তপ্ত রোদ হোক কিংবা বৃষ্টিমুখর বিকেল , ফ্যাশনিস্তা রমণীরা যেন উদযাপনের উপলক্ষ্য খোঁজে সবসময়। তাইতো কৃষ্ণচূড়া মাথায় গুঁজে কিংবা হাতে ধরে ফ্রেমবন্দী হওয়াটা এখন ট্রেন্ডি। সঙ্গে সেই ফুলের শাড়ি হলেতো কথাই নেই। শাড়ির ক্যানভাসে কমলা-লাল রঙের ফুলগুলো যেন জীবন্ত হয়ে উঠে প্রতিটি ছবিতে। বাস্তবেও তাই। ছবির গল্পে চলুন দেখে আসি কৃষ্ণচূড়ায় রাঙ্গানো সুন্দর মুহূর্তগুলো।