অক্ষয় কুমার ১২ বছর পর র্যাম্পে ফিরে এসেছেন ফাল্গুনী শেন পিককের পোশাকে। অপর দিকে তারা সুতারিয়া রোজ রুম বাই ইশা জাজোদিয়ার পোশাকে আধুনিক রাজকন্যার রূপে হাজির হয়েছেন। চলুন, তাদের লুক ও এই ইভেন্টের বিশদ বিবরণ জেনে নেওয়া যাক।
২৫ জুলাই, দিল্লিতে অনুষ্ঠিত হুন্ডাই ইন্ডিয়া কতুর উইক ২০২৫-এ ফাল্গুনী শেন পিককের শোস্টপার হিসেবে র্যাম্পে হাঁটলেন অক্ষয় কুমার। বলিউডের এই তারকা দীর্ঘ ১২ বছর পর আবার র্যাম্পে হাজির হলেন। এই দীর্ঘ বিরতির পর অক্ষয়ের র্যাম্পে ফেরা যেন ছিল এক রাজার প্রত্যাবর্তন, এমনটাই বলছেন ভারতীয় ফ্যাশন সমালোচকেরা।
ফাল্গুনী শেন পিককের এই কতুর কালেকশনটি রাজকীয়তা, শৈল্পিকতা ও সৌন্দর্যের এক নিখুঁত মিশেলে তৈরি। আর ডিজাইনারের সেই ভাবনাকেই র্যাম্পে জীবন্ত করে তুললেন অক্ষয় কুমার। তিনি পরেছিলেন আইভরি রঙের একটি জমকালো শেরওয়ানি সেট। যার পুরোটা গুড়ে করা হয়েছে সিল্ক থ্রেডের সূক্ষ্ম অ্যম্ব্রয়ডারির কারুকাজ। ব্যান্ড কলার শেরওয়ানির সামনে সোনালি স্টেটমেন্ট বোতাম, প্যাডেড কাঁধ, সাইড স্লিট এবং নিখুঁত টেইলরড ফিনিশ।
শেরওয়ানির সঙ্গে মিলিয়ে অক্ষয় পরেছিলেন সাদা শার্ট ও স্ট্রেট কাট প্যান্ট। পুরো লুকটি ছিল পরিপাটি, গ্ল্যামারাস ও ক্ল্যাসিক। পায়ে ছিল রুপালি কারুকার্য করা জুতি এবং চোখে ছিল কালো টিন্টেড সানগ্লাস।
ইন্ডিয়া কতুর উইকের দ্বিতীয় দিনে বলিউড তারকা তারা সুতারিয়া হাজির হন রোজ রুম বাই ইশা জাজোদিয়ার পোশাকে। তিনি পরেছিলেন একটি শ্যাম্পেন রঙের অফ শোল্ডার গাউনে। যা তৈরি করা হয়েছে আধুনিক গ্ল্যামার ও ভিনটেজ সিলুয়েটের অপূর্ব সমন্বয়ে। গাউনটি তাকে আধুনিক রাজকন্যার রূপ দিয়েছে।
তারা’র গাউনটি ছিল ‘ফেয়ারিটেল’-এর মতো। ভলিউমিনাস স্কার্ট এবং করসেট বডিপার্ট মিলে তৈরি হয়েয়ে এক রাজকীয় শেপ। গাউনের মূল আকর্ষণ ছিল এর সোনালি করসেট বডিস, যাতে ছিল সূক্ষ্ম মেটালিক থ্রেডওয়ার্ক। যা ফুল ও লতাপাতার কারুকাজে পরিপূর্ণ। সঙ্গে ছিল লেইসের কাজ, যা ভিন্টেজ রোমান্টিক লুক থেকে অনুপ্রাণিত।
গাউনের সঙ্গে ছিল মানানসই শ্যাম্পেন রঙের পার্ল নেকলেস, যা লুকে ফুটিয়ে তুলেছে এলিগেন্স। মেকআপ ও হেয়ারস্টাইলও ছিল রোমান্টিক ছোঁয়া। গোলাপি টোনের সফট গ্ল্যাম মেকআপ, আর মাঝখানে সিঁথি করা খোলা চুল যেন রূপকথার রাজকন্যার চরিত্রকে জীবন্ত করে তুলে। তারা সুতারিয়ার এই লুক ছিল আধুনিক গ্ল্যামার আর ক্লাসিক ও ভিন্টেজ স্টাইলের নিখুঁত মেলবন্ধন। র্যাম্পে হাঁটার সময়ও তার আত্মবিশ্বাস যেন চোখ জুড়িয়ে দিয়েছে ফ্যাশনপ্রেমীদের। এক কথায়, এই লুক ছিল রূপকথার রাজকন্যার মতোই।
ভারতীয় ফ্যাশন বিশ্লেষকেরা জানিয়েছেন। ইন্ডিয়া কতুর উইক ২০২৫, ফ্যাশনে ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে। অক্ষয় কুমারের রাজকীয় শেরওয়ানি ও তারা সুতারিয়ার রূপকথার গাউন দর্শকদের মনে দাগ কেটেছে। ফাল্গুনী শেন পিকক ও ইশা জাজোদিয়ার সংগ্রহগুলো ভারতীয় ফ্যাশনের সমৃদ্ধি ও বৈচিত্র্যের প্রতিফলন ঘটিয়েছে। এই ইভেন্টে বলিউড তারকাদের উপস্থিতি ফ্যাশন জগতের উৎসবমুখরতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
ছবি: ফ্যাশন ডিজাইনার কাউন্সিল অব ইন্ডিয়া–এর অফিসিয়াল ইনস্টাগ্রাম