কৃষ্ণচূড়ার ছায়ে ছায়ে, কৃষ্ণচূড়ার সাজে
শেয়ার করুন
ফলো করুন

তপ্ত রোদ হোক কিংবা বৃষ্টিমুখর বিকেল , ফ্যাশনিস্তা রমণীরা যেন উদযাপনের উপলক্ষ্য খোঁজে সবসময়। তাইতো কৃষ্ণচূড়া মাথায় গুঁজে কিংবা হাতে ধরে ফ্রেমবন্দী হওয়াটা এখন ট্রেন্ডি। সঙ্গে সেই ফুলের শাড়ি হলেতো কথাই নেই। শাড়ির ক্যানভাসে কমলা-লাল রঙের ফুলগুলো যেন জীবন্ত হয়ে উঠে প্রতিটি ছবিতে। বাস্তবেও তাই। ছবির গল্পে চলুন দেখে আসি কৃষ্ণচূড়ায় রাঙ্গানো সুন্দর মুহূর্তগুলো।

১/১৩
গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুরে  সারি সারি কৃষ্ণচূড়ার  লাল আভা যেন সব বিরক্তি শুষে নেয়। ওর রঙের উচ্ছ্বাস নতুন উদ্দ্যমে চলতে শেখায়।
গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুরে সারি সারি কৃষ্ণচূড়ার লাল আভা যেন সব বিরক্তি শুষে নেয়। ওর রঙের উচ্ছ্বাস নতুন উদ্দ্যমে চলতে শেখায়।
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
বিজ্ঞাপন
২/১৩
প্রতিটি রং -এর আলাদা তাৎপর্য আর আবেদন আছে। যতটা তীব্র, ততটাই মোহময় কৃষ্ণচূড়ার এই লাল রঙ। যেন আগুনরঙা উদ্দীপনা
প্রতিটি রং -এর আলাদা তাৎপর্য আর আবেদন আছে। যতটা তীব্র, ততটাই মোহময় কৃষ্ণচূড়ার এই লাল রঙ। যেন আগুনরঙা উদ্দীপনা
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
বিজ্ঞাপন
৩/১৩
তাইতো কাজী নজরুল লিখেছেন, 'কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে/ আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে'।
তাইতো কাজী নজরুল লিখেছেন, 'কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে/ আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে'।
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
৪/১৩
লাল ভালোবাসা, বিপ্লব এমনকী রক্তের মতো অনেক কিছুরই প্রতীক। আর কৃষ্ণচূড়া মানেই যেন গ্রীষ্মের রঙিন উন্মাদনা। এর লাল-কমলা ফুলগুলো একেকটি জ্বলন্ত মশালের মতো ।
লাল ভালোবাসা, বিপ্লব এমনকী রক্তের মতো অনেক কিছুরই প্রতীক। আর কৃষ্ণচূড়া মানেই যেন গ্রীষ্মের রঙিন উন্মাদনা। এর লাল-কমলা ফুলগুলো একেকটি জ্বলন্ত মশালের মতো ।
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
৫/১৩
রোদ হোক বা বৃষ্টি, এই ফুল মাথা উঁচু করে দাড়িয়ে থাকে ঋতু জুড়ে। কৃষ্ণচূড়া মনে করিয়ে দেয়—জীবন কখনো কখনো তীব্র, কখনো উদ্দাম, তবুও সুন্দর।
রোদ হোক বা বৃষ্টি, এই ফুল মাথা উঁচু করে দাড়িয়ে থাকে ঋতু জুড়ে। কৃষ্ণচূড়া মনে করিয়ে দেয়—জীবন কখনো কখনো তীব্র, কখনো উদ্দাম, তবুও সুন্দর।
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
৬/১৩
চিরল চিরল পাতার মাঝে মহারানীর মতো ফুটে থাকে এই  ফুল । তারপর সময় ফুরালে ঝরে পড়ে। ঝরে পড়ার আগে হয়ে যায় গান কিংবা কবিতার লাইন
চিরল চিরল পাতার মাঝে মহারানীর মতো ফুটে থাকে এই ফুল । তারপর সময় ফুরালে ঝরে পড়ে। ঝরে পড়ার আগে হয়ে যায় গান কিংবা কবিতার লাইন
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
৭/১৩
এই ফুল নিয়ে  অর্থহীন ব্যান্ড গেয়েছে ,  'তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল/ আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর, তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল/ চলে গেছ কোথায় আমায় ফেলে…বহুদূর।'
এই ফুল নিয়ে অর্থহীন ব্যান্ড গেয়েছে , 'তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল/ আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর, তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল/ চলে গেছ কোথায় আমায় ফেলে…বহুদূর।'
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
৮/১৩
ঢাকায় সবচেয়ে বেশি কৃষ্ণচূড়া গাছ দেখা যায় সংসদ ভবন এলাকায়।  ছুটির দিনগুলোতে অনেকেই প্রিয়জনকে নিয়ে বের হচ্ছে এসব জায়গায়। ফুলে ভরে থাকা গাছগুলো নজর কাড়ছে সবারই ।
ঢাকায় সবচেয়ে বেশি কৃষ্ণচূড়া গাছ দেখা যায় সংসদ ভবন এলাকায়। ছুটির দিনগুলোতে অনেকেই প্রিয়জনকে নিয়ে বের হচ্ছে এসব জায়গায়। ফুলে ভরে থাকা গাছগুলো নজর কাড়ছে সবারই ।
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
৯/১৩
তপ্ত রোদ হোক কিংবা বৃষ্টিমুখর বিকেল , ফ্যাশনিস্তা রমণীরা যেন উদযাপনের উপলক্ষ্য খোঁজে সবসময়। তাইতো কৃষ্ণচূড়া মাথায় গুঁজে কিংবা হাতে ধরে ফ্রেমবন্দী হওয়াটা এখন বেশ ট্রেন্ডি।
তপ্ত রোদ হোক কিংবা বৃষ্টিমুখর বিকেল , ফ্যাশনিস্তা রমণীরা যেন উদযাপনের উপলক্ষ্য খোঁজে সবসময়। তাইতো কৃষ্ণচূড়া মাথায় গুঁজে কিংবা হাতে ধরে ফ্রেমবন্দী হওয়াটা এখন বেশ ট্রেন্ডি।
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
১০/১৩
প্রিয় ফুলের গাছের সঙ্গে সেই ফুলের শাড়ি হলেতো কথাই নেই।
প্রিয় ফুলের গাছের সঙ্গে সেই ফুলের শাড়ি হলেতো কথাই নেই।
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
১১/১৩
শাড়ির সঙ্গে  চুলে কিংবা কানে গুঁজে রাখা যায় এই ফুল। আলাদা করে গয়নার প্রয়োজন হবে না তাহলে।
শাড়ির সঙ্গে চুলে কিংবা কানে গুঁজে রাখা যায় এই ফুল। আলাদা করে গয়নার প্রয়োজন হবে না তাহলে।
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
১২/১৩
শাড়ির ক্যানভাসে কমলা-লাল রঙের ফুলগুলো যেন জীবন্ত হয়ে উঠে প্রতিটি ছবিতে। বাস্তবেও তাই।
শাড়ির ক্যানভাসে কমলা-লাল রঙের ফুলগুলো যেন জীবন্ত হয়ে উঠে প্রতিটি ছবিতে। বাস্তবেও তাই।
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
১৩/১৩
কৃষ্ণচূড়ার ছায়ে ছায়ে, কৃষ্ণচূড়ার সাজে
কৃষ্ণচূড়ার ছায়ে ছায়ে, কৃষ্ণচূড়ার সাজে
শাড়ি: হরিতকী, মডেল: তূর্ণা ,ফটোগ্রাফি: অনিক মজুমদার
প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৮: ০৬
বিজ্ঞাপন