মা দিবস উপলক্ষে সুরঞ্জনার শ্রদ্ধা শাড়ি
শেয়ার করুন
ফলো করুন

মা দিবসকে কেন্দ্র করে দেশীয় ফ্যাশন হাউসগুলো এনেছে মায়ের জন্য নানা সংগ্রহ। দিচ্ছে আকর্ষণীয় অফার। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সুরঞ্জনা এই বিশেষ দিনকে ঘিরে এনেছে ‘শ্রদ্ধা শাড়ি’ সংগ্রহ ।

সুরঞ্জনার মা দিবসের এই সংগ্রহের অনুপ্রেরণা 'মা যেখানে ঘর সেখানে অথবা ঘর সেখানে মা যেখানে' । মায়ের ভালোবাসার মতোই কোমল আর স্নিগ্ধ কিছু রঙে রাঙানো হয়েছে শাড়িগুলো। হালকা নীল, গোলাপি , ধূসর , সোনালি আর জলপাই রং প্রাধান্য পেয়েছে সুরঞ্জনার এই সংগ্রহে।  

বিজ্ঞাপন

সুতি কাপড়ে স্ক্রিনপ্রিন্ট করা হয়েছে প্রতিটি শাড়িতে । আঁচলে আছে মায়ের জড়িয়ে ধরে থাকা দুটি শিশু মুখ।  সঙ্গে লেখা ‘Home is where Ma is’।

ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে সাড়া জাগিয়েছে শাড়িগুলো , জানান  সুরঞ্জনার স্বত্বাধিকারী নূর নাহার তৃপ্তি। তিনি বলেন, ' মা বলতে শুধু জন্মদাত্রী বা জননীকে বোঝায় না, মা শব্দের ব্যাপ্তি আরও অনেক বিশাল। এই অনুভূতিটির প্রতিফলন শাড়িতে তুলে আনার চেষ্টা করেছি এবার ' ।

ছবি: সুরঞ্জনা

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২: ২৮
বিজ্ঞাপন