আধুনিক ট্রেন্ড ও ঐতিহ্যের সমন্বয়ে আকর্ষণীয় লা রিভের পূজা সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন ব্র্যান্ড লা রিভ এবার পূজা কালেকশনে আধুনিক ট্রেন্ড ও ঐতিহ্যের আমেজের দারুণ সমন্বয় করেছে। ব্র্যান্ডটির চলতি মৌসুম বা ফল কালেকশনের ছাপও পূজার পোশাকে স্পষ্ট। পূজার চিরন্তন রং লাল-সাদা হলেও এ বছরের ফল কালার প্যালেটের বোল্ড, ফেস্টিভ রংগুলো ট্রেন্ডে উঠে এসেছে।

সিঁদুরে লালের পাশাপাশি মাস্টার্ড ইয়েলো, কমলা, বাদামি, গেরুয়া, ময়ূরকণ্ঠী নীল, গোলাপি, সোনালী, পীত, কালো, সবুজ, হলুদ, বেইজ, টিল, রয়্যাল ব্লু ও মেরুন শেড প্রাধান্য পেয়েছে।

কোর মোটিফ হিসেবে পোশাকে স্থান পেয়েছে ময়ূরসহ ফলের জনপ্রিয় সব প্রিন্টস্টোরি। যেমন পেইজলি, হেয়ারলুম জিওমেট্রি, অর্নামেন্টাল ও ওয়াইল্ড ফ্লোরা, ভিক্টোরিয়ান প্যাটার্নের ভাইনস, এথনিক মোটিফ ইত্যাদি। শুধু পূজা নয়, যেকোনো সান্ধ্য পার্টির আয়োজনেও এই পোশাকগুলো বেশ মানিয়ে যাবে।

ফিউশনের জন্য চলতি ফ্যাশনের জনপ্রিয় প্যাটার্ন, যেমন ড্রামাটিক স্লিভস, স্ট্যান্ড কলার, ভি ও মকনেক, ফ্লেয়ার্ড ও কাফতান কাট হেম, লং লেংথ, কেপ ও শ্রাগ-স্টাইল লেয়ার বেছে নেওয়া হয়েছে। পার্টি স্টাইলগুলোয় যোগ হয়েছে ভারী কারচুপি, এমব্রয়ডারি, ফয়েল প্রিন্ট, পিনটাক, প্যাচওয়ার্ক ডিটেইলস, টাইকর্ড ও ট্যাসেল।

বিজ্ঞাপন

পূজা কালেকশনটি নারী, পুরুষ, শিশু, টিনএজার, নিউবর্ন—সবার জন্য ডিজাইন করা হয়েছে। নারীদের জন্য আছে মিড, লং ও শ্রাগ-স্টাইল টিউনিক, কামিজ, সালোয়ার–কামিজ, ম্যাচিং টপস, স্কার্ট ও ম্যাচিং বটমস। এ ছাড়া পার্টি ও অন্যান্য অনুষ্ঠানে পরার জন্য এক্সক্লুসিভ মসলিন, হাফসিল্ক ও কটন শাড়ি ডিজাইন করা হয়েছে।

পুরুষের জন্য এক্সক্লুসিভ আর্টসিল্ক পাঞ্জাবি, টুইন-ফিটেড কটন ও ভিসকোস পাঞ্জাবি, ক্ল্যাসিক পাজামা ও স্মার্টফিট পাজামা প্যান্টস, ফুল-স্লিভ শার্ট, টি–শার্ট ও পোলো শার্ট এনেছে লা রিভ।

টিনএজার ও শিশুদের জন্য টিউনিক, শার্ট, টপস, ফ্রক, টি–শার্ট, পোলো, পাঞ্জাবি ও ট্রেন্ডি বটমস কালেকশনে যোগ হয়েছে উৎসবের উপযোগী ডিজাইন। কিডস ও টিন কালেকশনে আরও পাওয়া যাবে মা–বাবার সঙ্গে মিলিয়ে পোশাক। নারী-পুরুষের ম্যাচিং কম্বোও আছে।

পোশাকের পাশাপাশি লা রিভ হোম, অ্যাকসেসরিজ, জুয়েলারি, হ্যান্ডব্যাগ ও ফুটওয়ার সেগমেন্টে পূজা উপলক্ষে নতুন ডিজাইন যোগ হয়েছে। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশালসহ ঢাকার সব স্টোরে পূজার পণ্য পাওয়া যাচ্ছে। ঘরে বসেই শপিং করতে ভিজিট করুন লা রিভের অনলাইন পোর্টাল www.lerevecraze.com, অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ।

ছবি: লা রিভ

বিজ্ঞাপন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১: ০৬
বিজ্ঞাপন