শাড়ির কথনে একুশের গান
শেয়ার করুন
ফলো করুন

‘আ–মরি’ হচ্ছে শাড়িকথনের যমজ দুটি শাড়ির নাম। একটির জমিন সাদা আর অপরটির কালো। দুটিতেই নিচের অংশের পাড় চটের। আর ওপরের পাড়ে সাদা রঙে বাংলা টাইপোগ্রাফিতে ছাপা ‘আ–মরি বাংলা ভাষা’।

শাড়িকথনের কর্ণধার ও উদ্যোক্তা ফ্রিডা খান বলেন, ‘কোনো উৎসব বা দিবসকে উপলক্ষ করে করা পোশাকের নকশার পেছনে শুধু ব্যবসায়িক নয়, থাকে আবেগগত কারণও। বিশেষ দিন, উপলক্ষ বা বার্তাভিত্তিক শাড়ির নকশা করার পরিকল্পনা করি আমরা ২০২০–এ। এর প্রথম কাজ হিসেবে ২০২১–এর শহীদ দিবসকে বিশেষ করে ধরে রাখতে আমরা একটা নতুন শাড়ির কাজে হাত দিয়েছিলাম জানুয়ারিতে। একুশের মানে যেমন অর্জন, দৃঢ়তা, তেমনি শোকও। একুশ মানে নিজের ভাষায় বলার অধিকার, লেখার অধিকার। তাই সাদাকালো রঙের থিমের পাশাপাশি আমরা বাংলা টাইপোগ্রাফি নিয়ে কাজ করার চেষ্টা করলাম। ঠিক হলো, সঙ্গে থাকবে আমাদের সিগনেচার চটের পাড়।’

বিজ্ঞাপন

দু-তিনটি গানের কথা বেছে নিয়ে প্রতিটি ছত্র দুই থেকে তিনভাবে কাগজে আঁকা হয়। এভাবে করা প্রায় ১০টি নকশা থেকে একটিকে পছন্দ করে প্রথমে ছবি তুলে, তারপর কম্পিউটারে নেড়েচেড়ে বানানো হলো ছাঁচ। তারপর সাদা আর কালো শাড়িতে সাদা ছাপ বসানো আর সঙ্গে জুড়ে দেওয়া চটের পাড়। ফ্রিডা বলেন, ‘একটি শাড়ির নকশা করতে গিয়ে আমরা খুঁজে পেলাম আ–মরি নামের যমজ দুটি শাড়ি। ২০২১ থেকে প্রতি ফেব্রুয়ারিতেই আ–মরির চাহিদা বেড়েছে।’

ফ্রিডার বয়ানে জানা গেল, শাড়িকথনের প্রতিটি শাড়ির পেছনে গল্প থাকে বলেই এর এই নাম। আ–মরি শাড়ি বলে ভাষা নিয়ে আমাদের আবেগের গল্প। আ–মরি নামের শাড়ি দুটির গল্প মানুষ ভালোবেসেই গ্রহণ করছেন আর সংগ্রহ করছেন নিজের বা ভালোবাসার মানুষটির জন্য। ফ্রিডা বলেন, ‘দেশীয় গয়নার উদ্যোগ মল্লিকার সৃজন আমার বরাবরই পছন্দ। আমাদের মতো ওনারাও বিশেষ দিন নিয়ে মৌলিক কাজ করে।’ ফ্রিডা আরও বলেন, আ–মরির ছবি তোলা উপলক্ষে মল্লিকার গয়নার সংগ্রহ থেকে নেওয়া হয়েছে শহীদ মিনার আদলের গয়নাটি।

২০১৮ সালে শুরু হওয়া শাড়িকেন্দ্রিক ব্র্যান্ড শাড়িকথন। জন্মলগ্ন থেকেই শাড়ির পাড়ে পাটের কাজ শাড়িকথনের সিগনেচার। পাটের পাশাপাশি মোম বাটিক ও ভেষজ রং নিয়ে নকশা করতে পছন্দ করেন ফ্রিডা। ২০২৪ সাল থেকে জামদানিও করছেন।
https://m.facebook.com/shareekothon ফেসবুক পেজ থেকে শুরু হওয়া শাড়িকথনকে পাওয়া যাবে দোতলা, বাড়ি: ১৮ (পুরাতন ৬৭০), রাস্তা: ১১ (পুরাতন ৩২), ধানমন্ডি, ঢাকা আর https://bhive.ltd/store/shareekothon এ।

ছবি: শাড়িকথন

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ২১
বিজ্ঞাপন