রিয়ানা ও পুমার কোলাবোরেশনে ফিরে এল আইকনিক স্নিকার্স
শেয়ার করুন
ফলো করুন

কুইন অব দ্য পপ ও ফ্যাশন আইকন রিয়ানার লাইফস্টাইল ব্র্যান্ড ফেন্টি জার্মান, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার সঙ্গে দ্বিতীয়বারের মতো কোলাবোরেশনে যুক্ত হলো। এবার তারা এক সঙ্গে স্নিকার্সপ্রেমীদের জন্য ফিরিয়ে আনল ক্ল্যাসিক অ্যাভান্টি স্নিকার্স। এই কোলাবেরেশনের মধ্য দিয়ে ফেন্টি ও পুমার ক্রিয়েটিভ ডিরেক্টর হলেন রিয়ানা।

স্নিকার্সহেড বা স্নিকার্সপ্রেমীদের কাছে ক্ল্যাসিক অ্যাভান্টি স্নিকার্সের আবেদন কখনোই হারিয়ে যায়নি, বরং দিন দিন বেড়েছে। ১৯৬৮ সালে বাজারে আসে পুমা কিং ফুটবল বুট। তখন এই বুট পেলে, ম্যারাডোনা, ইউসেবিওর মতো কিংবদন্তি ফুটবলারদের মাধ্যমে জনপ্রিয় হয়। এরপর ১৯৭৮ সালে পুমা নিয়ে আসে জগিং শু পুমা ইজি রাইডার। ঠিক ২০ বছর পর বিখ্যাত জার্মান ফ্যাশন ডিজাইনার জিল স্যান্ডারের সঙ্গে কোলাবোরেশন করে পুমা।

এটাই ছিল কোনো লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ও স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের প্রথম কোলাবোরেশন। পুমা ও জিল স্যান্ডারের মিলিত প্রচেষ্টায় তৈরি হয় জিল স্যান্ডার কিং। পুমা কিং ও ইজি রাইডারের মিশ্র ডিজাইনে তৈরি হয় জিল স্যান্ডার কিং। আর এই স্নিকার্সের অনুপ্রেরণায় পুমা ২০০১ সালে লঞ্চ করে অ্যাভান্টি স্নিকার্স। এবার রিয়ানার হাতে পুনর্জন্ম হলো এই আইকনিক স্নিকার্সের।

বিজ্ঞাপন

এই নতুন কোলাবোরেশন সম্পর্কে রিয়ানা বলেন, ‘নতুন দৃষ্টিভঙ্গি ও ধারণা নিয়ে পুমাতে ফিরে আসা একটি পারিবারিক পুনর্মিলনের মতো হয়েছে। পুমার আর্কাইভ ঘাঁটাঘাঁটি করা আমার জন্য খুব আনন্দদায়ক। আমি এখান থেকে আইকনিক কোনো ডিজাইন নতুনভাবে ফিরিয়ে আনতে চেয়েছি। আর অ্যাভান্টি শু তো কিংবদন্তি পেলের পায়েও দেখা গিয়েছে।’

অ্যাভান্টি স্নিকার্স এবার মোট দুটি বেসপোক সংস্করণে এসেছে। একটি সাদাকালো, অন্যটি রুপালি। স্নিকার্সটি বানাতে ব্যবহৃত হয়েছে উচ্চ মানের চামড়া ও গাম সোল। শুধু নারী ও পুরুষ নন, সব বয়সী শিশুদের জন্যও স্নিকার্স রয়েছে। ফেন্টি ও পুমার এই কোলাবেরেশনের খবর এসেছিল গত মার্চে। তখন থেকেই সবাই অ্যাভান্টি স্নিকার্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল।

হাইপড এতই বেড়েছে যে ১৫ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার পর মাত্র ৪৫ মিনিটের মধ্যে নারী ও পুরুষদের জন্য তৈরি সব স্নিকার স্টক আউট হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই ব্যাপক চাহিদার কথা চিন্তা করে রিয়ানা অ্যাভান্টি স্নিকার্সের নতুন ব্যাচ নিয়ে আসবেন।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ০৮
বিজ্ঞাপন