কুর্চি ফুলের শাড়িতে শুভ্র প্রেমের মায়া
শেয়ার করুন
ফলো করুন

তাপপ্রবাহের গ্রীষ্মকালকে আমরা অনেকেই ভীষণ অপছন্দ করি। কিন্তু এ সময়ের ফুলগুলো মন ভালো করে দিতে বাধ্য। গ্রীষ্মকালের মিষ্টি গন্ধের সাদা ফুল ‘কুর্চি ’। এই ফুল এতটাই স্নিগ্ধ যে সারা দিনের অবসাদ ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ছোট্ট এই ফুলকে শাড়ির জমিনে এনেছে ফ্যাশন ব্র্যান্ড হরীতকী। পছন্দের ফুলেল শাড়িতে নিজেকে সাজিয়ে ফুলের শহরে মনমতো একটা লোকেশন খুঁজে নিয়ে ফুলেশ্বরী হয়ে উঠুন। মুহূর্তগুলো ধরে রাখুন ক্যামেরায়। প্রাণ ভরে উদ্‌যাপন করুন জীবন। ছবিগুলো তুলেছে অনিক মজুমদার।

১/১২
শুভ্রতার আলাদা আবেদন আছে, যেমন আছে কুর্চির। কিছুটা যেন অধরা এই ফুল।
শুভ্রতার আলাদা আবেদন আছে, যেমন আছে কুর্চির। কিছুটা যেন অধরা এই ফুল।
শাড়ি: হরিতকী মডেল: ঋতি ফটোগ্রাফি: অনিক মজুমদার
বিজ্ঞাপন
২/১২
সাদা ফুলের মধ্যে কুর্চি যেন এক বিশেষ নাম। গ্রীষ্মের উত্তাপে প্রশান্তির ছায়া হয়ে নগরীর বিভিন্ন জায়গায় রাতের আকাশে অগুনতি তারার মতো ফুটে আছে এই ফুল।
সাদা ফুলের মধ্যে কুর্চি যেন এক বিশেষ নাম। গ্রীষ্মের উত্তাপে প্রশান্তির ছায়া হয়ে নগরীর বিভিন্ন জায়গায় রাতের আকাশে অগুনতি তারার মতো ফুটে আছে এই ফুল।
শাড়ি: হরিতকী মডেল: ঋতি ফটোগ্রাফি: অনিক মজুমদার
বিজ্ঞাপন
৩/১২
কুর্চির সঙ্গী গাঢ় সবুজ পাতাগুলো চোখে খুব আরাম দেয়। তবে রবীন্দ্রনাথ এই ফুলকে ডাকতেন ‘কুরচি’ বলে।
কুর্চির সঙ্গী গাঢ় সবুজ পাতাগুলো চোখে খুব আরাম দেয়। তবে রবীন্দ্রনাথ এই ফুলকে ডাকতেন ‘কুরচি’ বলে।
শাড়ি: হরিতকী মডেল: ঋতি ফটোগ্রাফি: অনিক মজুমদার
৪/১২
ফুলের রূপের প্রেমে বিমোহিত হয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘কুরচি, তোমার লাগি পদ্মেরে ভুলেছে অন্যমনা/ যে ভ্রমর, শুনি নাকি তারে কবি করেছে ভর্ৎসনা।’ তিনি বুঝিয়েছেন কুরচি এতই আকর্ষণীয় যে ভ্রমর পদ্মকে ভুলে কুরচির প্রতি আকৃষ্ট হয়েছিল।
ফুলের রূপের প্রেমে বিমোহিত হয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘কুরচি, তোমার লাগি পদ্মেরে ভুলেছে অন্যমনা/ যে ভ্রমর, শুনি নাকি তারে কবি করেছে ভর্ৎসনা।’ তিনি বুঝিয়েছেন কুরচি এতই আকর্ষণীয় যে ভ্রমর পদ্মকে ভুলে কুরচির প্রতি আকৃষ্ট হয়েছিল।
৫/১২
আবার রবি ঠাকুর লিখেছেন, ‘সূর্যের আলোর ভাষা আমি কবি কিছু কিছু চিনি, কুরচি পড়েছ ধরা, তুমি রবির আদরিণী।’
আবার রবি ঠাকুর লিখেছেন, ‘সূর্যের আলোর ভাষা আমি কবি কিছু কিছু চিনি, কুরচি পড়েছ ধরা, তুমি রবির আদরিণী।’
৬/১২
মহাকবি কালিদাসের ‘মেঘদূত’ কাব্যেও কুর্চির উল্লেখ আছ। মিষ্টি ঘ্রাণের এই ছোট্ট ফুলের প্রেমে পড়েছিলেন তিনিও।
মহাকবি কালিদাসের ‘মেঘদূত’ কাব্যেও কুর্চির উল্লেখ আছ। মিষ্টি ঘ্রাণের এই ছোট্ট ফুলের প্রেমে পড়েছিলেন তিনিও।
৭/১২
কাজী নজরুল ইসলাম এই ফুলের নাম দিয়েছিলেন গিরিমল্লিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাধিস্থলে এই ফুলের গাছ আছে।
কাজী নজরুল ইসলাম এই ফুলের নাম দিয়েছিলেন গিরিমল্লিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাধিস্থলে এই ফুলের গাছ আছে।
৮/১২
এ ছাড়া কুটজ, কুটরাজ, ইন্দ্রযব, ইন্দ্রজৌ, বৎসক, কলিঙ্গ, প্রাবৃষ্য, শত্রুপাদপ, সংগ্রাহী, পাণ্ডুরদ্রুম, মহাগন্ধ ও কোটিশ্বর নামেও পরিচিত এই ফুল।
এ ছাড়া কুটজ, কুটরাজ, ইন্দ্রযব, ইন্দ্রজৌ, বৎসক, কলিঙ্গ, প্রাবৃষ্য, শত্রুপাদপ, সংগ্রাহী, পাণ্ডুরদ্রুম, মহাগন্ধ ও কোটিশ্বর নামেও পরিচিত এই ফুল।
৯/১২
ঊর্ধ্বমুখী এই গাছে শীতে পাতা ঝরে। ফাল্গুনের শেষভাগে ছাড়া ছাড়াভাবে ফুটতে শুরু করে ফুল। তারপর গ্রীষ্মকালব্যাপী গাছ ছেয়ে যায় তুষারধবল কুর্চিতে। আর তার মায়াবী রূপ ও সুগন্ধ আকৃষ্ট করে পথিককে।
ঊর্ধ্বমুখী এই গাছে শীতে পাতা ঝরে। ফাল্গুনের শেষভাগে ছাড়া ছাড়াভাবে ফুটতে শুরু করে ফুল। তারপর গ্রীষ্মকালব্যাপী গাছ ছেয়ে যায় তুষারধবল কুর্চিতে। আর তার মায়াবী রূপ ও সুগন্ধ আকৃষ্ট করে পথিককে।
১০/১২
সময় ফুরালে কুর্চির জন্য আবার অপেক্ষা করতে হবে আগামী বছরের। তাই ফ্যাশন আর ফুলপ্রেমীদের জন্য এই ফুল এসেছে শাড়ির জমিনে।
সময় ফুরালে কুর্চির জন্য আবার অপেক্ষা করতে হবে আগামী বছরের। তাই ফ্যাশন আর ফুলপ্রেমীদের জন্য এই ফুল এসেছে শাড়ির জমিনে।
১১/১২
শাড়িতে গাছের পাতার সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে ঘন সবুজ। সেখানে উঁকি দিচ্ছে থোকা থোকা সাদা কুর্চিরা
শাড়িতে গাছের পাতার সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে ঘন সবুজ। সেখানে উঁকি দিচ্ছে থোকা থোকা সাদা কুর্চিরা
১২/১২
খোঁপায় গোঁজা ফুল বা ফুলের গয়নার পাশাপাশি ফ্যাশনিস্তাদের গ্রীষ্মের ফুলের উদ্‌যাপনে ট্রেন্ডি আমেজ আনতে এমন ফুলের শাড়ির সাজের জুড়ি নেই।
খোঁপায় গোঁজা ফুল বা ফুলের গয়নার পাশাপাশি ফ্যাশনিস্তাদের গ্রীষ্মের ফুলের উদ্‌যাপনে ট্রেন্ডি আমেজ আনতে এমন ফুলের শাড়ির সাজের জুড়ি নেই।
প্রকাশ: ২০ মে ২০২৫, ১১: ৫৫
বিজ্ঞাপন