মেট গালা–২০২৫: সাদা–কালোর ভিড়ে চোখ জুড়ালেন গোলাপি শাকিরা
শেয়ার করুন
ফলো করুন

এবারের মেট গালার আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা পোশাকে দেখা গেছে পপ তারকা শাকিরাকে। সাদা–কালোর ভিড়ে তিনি চোখ জুড়ালেন গোলাপি গাউনে।

১/৯
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা পোশাকে এসেছেন ৪৮ বছর বয়সী এই গায়িকা।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা পোশাকে এসেছেন ৪৮ বছর বয়সী এই গায়িকা।
বিজ্ঞাপন
২/৯
এবারে মেট গালার মূল থিম ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক’। যেখানে সাদা–কালো পোশাকে অন্য তারকারা চোখ জুড়াচ্ছেন, সেখানে পপ তারকা শাকিরা উপস্থিত হয়েছেন একদম ভিন্ন আমেজে। তিনি পরেছেন পাউডার পিংক গাউন।
এবারে মেট গালার মূল থিম ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক’। যেখানে সাদা–কালো পোশাকে অন্য তারকারা চোখ জুড়াচ্ছেন, সেখানে পপ তারকা শাকিরা উপস্থিত হয়েছেন একদম ভিন্ন আমেজে। তিনি পরেছেন পাউডার পিংক গাউন।
বিজ্ঞাপন
৩/৯
মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের সিঁড়িতে রাজকুমারীর মতো বিশাল ট্রেনসহ গাউনে তাঁর উপস্থিতি সবার নজর কাড়ে।
মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের সিঁড়িতে রাজকুমারীর মতো বিশাল ট্রেনসহ গাউনে তাঁর উপস্থিতি সবার নজর কাড়ে।
৪/৯
৫/৯
সুইট হার্ট নেকলাইন আর স্ট্র্যাপলেস গাউনটির কোমরের দিকে আছে আকর্ষণীয় কাটআউট নকশা। হাতে পরা পলকা ডটের কালো গ্লাভসও নজর কাড়ছে।
সুইট হার্ট নেকলাইন আর স্ট্র্যাপলেস গাউনটির কোমরের দিকে আছে আকর্ষণীয় কাটআউট নকশা। হাতে পরা পলকা ডটের কালো গ্লাভসও নজর কাড়ছে।
৬/৯
গাউনের বডিহাগিং স্ট্রাকচারের সঙ্গে শাকিরার স্বর্ণকেশী বাউন্সি হেয়ারস্টাইল যেন হয়ে উঠেছে অলংকার।
গাউনের বডিহাগিং স্ট্রাকচারের সঙ্গে শাকিরার স্বর্ণকেশী বাউন্সি হেয়ারস্টাইল যেন হয়ে উঠেছে অলংকার।
৭/৯
গোলাপি আভার মেকআপ লুকে এসেছিলেন এই হার্টথ্রব তারকা। আর জুয়েলারি হিসেবে তাঁর গলায় শোভা পাচ্ছে হীরা ও রুবির স্টেটমেন্ট নেকপিস।
গোলাপি আভার মেকআপ লুকে এসেছিলেন এই হার্টথ্রব তারকা। আর জুয়েলারি হিসেবে তাঁর গলায় শোভা পাচ্ছে হীরা ও রুবির স্টেটমেন্ট নেকপিস।
৮/৯
সাদা–কালো রংকে পাশে রেখে শাকিরার এই গোলাপি পোশাক পরার বিষয়টিকে ফ্যাশনিস্তারা একেবারেই খারাপ চোখে দেখেননি; বরং প্রিয় তারকার এই মিনিমাল আর সহজাত লুকের প্রশংসা করছেন সবাই।
সাদা–কালো রংকে পাশে রেখে শাকিরার এই গোলাপি পোশাক পরার বিষয়টিকে ফ্যাশনিস্তারা একেবারেই খারাপ চোখে দেখেননি; বরং প্রিয় তারকার এই মিনিমাল আর সহজাত লুকের প্রশংসা করছেন সবাই।
৯/৯
ডিজাইনার প্রবাল গুরুংয়ের আউটফিটে এর আগে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো তারকারা রেড কার্পেট মাতিয়েছেন। এবার এই তালিকায় যোগ হলেন এই স্প্যানিশ তারকা।
ডিজাইনার প্রবাল গুরুংয়ের আউটফিটে এর আগে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো তারকারা রেড কার্পেট মাতিয়েছেন। এবার এই তালিকায় যোগ হলেন এই স্প্যানিশ তারকা।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২: ১০
বিজ্ঞাপন