শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর দেশীয় পোশাক ব্র্যান্ড রঙ বাংলাদেশ বিষয়ভিত্তিক পূজার সংগ্রহ নিয়ে আসে। এবারও সেই ধারা অব্যাহত রয়েছে। এবারের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘পূজার ফুল’। কারণ, যেকোনো পূজার প্রধান উপকরণ হচ্ছে ফুল। পূজার কাজে ব্যবহৃত জবা, নীলকণ্ঠ, পদ্ম, শিউলিসহ নানান ফুল উপজীব্য করে সাজানো হয়েছে রঙ বাংলাদেশ শারদ সংগ্রহ।
আরামদায়ক সুতি, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, এন্ডি সিল্ক, সেমি পিওর এবং নেট ফেব্রিক ব্যবহার হয়েছে পোশাকে। মেয়েদের পোশাকের মধ্যে শাড়ি, থ্রি–পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি, টিউনিক, লেগিন্স, পালাজো, ওড়না, তৈরি ব্লাউজ, ব্লাউজ পিস, আনস্টিচড থ্রি–পিস ও বটুয়া ব্যাগ থাকছে এবারের শারদ সংগ্রহে। অন্যদিকে ছেলেদের পোশাকের মধ্যে থাকছে আরামদায়ক পাঞ্জাবি, পায়জামা, ধুতি, শার্ট, টি-শার্ট, উত্তরীয় ও লুঙ্গি।
পূজা সংগ্রহের পোশাকগুলোতে মূল রঙ হিসেবে প্রাধান্য পেয়েছে সাদা, লাল, নীল, লাইট ব্রাউন, ম্যাজেন্টা, মেরুন, অকার ইয়েরো, অফ হোয়াইট। সঙ্গে রয়েছে সহকারী রং লাইট পেস্ট, অরেঞ্জ, অলিভ, পিচ, সি গ্রিন ও ডিপ ফায়োলেট। পোশাকের জমিনের নকশাগুলোকে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি ও কাটিং অ্যান্ড সুইং। সব বয়সীর জন্য রয়েছে আকর্ষণীয় সব ডিজাইনের পোশাক। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাকের কালেকশন।
এ ছাড়া তাদের সাব–ব্র্যান্ডগুলোতেও রয়েছে শারদীয় আয়োজন। এ সময়ে অনলাইন কেনাকাটায় সব পণ্যে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আর প্রি–পেমেন্ট করলে থাকছে সারা দেশে ফ্রি ডেলিভারি।
পূজা উৎসব আরও বর্ণিল করার প্রয়াসে দেশি ক্লদিং ব্র্যান্ড কে ক্র্যাফট নিয়ে এসেছে বৈচিত্র্যময় নতুন পোশাক। ব্র্যান্ডটি এ বছর পূজার জন্য মানডালা, ট্রাইবাল ও ফ্লোরাল মোটিফের অনুপ্রেরণায় এবং বিচিত্র রঙের বিন্যাসে চলমান ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করেছে শারদ কালেকশন। পোশাকের প্যাটার্নে আনা হয়েছে ভিন্নতা। তাই ক্ল্যাসিক লুকের সঙ্গে রেট্রো লুকের সমন্বয়ে নতুন মাত্রা যোগ হয়েছে পোশাকগুলোতে। এ ছাড়া রাখা হয়েছে কিছু ঐতিহ্যবাহী প্যাটার্ন।
আরাম, সময়, স্থান ও উৎসবের কথা মাথায় রেখে পোশাকের ডিজাইন করা হয়েছে। রয়েছে জমকালো কাজের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া ও কটি । এ ছাড়া থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক।
ট্রেন্ডের সঙ্গে এখন আরামের বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ফেব্রিক হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে সুতি, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, সিল্ক, পেপার সিল্ক, অরগাঞ্জা ইত্যাদি। যা শরতের আবহাওয়ায় স্বাচ্ছন্দ্যের পাশাপাশি উৎসবকে আকর্ষণীয় করে তুলবে। পূজার সংগ্রহের মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং কারচুপির কাজ। যেহেতু উৎসব তাই মেরুন, অরেঞ্জ, ম্যাজেন্টা রঙের বাইরে অন্যান্য রঙের মধ্যে থাকছে হোয়াইট, রেড, কোরা, অ্যাশ, কোরাল রেড, সিলভার, কোরাল পিঙ্ক, পার্পল ও ব্রাউন।