গরমে যেমন পোশাক
শেয়ার করুন
ফলো করুন

গ্রীষ্মকালে সবার আগে আরাম ও স্বস্তিকে দিতে হবে প্রাধান্য। তবে সেটা স্টাইলের সঙ্গে আপস না করেই।

ঢোলা পোশাক

ঢিলেঢালা পোশাকের ভেতর দিয়ে খুব সহজেই বাতাস চলাচল করতে পারে। এতে পরিধানে আরাম পাওয়া যায়
ঢিলেঢালা পোশাকের ভেতর দিয়ে খুব সহজেই বাতাস চলাচল করতে পারে। এতে পরিধানে আরাম পাওয়া যায়
মডেল: নিশাত ও মার্শিয়া; ছবি: সাইফুল ইসলাম

গরমে সবারই উচিৎ ঢিলেঢালা পোশাক পরা। যত ঢোলা তত ভালো। ঢিলেঢালা পোশাকের ভেতর দিয়ে খুব সহজেই বাতাস চলাচল করতে পারে। এতে পরিধানে আরাম পাওয়া যায়। অনেকেই ভাবেন ঢিলেঢালা পোশাকে ঠিকমতো স্টাইল করা যায় না। কথাটা মোটেও ঠিক নয়। ঢোলা বা ওভারসাইজ পোশাক এখন ট্রেন্ডি। এ ধরনের পোশাক স্টাইল করা যায় হাজারভাবে।

হালকা রং

গবেষণায় দেখা গিয়েছে, সাদার পর হলুদ, ধূসর ও লাল রঙের কাপড় শরীর ঠান্ডা রাখে
গবেষণায় দেখা গিয়েছে, সাদার পর হলুদ, ধূসর ও লাল রঙের কাপড় শরীর ঠান্ডা রাখে
মডেল: লিয়া; ছবি: সাইফুল ইসলাম

এই গরমে হালকা রঙের পোশাক বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। হালকা রঙের পোশাক পরলে যেমন আরাম, তেমন চোখকেও দেয় প্রশান্তি। এর ভেতর সাদা রঙের পোশাক গরমের জন্য সবচেয়ে আরামদায়ক। কারণ, এর তাপ শোষণের ক্ষমতা খুব কম। সম্প্রতি জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল সায়েন্সের গবেষক বিজ্ঞানী তোশিয়াকি ইচিনোজের একটি গবেষণার ফলাফল বেরিয়েছে, যেখানে তিনি ও তাঁর গবেষক দল মিলে বের করেছেন কোন রঙের পোশাক তীব্র গরম ও রোদে স্বস্তি দিবে। গবেষণায় দেখা গিয়েছে, সাদার পর হলুদ, ধূসর ও লাল রঙের কাপড় শরীর ঠান্ডা রাখে। তাই গরমের জন্য গোলাপি, বেগুনি, নীলের হালকা শেডের পোশাক বেছে নেওয়া যায়।

বিজ্ঞাপন

কাপড়

সুতি কাপড়ের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে। এ ছাড়া এর ঘাম শোষণক্ষমতাও বেশি
সুতি কাপড়ের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে। এ ছাড়া এর ঘাম শোষণক্ষমতাও বেশি
মডেল: লিয়া; ছবি: সাইফুল ইসলাম

এমন আবহাওয়ায় সবচেয়ে ভালো সুতি কাপড়ের পোশাক। এর কোনো বিকল্প নেই। সুতি কাপড়ের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে। এ ছাড়া এর ঘাম শোষণক্ষমতাও বেশি। সুতির পরই গরমে আরামদায়ক কাপড়ের দৌড়ে এগিয়ে নরম লিনেন। এ ছাড়া বেছে নিতে পারেন খাদি, ভিসকস, ধুপিয়ান, শিফন, সিল্কের পোশাক। গরমে কোনোভাবেই ভারী ও সিনথেটিক কাপড়ের পোশাক পরা উচিৎ নয়।

পোশাকের ধরন

এই সময় মেয়েরা বেছে নিতে পারেন ঢিলেঢালা কামিজ, কুর্তি, টিউনিক, টপস
এই সময় মেয়েরা বেছে নিতে পারেন ঢিলেঢালা কামিজ, কুর্তি, টিউনিক, টপস
মডেল: উর্মি; ছবি: সাইফুল ইসলাম

এই সময় মেয়েরা বেছে নিতে পারেন ঢিলেঢালা কামিজ, কুর্তি, টিউনিক, টপস। ফুলহাতার পোশাক না পরে হাফহাতা বা স্লিভলেস পোশাক পরতে পারেন। বটম হিসেবে এখন পালাজ্জো, ধুতি সালোয়ার, ওয়াইড লেগড জিনস বা গ্যাবার্ডিনের প্যান্ট, লম্বা স্কার্ট খুব চলছে। এগুলো গরমে পরতেও বেশ আরামদায়ক হবে। ট্রেন্ড হিসেবে এখন মিডি ও ম্যাক্সি ড্রেসের জনপ্রিয়তা অনেক। চাইলে এগুলো দর্জির কাছে ফরমাশ দিয়ে সুতি বা লিনেন ফেব্রিকে বানিয়ে নেওয়া যায়। যাঁরা শাড়ি পরতে চান, তাঁরা সুতি, কোটা, জর্জেট ও সিল্কের শাড়ি বেছে নিতে পারেন।

বিজ্ঞাপন

ছেলেরা এই সময় একরঙা, ছাপা বা চেকের ঢিলেঢালা শার্ট পরতে পারেন। এ ছাড়া ক্যাজুয়াল পোশাক হিসেবে সুতি কাপড়ের ফতুয়া বা শর্ট পাঞ্জাবিও পরা যেতে পারে। এগুলোর সঙ্গে স্ট্রেট কাট জিনস ও চিনো খুব ভালো মানায়।

ছেলেরা এই সময় একরঙা, ছাপা বা চেকের ঢিলেঢালা শার্ট, টি–শার্ট পরতে পারেন
ছেলেরা এই সময় একরঙা, ছাপা বা চেকের ঢিলেঢালা শার্ট, টি–শার্ট পরতে পারেন
মডেল: যশ; ছবি: সাইফুল ইসলাম

গরমে ছোট-বড়, নারী–পুরুষ সবার জন্য আরামদায়ক পোশাক হলো টি–শার্ট। অন্যদিকে এখন আমাদের দেশে ছেলে ও মেয়ে উভয়কেই হাওয়াই ও কিউবান শার্ট পরতে দেখা যাচ্ছে। এ ধরনের শার্ট গরমে স্টাইল ও স্বস্তি দুটিই দিতে পারে।

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন