লাল গালিচায় নতুন করে নজর কাড়লেন কান-এর একসময়ের টপ মডেল ও সাবেক মিস আয়ারল্যান্ড প্রিয়তী
শেয়ার করুন
ফলো করুন

সালটা ২০১৪। মিস আয়ারল্যান্ড বিজয়ী হয়ে চমকে দেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আখতার প্রিয়তী। এরপর মিস আর্থ আয়ারল্যান্ড, জ্যামাইকায় মিস আর্থ ইন্টারন্যাশনাল, মিস ইউনিভার্সাল রয়্যালটি, ইউকে টপ মডেল, আইরিশ মডেল অব দ্য ইয়ারের মতো আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় শিরোপা জেতেন তিনি। প্রিয়তি একই সঙ্গে মডেল, অভিনেত্রী, পাইলট আর তিন সন্তানের দায়িত্বশীল মা।

বহু গুণে গুণান্বিত প্রিয়তি সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আবারও সামনে এসেছেন আকর্ষণীয় সব লুকে। পেছন ফিরে তাকালে দেখা যাবে, ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির হাতে উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ড। সে সময় ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত প্রতিযোগিতায় বিশ্বের নানা প্রান্তের মডেলরা অংশ নিয়েছিলেন। সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে সেরার সম্মান অর্জন করে নেন। আর গত বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অন্তঃসত্ত্বা অবস্থায় অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন প্রিয়তি। এ বছরও অংশ নিয়েছেন তিনি। কানের লালগালিচায় এবার দশমবারের মতো হাঁটলেন তিনি। বোঝাই যায়, কানের সঙ্গে দীর্ঘদিনের সখ্য সাবেক এই বিশ্বসুন্দরীর।

আজকের এ আয়োজন প্রিয়তীর বেছে নেওয়া কানের আকর্ষণীয় পোশাকগুলো নিয়ে। তবে প্রিয়তীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর এবারের অভিজ্ঞতা অন্যবারের চেয়ে কিছুটা আলাদা। কারণ, উদ্বোধনের আগের দিন কান ফেস্টিভ্যাল থেকে স্টেটমেন্ট দেওয়া হয়, অতিরিক্ত বড় ট্রেন বা বিশালাকৃতির ভলিউম আছে, এমন পোশাক নিষিদ্ধ। এটা শুনে অনেকটাই আতঙ্কিত ছিলেন তিনি। কেননা পোশাক ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল। তিনি জানান, সবচেয়ে খারাপ লেগেছে ডিজাইনারদের জন্য। কারণ, তাঁরা দীর্ঘ সময় ব্যয় করে একেকটি পোশাক বানিয়েছেন। শেষ পর্যন্ত প্রিয়তী যদিও সবকিছু ম্যানেজ করে কান মাতিয়েছেন ছয়টি ভিন্ন আমেজের পোশাকে। তাঁর প্রথম তিন দিনের পোশাকের বিশেষ আকর্ষণে ছিল টেকসই বা সাসটেইনেবল থিম। যেগুলো নকশা করেছেন আয়ারল্যান্ডের বিখ্যাত ডিজাইনার ক্লেয়ার গারভির। আর কানে প্রিয়তির মেকআপ ও হেয়ারস্টাইলের দায়িত্বে ছিলেন ক্রিস্টিনা জয়।

প্রথম লুক

১/১৫
প্রথম দিনের প্রথম লুকে প্রিয়তীকে দেখা গেছে সাসটেইনেবল বা টেকসই গাউনে। আউটফিটটি ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস থেকে অনুপ্রাণিত হয়ে বানানো।
প্রথম দিনের প্রথম লুকে প্রিয়তীকে দেখা গেছে সাসটেইনেবল বা টেকসই গাউনে। আউটফিটটি ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস থেকে অনুপ্রাণিত হয়ে বানানো।
ছবি: লরেন্ট হু
২/১৫
সুইটহার্ট নেকলাইনের স্ট্রেপলেস গোলাপি মিনি ড্রেসের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শিমারি ফেব্রিক। পুরো ড্রেসের ওপর বেশ যত্ন করে বসানো হয়েছে সিকুইন, ক্রিস্টেল আর মুক্তার কাজ। তবে বিশেষ আকর্ষণ কাড়ছে ড্রেসের সঙ্গে নেওয়া ফেদার বা পালক বসানো ফ্লোরছোঁয়া কেপটি।
সুইটহার্ট নেকলাইনের স্ট্রেপলেস গোলাপি মিনি ড্রেসের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শিমারি ফেব্রিক। পুরো ড্রেসের ওপর বেশ যত্ন করে বসানো হয়েছে সিকুইন, ক্রিস্টেল আর মুক্তার কাজ। তবে বিশেষ আকর্ষণ কাড়ছে ড্রেসের সঙ্গে নেওয়া ফেদার বা পালক বসানো ফ্লোরছোঁয়া কেপটি।
ছবি: লরেন্ট হু
বিজ্ঞাপন

দ্বিতীয় লুক

৩/১৫
দ্বিতীয় দিনের লুকেও লালগালিচায় তাঁর নজরকাড়া উপস্থিতি সবাইকে মুগ্ধ করে। সাদা রঙের রাজকীয় বল গাউনে ফ্রেমে ধরা দেন তিনি।
দ্বিতীয় দিনের লুকেও লালগালিচায় তাঁর নজরকাড়া উপস্থিতি সবাইকে মুগ্ধ করে। সাদা রঙের রাজকীয় বল গাউনে ফ্রেমে ধরা দেন তিনি।
ছবি: লরেন্ট হু
৪/১৫
পোশাকটি রাজহাঁস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। আইরিশ ভাঙা হাতপাখা আর সাদা টুকরা কাপড়ের সমন্বয়ে নকশা করা হয়েছে পুরো গাউন। ওপরে মুক্তার কাজ আর নিচের দিকে সাদা রাফলের স্তর গাউনটিকে দিয়েছে পূর্ণতা।
পোশাকটি রাজহাঁস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। আইরিশ ভাঙা হাতপাখা আর সাদা টুকরা কাপড়ের সমন্বয়ে নকশা করা হয়েছে পুরো গাউন। ওপরে মুক্তার কাজ আর নিচের দিকে সাদা রাফলের স্তর গাউনটিকে দিয়েছে পূর্ণতা।
ছবি: লরেন্ট হু
৫/১৫
চোখজুড়ানো এই গাউনের সঙ্গে প্রিয়তীর সাজেও ছিল মুক্তার প্রাধান্য। মুক্তা বসানো ফ্লোরাল নকশার দুল শোভা পাচ্ছে কানে। স্টাইলিশ বানেও মুক্তার অলংকরণ। আর হাতে নিয়েছেন সিলভার ক্লাচ।
চোখজুড়ানো এই গাউনের সঙ্গে প্রিয়তীর সাজেও ছিল মুক্তার প্রাধান্য। মুক্তা বসানো ফ্লোরাল নকশার দুল শোভা পাচ্ছে কানে। স্টাইলিশ বানেও মুক্তার অলংকরণ। আর হাতে নিয়েছেন সিলভার ক্লাচ।
ছবি: লরেন্ট হু
বিজ্ঞাপন

তৃতীয় লুক

৬/১৫
প্রিয়তীর এই ফিউশন স্টাইলের সবুজ গাউনটি আইরিশ কালচারকে প্রতিনিধিত্ব করে বানানো।
প্রিয়তীর এই ফিউশন স্টাইলের সবুজ গাউনটি আইরিশ কালচারকে প্রতিনিধিত্ব করে বানানো।
ছবি: লরেন্ট হু
৭/১৫
সেই সঙ্গে সাসটেইনেবল আর পরিবেশবান্ধব পোশাকটি আইরিশ মিথলজি থেকে অনুপ্রাণিত হয়ে নকশা করেছেন ডিজাইনার।
সেই সঙ্গে সাসটেইনেবল আর পরিবেশবান্ধব পোশাকটি আইরিশ মিথলজি থেকে অনুপ্রাণিত হয়ে নকশা করেছেন ডিজাইনার।
ছবি: লরেন্ট হু
৮/১৫
বিশাল ঘের আর জমকালো আমেজের গাউনটিতে আকর্ষণ কাড়ছে এর ফ্লোরছোঁয়া ট্রেন। গাউনের সঙ্গে মানানসই নুড মেকআপে সেজেছেন প্রিয়তী। কানে পরেছেন প্রজাপতি দুল।
বিশাল ঘের আর জমকালো আমেজের গাউনটিতে আকর্ষণ কাড়ছে এর ফ্লোরছোঁয়া ট্রেন। গাউনের সঙ্গে মানানসই নুড মেকআপে সেজেছেন প্রিয়তী। কানে পরেছেন প্রজাপতি দুল।
ছবি: লরেন্ট হু

চতুর্থ লুক

৯/১৫
আকাশি–নীল আভায় যেন দ্যুতি ছড়াচ্ছেন তিনি। কানে চতুর্থ দিনের লুকে তাঁকে দেখা গেছে সাইড স্লিট, ওয়ান শোল্ডার গাউনে।
আকাশি–নীল আভায় যেন দ্যুতি ছড়াচ্ছেন তিনি। কানে চতুর্থ দিনের লুকে তাঁকে দেখা গেছে সাইড স্লিট, ওয়ান শোল্ডার গাউনে।
ছবি: লরেন্ট হু
১০/১৫
মূলত মাথায় পরা আকর্ষণীয় এই হেডপিসের সঙ্গে মিলিয়েই গাউনটি বেছে নেওয়া হয়েছে। ফুল আর তারা বসানো হেডপিসটি ডিজাইন করেছেন আইরিশ ডিজাইনার ফিওনা রাফটার। তাঁর পায়ে শোভা বাড়িয়েছে সিলভার হিল আর অনুষঙ্গ হিসেবে সঙ্গে নিয়েছেন ক্লাচ।
মূলত মাথায় পরা আকর্ষণীয় এই হেডপিসের সঙ্গে মিলিয়েই গাউনটি বেছে নেওয়া হয়েছে। ফুল আর তারা বসানো হেডপিসটি ডিজাইন করেছেন আইরিশ ডিজাইনার ফিওনা রাফটার। তাঁর পায়ে শোভা বাড়িয়েছে সিলভার হিল আর অনুষঙ্গ হিসেবে সঙ্গে নিয়েছেন ক্লাচ।
ছবি: লরেন্ট হু

পঞ্চম লুক

১১/১৫
ভেলভেটের অফ দ্য শোল্ডার মিডি গাউনে পঞ্চম দিন লালগালিচা মাতান প্রিয়তী। গাউনের সাইড স্লিট ডিজাইনের সঙ্গে মানিয়ে গেছে পায়ে পরা বো হিল জোড়া।
ভেলভেটের অফ দ্য শোল্ডার মিডি গাউনে পঞ্চম দিন লালগালিচা মাতান প্রিয়তী। গাউনের সাইড স্লিট ডিজাইনের সঙ্গে মানিয়ে গেছে পায়ে পরা বো হিল জোড়া।
ছবি: লরেন্ট হু
১২/১৫
 তাঁর এই কালো পোশাকের মনোক্রম লুকটি মাথায় পরা বেস্পোক হ্যাটটিকে ঘিরে। আইরিশ ডিজাইনার ফিওনা রাফটার কাস্টমাইজ করে বানিয়েছেন স্টেটমেন্ট অনুষঙ্গটি।
তাঁর এই কালো পোশাকের মনোক্রম লুকটি মাথায় পরা বেস্পোক হ্যাটটিকে ঘিরে। আইরিশ ডিজাইনার ফিওনা রাফটার কাস্টমাইজ করে বানিয়েছেন স্টেটমেন্ট অনুষঙ্গটি।
ছবি: লরেন্ট হু
১৩/১৫
লুকে নজর কেড়েছে লাল লিপস্টিকে রাঙানো ঠোঁট, মুক্তার নেকপিস আর ব্রেসলেট। সঙ্গে নিয়েছেন কালো রঙের ক্লাচ।
লুকে নজর কেড়েছে লাল লিপস্টিকে রাঙানো ঠোঁট, মুক্তার নেকপিস আর ব্রেসলেট। সঙ্গে নিয়েছেন কালো রঙের ক্লাচ।
ছবি: লরেন্ট হু

শেষ লুক

১৪/১৫
শেষ লুকে তিনি ধরা দিয়েছেন নেভি ব্লু ভেলভেট গাউনে। স্লিভলেস এই গাউনের ওপরের অংশটুকু সাজানো হয়েছে জমকালো রাইনস্টোন দিয়ে। আকর্ষণ ছড়াচ্ছে গাউনের সাইড স্লিট নকশাও।
শেষ লুকে তিনি ধরা দিয়েছেন নেভি ব্লু ভেলভেট গাউনে। স্লিভলেস এই গাউনের ওপরের অংশটুকু সাজানো হয়েছে জমকালো রাইনস্টোন দিয়ে। আকর্ষণ ছড়াচ্ছে গাউনের সাইড স্লিট নকশাও।
ছবি: লরেন্ট হু
১৫/১৫
এই লুকে প্রিয়তীকে দেখা যাচ্ছে স্মোকি আই সাজে। সঙ্গী হয়েছে ক্ল্যাসিক রেড লিপস। আর কানে পরেছেন মুক্তার ঝোলানো দুল।
এই লুকে প্রিয়তীকে দেখা যাচ্ছে স্মোকি আই সাজে। সঙ্গী হয়েছে ক্ল্যাসিক রেড লিপস। আর কানে পরেছেন মুক্তার ঝোলানো দুল।
ছবি: লরেন্ট হু

ছবি: মাকসুদা আখতার প্রিয়তী

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৬: ০০
বিজ্ঞাপন