কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবীর রঙিন বসন্ত সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

রুক্ষ শীতের দিন শেষে প্রকৃতি নানা রঙে সেজে উঠেছে বসন্ত বরণ করতে। প্রকৃতির এই সাজ ও রং থেকে অনুপ্রাণিত হয়ে নতুন বসন্ত সংগ্রহ নিয়ে হাজির হয়েছে সুপরিচিত অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবী’। ফ্যাশন–সচেতন নারীদের জন্য এই কালেকশনে আছে তাদের সিগনেচার হাতের কাজের শাড়ি, ব্লাউজ ও বাহারি ডিজাইনের কুর্তি।

ব্র্যান্ডটির কর্ণধার রজবী তাসনীম তাঁর বসন্ত সংগ্রহ নিয়ে বলেন, ‘বসন্তের শুরু থেকে প্রকৃতি উৎসবের প্রস্তুতি নিতে থাকে। সবুজ প্রকৃতিতে যে বাহারি ফুলের আয়োজন হয়, সেখানে শুধু হলুদ নয়; বরং সব রং তার সৌন্দর্যের ডালি মেলে ধরে। সেই উৎসবের রং আমরা মনে ধারণ করি আর বহন করি ফ্যাশনে। তাই আমরা এবার শুধু চিরায়ত হলুদে নয়, প্রকৃতির মতো আমাদের সংগ্রহকেও বাহারি ফুলের রঙে সাজানোর চেষ্টা করেছি।’

নতুন সংগ্রহে আছে সুন্দর নকশার হাতের কাজের শাড়ি ও বৈচিত্র্যময় ব্লাউজ। কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবীর প্রায় সব শাড়িরই সুন্দর নাম থাকে। এবার ফুলের নামে শাড়ির নাম রাখা হয়েছে। যেমন একটি শাড়ির নাম কাঁঠালচাঁপা পরি। এই শাড়ির রং নেওয়া হয়েছে কাঁঠালচাঁপার মিষ্টি হলুদ থেকে। এর সঙ্গে থাকা ব্লাউজে এক কোণে সুই-সুতার ফোঁড়ে কাঁঠালচাঁপা ফুটে উঠেছে।

বিজ্ঞাপন

শুধু বসন্তের ফুল নয়। শীতের যে ফুল ৯ মাসের জন্য হারিয়ে যাবে, সেটিকে মনে রাখার প্রয়াসও দেখা গেছে এই সংগ্রহে। তাই তো একটি শাড়ির নাম রাখা হয়েছে ‘কাঞ্চন রাঙা’। দেবকাঞ্চন বা রাঙাকাঞ্চন নামের এই ফুল শীতজুড়েই জঙ্গল ও পথের ধারে পাওয়া যায়। কাঞ্চন রাঙা শাড়ির জমিনে এই ফুলের নকশা ফুটিয়ে তোলা হয়েছে। আবার কিছু শাড়িতে ফুলের পাশাপাশি আছে লতাপাতা, পাখি ও প্রজাপতি।  

শাড়ির সঙ্গে কিছু কুর্তিও রাখাও হয়েছে। শাড়ির রঙে যেমন বেশি প্রাধান্য পেয়েছে ফুলের লাল, হলুদ, বেগুনি, সবুজ ও গোলাপি; তেমনি কুর্তিতে বেশি দেখা গেছে সাদার শুভ্রতা। বুনো ফুলের প্যাটার্নও বেশি দেখা গেছে। আর শাড়ি, ব্লাউজ ও কুর্তির কাপড় বাছাইয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আবহাওয়া, আরাম ও গুণগত মানকে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ০০
বিজ্ঞাপন