ফুলেল স্কার্টে আরামদায়ক ফ্যাশন
শেয়ার করুন
ফলো করুন

জনপ্রিয় বটমওয়্যার হিসেবে পুরো দৈর্ঘ্যের ঘের দেওয়া স্কার্ট এই মৌসুমে আরাম আর স্টাইল দুটোই দেবে। আর এই স্কার্টের জমিনে যদি ফুটে উঠে সমসাময়িক নানা ফুল, তাহলে সেটা যেন জীবন্ত ক্যানভাসই মনে হয়। সত্যিকারের ফুলের মতো ফ্লোরাল স্কার্টেও পাবেন বৈচিত্র্য। নাম না জানা জংলি ফুল, গোলাপ, পদ্ম, সূর্যমুখী কিংবা বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের আঁকা আমন্ড ব্লসমস ছাড়াও বিভিন্ন ধরনের রঙিন ফুল যেন ফুটে আছে স্কার্টের জমিনে।


স্কার্টের নানা প্যাটার্নের মধ্যে সবেচেয়ে ট্রেন্ডি এখন ম্যাক্সি স্টাইল, টেনিস স্কার্ট, মিডি পেন্সিল স্কার্ট, ক্যাজুয়াল এ লাইন ইত্যাদি। তবে ফ্লেয়ার বা বেশি ঘের দেওয়া স্কার্টগুলো যেকোনো পরিবেশে স্টাইলিশ লুক দেবে। গরমে যেকোনো পোশাক বাছাইয়ের সময় আরামদায়ক ফেব্রিক নির্বাচন করতে হবে। এ সময় সুতি, লিনেন বা রেয়নের মতো হালকা ওজনের স্কার্ট স্বস্তি দেবে।

বিজ্ঞাপন

স্কার্টের স্টাইলিং টপের ধরনের ওপর নির্ভর করে অনেকটাই। ফ্লোরাল স্কার্টে স্টাইল করতে হলে, সবচেয়ে ভালো উপায় হলো এর ফুলের দিকে মনোযোগ দেওয়া। স্কার্টের ফুলের রঙের সঙ্গে মিলিয়ে একটা টপ বা শার্ট পরলে বেশ ভালো লাগবে।
হালকা ফেব্রিকের টি-শার্ট, ক্রপ টপ, সিল্ক টিউনিক, অফ দ্য শোল্ডার ব্লাউজ, হল্টার নেক টপ, ট্যাঙ্ক টপও এ সময়ে বেশ ট্রেন্ডি। শুধু স্কার্টের ধরন আর উপলক্ষ বুঝে স্টাইলিংটা করতে হবে।

এই টপগুলোর সঙ্গে লেয়ারিং করতে হালকা ফেব্রিকের শ্রাগ বা শার্ট পরা যায়।ফুলেল নকশার স্কার্টের সঙ্গে চাইলে বৈপরীত্য আনতে জ্যামিতিক প্যাটার্ন, পোলকা ডটস, প্লেইড বা  হাউন্ডস্টুথ ছাপার টপ পরা যায়। তবে সে ক্ষেত্রে রঙের দিকেও খেয়াল রাখতে হবে। বটমের ফুলের প্রিন্ট যদি হয় হালকা, তাহলে টপে গাঢ় রং প্রাধান্য দিতে হবে। আবার এর উল্টোটাও হতে পারে।

বিজ্ঞাপন

কো-অর্ড স্টাইল এ বছরও বেশ ট্রেন্ডি। সে ক্ষেত্রে টপ আর স্কার্ট ম্যাচিং ফ্লোরাল মোটিফের হলেও মন্দ লাগবে না। কালো, সাদা বা বেইজ রঙের টপ মোটামুটি সবার সংগ্রহেই আছে। এই রঙের টপ মানিয়ে যায় যেকোনো বটমের সঙ্গে।


শুধু পোশাকেই ফ্যাশন আটকে থাকে না, অনুষঙ্গগুলোও হওয়া চাই মানানসই। তাহলে সঠিক স্টাইল স্টেটমেন্ট তৈরি করা যায়। যেমন স্কার্টের সঙ্গে কেমন জুতা পরতে হবে, সেটাও ভাবার বিষয়। হালকা ওজনের ঋতু উপযোগী স্যান্ডেল বা জুতা আরাম দেবে এ সময়। গরমে যদি বেশি হাঁটতে হয়, তাহলে আরাম বুঝে ফ্ল্যাট রঙিন ব্যালেরিনা পাম্প বা স্নিকার্স পরা যেতে পারে। আর গ্ল্যামার যোগ করতে এমন স্কার্টের সঙ্গে একজোড়া হিল পরলেই যথেষ্ট।

পোশাক ও ছবি: সরলা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬: ০১
বিজ্ঞাপন