচসহ এম্বেলিশড ডেনিম, ওভারসাইজ ডেনিম, ব্ল্যাক ও গ্রে ডেনিম, ফেডেড ডেনিম। তবে আলাদাভাবে নজর কাড়ছে মেয়েদের নিয়ন শেড, বেগুনি, সবুজ, গোলাপির মতো রঙে রাঙানো ডেনিম জ্যাকেটগুলো। কিছু জ্যাকেটে আছে সিকুইনের উৎসবধর্মী আমেজের এমবেলিশমেন্ট।

নানা কাটের ছেলে ও মেয়েদের ডেনিম বটমগুলোও কিন্তু এবছর বেশ ট্রেন্ডি। আন্তর্জাতিক ট্রেন্ডে উইন্টার ফ্যাশনে ডেনিমের তেমন উপস্থিতি নেই। তবে আবহাওয়া বিবেচনায় আমাদের দেশে যুগ যুগ ধরেই ডেনিম জ্যাকেট নারী পুরুষ উভয়েরই পছন্দের তালিকার ওপরের দিকেই থাকে। আর এবার রং ও এমবেলিশমেন্টের বৈচিত্র্য থাকায় ক্রেতারা বেশ পছন্দ করছেন ডেনিমওয়্যার।

নানা ধরনের জ্যাকেট

শীত ফ্যাশনে বেশ এগিয়ে নানা ধরনের জ্যাকেট। এর মধ্যে ছেলেদের জ্যাকেটের বড় কালেকশন চোখে পড়েছে। ডাউন জ্যাকেট থেকে শুরু করে লেদার ও বাইকার জ্যাকেট, পার্কা জ্যাকেট, ক্রপ ও রেগুলার ফিট বোম্বার জ্যাকেট,কর্ড জ্যাকেট, উইন্ডব্রেকার ,ট্র্যাকার জ্যাকেট, কুইল্টেড জ্যাকেট, হুডি জ্যাকেট, অ্যাক্টিভওয়্যার জ্যাকে, টুইল ও ডেনিম জ্যাকেট এসেছে ফ্যাশন হাউসগুলোতে।

জ্যাকেটে ফেব্রিক,পকেটের অভিনব ব্যবহার, স্টিচিং, নেকলাইনের ডিজাইন পেয়েছে বিশেষ গুরুত্ব। রিব কলার থেকে শুরু করে হাই নেক, বেন্ড কলার গুরুত্ব পেয়েছে। সলিড কালার থেকে প্রিন্টেড, ডুয়েল টোন সবই আছে।

জ্যাকেটের ক্ষেত্রে হালকা থেকে গাঢ় সবধরনের রং আছে। স্পোর্টি স্টাইলের ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়ালে তৈরি জ্যাকেটগুলো আন্তর্জাতিক ট্রেন্ড মেনেই তৈরি। আছে হিপহপ ঘরানার পকেট আর হডি স্টাইলও। পুরুষদের জ্যাকেটে এবারের ট্রেন্ড অনুযায়ী ফিটেড স্টাইল বেশি চলছে। তবে আছে ক্ল্যাসিক ও ওভারসাইজড জ্যাকেটও।

কিছুটা নিষ্প্রভ বটম কালেকশন

শীতপোশাকের মধ্যে বটম বা প্যান্ট অনেক গুরুত্বপূর্ণ। সাধারণত উষ্ণতা ও আরামের দিকে বেশি মনোযোগ দিয়ে ক্রেতারা বটম বেছে নিচ্ছেন। তবে স্টাইলে বৈচিত্র্য মিলল না বটমে বাজার ঘুরে। ডেনিমের বড় কালেকশন আছে ফ্যাশন হাউসগুলোতে।

এছাড়াও কিছু স্ট্রেচি কাপড় থেকে তৈরি লেগিংস,কর্ড প্যান্ট, থার্মাল প্যান্ট, উইন্টার ট্রাউজার্স ও কার্গো প্যান্ট আছে। বটমে আলাদাভাবে চোখে পড়ছে পকেটের ব্যবহার। তবে জুতসই বটম খুঁজে পেলেও স্টাইল স্টেটমেন্টটা টপ আর জ্যাকেট বা কোটের ওপর দিয়েই যাবে মনে হচ্ছে এই কালেকশনগুলো দেখে।

ছবি: প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮: ০৭
বিজ্ঞাপন