বিজয় দিবসে সবার জন্য দিশাস রোডব্লকের আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

বিজয় দিবস উপলক্ষে দিশাস রোডব্লক এনেছে লাল-সবুজ থিমে পোশাকসম্ভার। বড়দের শাড়ি-পাঞ্জাবির সঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাচ্চাদের পোশাকেও।

বিজ্ঞাপন

বিভিন্ন দিবসে থিমভিত্তিক পোশাক বেশ প্রচলিত এখন। তাই ফ্যাশন ব্র্যান্ডগুলোও বিভিন্ন উৎসবকে সামনে রেখে নিয়ে আসে বিভিন্ন থিমের পোশাক সংগ্রহ। এক দিন পরই বাংলাদেশে যথাযথ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে উদ্‌যাপিত হবে মহান বিজয় দিবস। সব বয়সীরাই বিজয় দিবসকে উদ্‌যাপন করতে চায় পোশাকে লাল-সবুজের ছোঁয়া রেখে। তাই ফ্যাশনহাউসগুলোর পোশাকে থাকে সেই আমেজ। কারণ, বাংলাদেশ মানেই লাল-সবুজ। আর বিজয় দিবস উদ্‌যাপন মানেই লাল-সবুজের সাজ। দিশাস রোডব্লক বিশেষ এই দিনকে সামনে রেখে এনেছে লাল-সবুজ থিমে শাড়ি ও পাঞ্জাবি। সঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাচ্চাদের পোশাকেও। রাখা হয়েছে ছোটদের পাঞ্জাবি, শাড়ি ও সালোয়ার-কামিজ।

বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুর
আমি একবার দেখি, বারবার দেখি
দেখি বাংলার মুখ।
প্রতুল মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গানের চারটি লাইন এবং ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ বাঙালির আবেগজড়িত এই লাইনগুলো দিয়ে ব্লক করা হয়েছে দিশাস রোডব্লকের বিজয়সংগ্রহগুলো।

বিজ্ঞাপন

লাল পাড় বসানো সবুজ শাড়ি, লাল আঁচলে হলুদ মানচিত্র। শাড়িটির নাম স্বদেশ। জমিনের কাপড় জর্জেট, পাড় আর আঁচলের সূর্য বাটার সিল্ক। যাঁরা জর্জেট পছন্দ করেন না, তাঁদের জন্য রাখা হয়েছে দুটি সুতির শাড়ি। একটি শাড়ি সুতি অ্যান্ডি, অন্যটি কোটা। জমিনজুড়ে গানের লাইনগুলোর ব্লক, আঁচলে সূর্য আর মানচিত্র। সঙ্গে জুড়ে দেওয়া আছে ছোট পমপম লেস। যাঁরা শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁরা বেছে নিতে পারেন দিশাস রোডব্লকের সালোয়ার-কামিজ।

ছেলেদের জন্য আছে পাঞ্জাবি। বুকে বসানো টকটকে লাল সূর্য আর তাঁর ভেতর হলুদ মানচিত্র। জিনস বা সাদা পায়জামার সঙ্গে সহজেই মানিয়ে যাবে এই পাঞ্জাবি।
যেকোনো উৎসবে বাচ্চাদের আগ্রহই থাকে বেশি। তাই শুধু বড়দের জন্যই নয়, দিশাস রোডব্লক গুরুত্ব দিয়েছে বাচ্চাদের পোশাকেও। লাল-সবুজ থিমে রেখেছে পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজ। দিশাস রোডব্লকের স্বত্বাধিকারী সায়কা শাহরিন বলেন, ‘বাচ্চাদের জন্যই বিশেষভাবে সাজিয়েছি আমাদের এবারের বিজয় সংগ্রহ। তাদের কাছেও বিজয়ের গুরুত্ব তুলে ধরতে এই আয়োজন।’

আর এবার শুধু অনলাইনে নয়, চাইলে দিশাস রোডব্লকের পণ্য হাতে ধরে, কাপড়ের গুণাগুণ ও সেলাই সরাসরি দেখে নেওয়া যাবে দোতলা থেকে।

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৩: ০০
বিজ্ঞাপন