এবারের মেট গালার আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা পোশাকে দেখা গেছে পপ তারকা শাকিরাকে। সাদা–কালোর ভিড়ে তিনি চোখ জুড়ালেন গোলাপি গাউনে।
১/৯
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা পোশাকে এসেছেন ৪৮ বছর বয়সী এই গায়িকা।
বিজ্ঞাপন
২/৯
এবারে মেট গালার মূল থিম ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক’। যেখানে সাদা–কালো পোশাকে অন্য তারকারা চোখ জুড়াচ্ছেন, সেখানে পপ তারকা শাকিরা উপস্থিত হয়েছেন একদম ভিন্ন আমেজে। তিনি পরেছেন পাউডার পিংক গাউন।
বিজ্ঞাপন
৩/৯
মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের সিঁড়িতে রাজকুমারীর মতো বিশাল ট্রেনসহ গাউনে তাঁর উপস্থিতি সবার নজর কাড়ে।
৪/৯
৫/৯
সুইট হার্ট নেকলাইন আর স্ট্র্যাপলেস গাউনটির কোমরের দিকে আছে আকর্ষণীয় কাটআউট নকশা। হাতে পরা পলকা ডটের কালো গ্লাভসও নজর কাড়ছে।