তাপপ্রবাহের গ্রীষ্মকালকে আমরা অনেকেই ভীষণ অপছন্দ করি। কিন্তু এ সময়ের ফুলগুলো মন ভালো করে দিতে বাধ্য। গ্রীষ্মকালের মিষ্টি গন্ধের সাদা ফুল ‘কুর্চি ’। এই ফুল এতটাই স্নিগ্ধ যে সারা দিনের অবসাদ ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ছোট্ট এই ফুলকে শাড়ির জমিনে এনেছে ফ্যাশন ব্র্যান্ড হরীতকী। পছন্দের ফুলেল শাড়িতে নিজেকে সাজিয়ে ফুলের শহরে মনমতো একটা লোকেশন খুঁজে নিয়ে ফুলেশ্বরী হয়ে উঠুন। মুহূর্তগুলো ধরে রাখুন ক্যামেরায়। প্রাণ ভরে উদ্যাপন করুন জীবন। ছবিগুলো তুলেছে অনিক মজুমদার।