৫ মে নিউ ইয়র্কে বসবে ফ্যাশন দুনিয়ার অন্যতম প্রধান বার্ষিক ইভেন্ট মেট গালার আসর। দ্য মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইন্সটিটিউটের ফান্ড রেইজিং ইভেন্টই সংক্ষেপে মেট গালা বলে পরিচিত। আর ফ্যাশনের অন্যতম বড় আসর বলে মেট গালায় তারকাদের লুক নিয়ে ফ্যাশন-বোদ্ধাদের মধ্যে চলে বিস্তর আলোচনা। আজকের আয়োজন বলিউড তারকাদের কিছু নজরকাড়া মেট গালা লুক নিয়ে। চলুন, ছবির গল্পে তাঁদের এমন কিছু আইকনিক সাজপোশাকের আদ্যোপান্ত জেনে আসি, যেগুলো এর আগের বিভিন্ন মেট গালার আসরে উঠে এসেছিল তুমুল আলোচনায়।