ফিরে দেখা মেট গালা : দেখুন সর্বকালের সেরা আরো কিছু আইকনিক লুক
শেয়ার করুন
ফলো করুন

আগামী ৫ মে নিউইয়র্ক সিটিতে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’। ফ্যাশন অনুরাগীদের কাছে প্রতিবছর মে মাসের এই প্রথম সোমবার যেন বিশেষ কিছু। এই ইভেন্টের জন্য বিশ্বের ফ্যাশন অনুরাগীরা সারা বছর অপেক্ষায় থাকেন। প্রতিবছরই অসাধারণ সব থিমভিত্তিক সাজপোশাকে উপস্থিত হন নামী তারকা ও ফ্যাশন আইকনরা। আয়োজনে কে কোন পোশাক পরলেন, তা নিয়ে ফ্যাশনবোদ্ধাদের মধ্যেও সারা বছর; এমনকি বছরের পর বছর চলতে থাকে আলোচনা। তবে আজকের আয়োজন মেট গালার সর্বকালের সেরা কিছু লুক নিয়ে। চলুন ছবির গল্পে লুকের আদ্যোপান্ত দেখে আসি।

১/১২
গত বছর মেট গালায় জিজি হাদিদ পরেছেন টম ব্রাউনের অফ শোল্ডার সাদা গাউন। ফ্লোর ছোঁয়া এই গাউনে আছে ফুল-পাতার কারুকাজ
গত বছর মেট গালায় জিজি হাদিদ পরেছেন টম ব্রাউনের অফ শোল্ডার সাদা গাউন। ফ্লোর ছোঁয়া এই গাউনে আছে ফুল-পাতার কারুকাজ
বিজ্ঞাপন
২/১২
২০২৩ সালের মেট গালায় দোজা ক্যাটের অস্কার দে লা রেন্টা গাউন সবার মন কেড়ে নিয়েছে। মারমেইড-কাট রুপালি গাউনের পুরোটাজুড়ে পুঁতির এমবেলিশমেন্ট। গাউনের সঙ্গে আছে বিড়ালের কানওয়ালা হুড। আর নিচের দিকে ছিল লম্বা রাফল ট্রেন। পুরো লুককে অন্য মাত্রায় নিয়ে যায় দোজার বিড়ালের আদলে গড়া প্রস্থেটিক মেকআপ।
২০২৩ সালের মেট গালায় দোজা ক্যাটের অস্কার দে লা রেন্টা গাউন সবার মন কেড়ে নিয়েছে। মারমেইড-কাট রুপালি গাউনের পুরোটাজুড়ে পুঁতির এমবেলিশমেন্ট। গাউনের সঙ্গে আছে বিড়ালের কানওয়ালা হুড। আর নিচের দিকে ছিল লম্বা রাফল ট্রেন। পুরো লুককে অন্য মাত্রায় নিয়ে যায় দোজার বিড়ালের আদলে গড়া প্রস্থেটিক মেকআপ।
বিজ্ঞাপন
৩/১২
সাবেক মডেল ও যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মেলিনা ট্রাম্প। ২০০৫ সালের মেট গালায় তিনি উপস্থিত হয়েছিলেন মারমেইড কাট স্ট্র্যাপলেস গাউনে। এটি তাঁর অন্যতম সেরা লুক।
সাবেক মডেল ও যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মেলিনা ট্রাম্প। ২০০৫ সালের মেট গালায় তিনি উপস্থিত হয়েছিলেন মারমেইড কাট স্ট্র্যাপলেস গাউনে। এটি তাঁর অন্যতম সেরা লুক।
৪/১২
 ১৯৯২ সালের মেট গালায় কালো স্লিভলেস গাউন, সাদা চাদর আর মুক্তার গয়না পরেছিলেন সে সময়ের মার্কিন সুপারমডেল ক্রিস্টি নিকোল টারলিংটন।
১৯৯২ সালের মেট গালায় কালো স্লিভলেস গাউন, সাদা চাদর আর মুক্তার গয়না পরেছিলেন সে সময়ের মার্কিন সুপারমডেল ক্রিস্টি নিকোল টারলিংটন।
৫/১২
 ২০২৪ সালের মেট গালায় কাস্টম লুয়েভে সাদা গাউনে আরিয়ানা গ্রান্ডে।
২০২৪ সালের মেট গালায় কাস্টম লুয়েভে সাদা গাউনে আরিয়ানা গ্রান্ডে।
৬/১২
২০২৪ সালের মেট গালায় কালো ড্রামাটিক গাউনে কার্ডি বি। সঙ্গে পরেছেন পান্না-হীরার গয়না। হাতের নখেও সবুজের ছোঁয়া।
২০২৪ সালের মেট গালায় কালো ড্রামাটিক গাউনে কার্ডি বি। সঙ্গে পরেছেন পান্না-হীরার গয়না। হাতের নখেও সবুজের ছোঁয়া।
৭/১২
মিউজিক, ফ্যাশন ও বিউটি মোগল রিয়ানার পরনের এই লম্বা ট্রেনযুক্ত সাদা গাউন মেট গালা ২০২৩ সালের অন্যতম সেরা লুক। ক্যামেলিয়া ফুল এমবেলিশড হুডেড টপ। অনুষঙ্গ ছিল ফিঙ্গারলেস গ্লাভস ও ফলস ল্যাশ দেওয়া সাদা সানগ্লাস।
মিউজিক, ফ্যাশন ও বিউটি মোগল রিয়ানার পরনের এই লম্বা ট্রেনযুক্ত সাদা গাউন মেট গালা ২০২৩ সালের অন্যতম সেরা লুক। ক্যামেলিয়া ফুল এমবেলিশড হুডেড টপ। অনুষঙ্গ ছিল ফিঙ্গারলেস গ্লাভস ও ফলস ল্যাশ দেওয়া সাদা সানগ্লাস।
৮/১২
মেসন মার্জিয়ালার বডিকন গাউনে কিম কার্ডাশিয়ান
মেসন মার্জিয়ালার বডিকন গাউনে কিম কার্ডাশিয়ান
৯/১২
 রিয়ানা ২০১৮ সালের মেট গালায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তাঁর এই লুক দিয়ে। পরেছিলেন রাজকীয় ধাঁচের সিলভার রঙের পোশাক। কোরসেট স্টাইলের মিনি ড্রেসের ওপর কোট আর আকর্ষণীয় হেডপিস।
রিয়ানা ২০১৮ সালের মেট গালায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তাঁর এই লুক দিয়ে। পরেছিলেন রাজকীয় ধাঁচের সিলভার রঙের পোশাক। কোরসেট স্টাইলের মিনি ড্রেসের ওপর কোট আর আকর্ষণীয় হেডপিস।
১০/১২
ব্লেক লাইভলি ২০২২ সালে ছিলেন মেট গালার অন্যতম অফিশিয়াল কো-চেয়ার। ওই বছরের আয়োজনে তিনি পরে এসেছিলেন তাঁর সবচেয়ে প্রিয় ব্র্যান্ড আটেলিয়ের ভারসাচের চোখধাঁধানো গাউন। রেড কার্পেটে প্রথমে ব্লেক লাইভলিকে দেখা যায় একটি রোজ গোল্ড গাউনে। এর পেছনে ছিল একটা বিশাল বড় বো। এরপর মেট মিউজিয়ামের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ করেই খুলে ফেলা হয় বো। তখন সেটি পরিণত হয় টিল ব্লু রঙের সুন্দর লম্বা ট্রেনে।
ব্লেক লাইভলি ২০২২ সালে ছিলেন মেট গালার অন্যতম অফিশিয়াল কো-চেয়ার। ওই বছরের আয়োজনে তিনি পরে এসেছিলেন তাঁর সবচেয়ে প্রিয় ব্র্যান্ড আটেলিয়ের ভারসাচের চোখধাঁধানো গাউন। রেড কার্পেটে প্রথমে ব্লেক লাইভলিকে দেখা যায় একটি রোজ গোল্ড গাউনে। এর পেছনে ছিল একটা বিশাল বড় বো। এরপর মেট মিউজিয়ামের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ করেই খুলে ফেলা হয় বো। তখন সেটি পরিণত হয় টিল ব্লু রঙের সুন্দর লম্বা ট্রেনে।
১১/১২
সত্তর ও আশির দশকের নামকরা ফ্যাশন আইকন ছিলেন শের। সে সময় গ্ল্যামার মানেই ছিলেন শের। তখনকার মেট গালায় তাঁর ঝলমলে উপস্থিতি দেখার জন্য সবাই অপেক্ষা করতেন। এখানে তাঁকে বিখ্যাত ডিজাইনার বব ম্যাকির ডিজাইন করা সেমি শিয়ার ও ভেলভেটের গাউনে দেখা যাচ্ছে।
সত্তর ও আশির দশকের নামকরা ফ্যাশন আইকন ছিলেন শের। সে সময় গ্ল্যামার মানেই ছিলেন শের। তখনকার মেট গালায় তাঁর ঝলমলে উপস্থিতি দেখার জন্য সবাই অপেক্ষা করতেন। এখানে তাঁকে বিখ্যাত ডিজাইনার বব ম্যাকির ডিজাইন করা সেমি শিয়ার ও ভেলভেটের গাউনে দেখা যাচ্ছে।
১২/১২
 চিরসবুজ ফ্যাশন আইকন সারা জেসিকা পার্কার মেট গালা ফ্যাশনের জন্য বিশেষভাবে পরিচিত। ২০১৫ সালে তিনি পরেছিলেন নিজের ডিজাইন করা অসাধারণ একটি লাল-কালো গাউন। গাউনের অনুপ্রেরণা ওই বছরের মেট গালার থিম চীন। সবচেয়ে নজর কেড়েছে তাঁর হেডপিসটি, যেটা ডিজাইন করেছেন ফিলিপ ট্রেসি।
চিরসবুজ ফ্যাশন আইকন সারা জেসিকা পার্কার মেট গালা ফ্যাশনের জন্য বিশেষভাবে পরিচিত। ২০১৫ সালে তিনি পরেছিলেন নিজের ডিজাইন করা অসাধারণ একটি লাল-কালো গাউন। গাউনের অনুপ্রেরণা ওই বছরের মেট গালার থিম চীন। সবচেয়ে নজর কেড়েছে তাঁর হেডপিসটি, যেটা ডিজাইন করেছেন ফিলিপ ট্রেসি।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৬: ০০
বিজ্ঞাপন