নিউইয়র্ক ফ্যাশন উইকে যাচ্ছে বাংলাদেশের ‘রাই’
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন দুনিয়ার রাজধানী চারটি—নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, মিলান। এই চার রাজধানীতে প্রতিবছর ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় ফ্যাশনের সবচেয়ে বড় আসর ‘ফ্যাশন উইক’। এ আয়োজনে বিশ্বের বড় বড় ব্র্যান্ড নতুন মৌসুম উপলক্ষে তৈরি নতুন কালেকশনগুলো প্রদর্শন করেন। জ্যেষ্ঠ ডিজাইনারদের পাশাপাশি অনেক তরুণ মেধাবী ও সম্ভাবনাময় প্রতিভাবান ডিজাইনাররাও ফ্যাশন উইকে অংশ নিয়ে থাকেন।

‘রাই’-এর প্রধান নির্বাহী ও সিনিয়র ডিজাইনার রাইসা রফিক
‘রাই’-এর প্রধান নির্বাহী ও সিনিয়র ডিজাইনার রাইসা রফিক

ফ্যাশন বিশ্বের অন্যতম বড় আসর নিউইয়র্ক ফ্যাশন উইকের সেপ্টেম্বর পর্বে প্রথমবারের মতো নতুন দুটি কালেকশন প্রদর্শন করতে চলেছে বাংলাদেশি অনলাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ‘রাই’। সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খবরটি জানিয়েছেন ‘রাই’-এর প্রধান নির্বাহী ও সিনিয়র ডিজাইনার রাইসা রফিক। শুধু তা–ই নয়, সেই প্রদর্শনীতে শো-স্টপার হিসেবে হাঁটবেন সুপরিচিত উপস্থাপক, মডেল ও অভিনেত্রী সারা আলম।

‘রাই’ রাইসা রফিকের একটি স্বপ্নের প্রজেক্ট। তিনি ২০২০ সালের এপ্রিল মাসে কোভিড মহামারির সময় এ ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন স্কুল নিউইয়র্কের ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে সদ্য গ্র্যাজুয়েট রাইসা পড়াশোনার পাশাপাশি দেশে এসে নিজের ব্র্যান্ডের জন্য কালেকশন তৈরি করতেন। মাত্র তিন বছরে দেশের ফ্যাশনিস্তাদের মধ্যে বেশ নাম করেছে ‘রাই’। এখন পর্যন্ত ব্র্যান্ডের সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে হয়ে থাকে।

বিজ্ঞাপন

নিউইয়র্ক ফ্যাশন উইকে ‘রাই’-এর প্রদর্শনীর জন্য রাইসাকে সার্বিকভাবে সহযোগিতা করছে আন্তর্জাতিক এজেন্সি সাউন্ডপেস। সাউন্ডপেসের কর্ণধার আবার বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী আমেরিকান ওমর চৌধুরী। তিনি কয়েক বছর ধরে প্রতিভাবান বাংলাদেশি ডিজাইনার ও মডেলদের আন্তর্জাতিক ফ্যাশন বিশ্বে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। ওমর চৌধুরীর তত্ত্বাবধানে শুধু নিউইয়র্ক ফ্যাশন উইক নয়, মিলান ও প্যারিস ফ্যাশন উইকের রানওয়েতেও বাংলাদেশি মডেলদের হাঁটতে দেখা গেছে।

উপস্থাপক, মডেল ও অভিনেত্রী সারা আলম
উপস্থাপক, মডেল ও অভিনেত্রী সারা আলম

সেপ্টেম্বরে নিউইয়র্ক ফ্যাশন উইকে ‘ইচ্ছা’ ও ‘গেজ’ নামের দুটি কালেকশন প্রদর্শন করার সুযোগ পেয়েছেন রাইসা। প্রথম সংগ্রহটির নাম ‘ইচ্ছা’, যেখানে থাকবে আমাদের ঐতিহ্যবাহী তসর সিল্ক, জামদানি, সুতি কাপড়ে তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ এবং দেশি ও ওয়েস্টার্ন ফিউশনধর্মী পোশাক। অন্যদিকে ‘গেজ’ নামের সংগ্রহটিতে থাকবে নানা ডিজাইনের ইভনিংওয়্যার।

সংবাদ সম্মেলনে রাইসা রফিক ও ওমর চৌধুরী ছাড়া আরও উপস্থিত ছিলেন সারা আলম। কয়েক বছর ধরে তিনি ‘রাই’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন। নিজের প্রিয় ব্র্যান্ডের শো-স্টপার হিসেবে নিউইয়র্ক ফ্যাশন উইকে হাঁটার সুযোগ পেয়ে তিনিও বেশ উচ্ছ্বসিত।

ছবি: ফাহমিদা শিকদার ও রাইসা রফিক

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১০: ০০
বিজ্ঞাপন