ফিরে দেখা মেটগালা: বলিউড তারকাদের যে লুকগুলো উঠে এসেছিল তুমুল আলোচনায়
শেয়ার করুন
ফলো করুন

৫ মে নিউ ইয়র্কে বসবে ফ্যাশন দুনিয়ার অন্যতম প্রধান বার্ষিক ইভেন্ট মেট গালার আসর। দ্য মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইন্সটিটিউটের ফান্ড রেইজিং ইভেন্টই সংক্ষেপে মেট গালা বলে পরিচিত। আর ফ্যাশনের অন্যতম বড় আসর বলে মেট গালায় তারকাদের লুক নিয়ে ফ্যাশন-বোদ্ধাদের মধ্যে চলে বিস্তর আলোচনা। আজকের আয়োজন বলিউড তারকাদের কিছু নজরকাড়া মেট গালা লুক নিয়ে। চলুন, ছবির গল্পে তাঁদের এমন কিছু আইকনিক সাজপোশাকের আদ্যোপান্ত জেনে আসি, যেগুলো এর আগের বিভিন্ন মেট গালার আসরে উঠে এসেছিল তুমুল আলোচনায়।

১/৮
২০২৩ সালের মেট গালায় শুভসূচনা হয় অভিনেত্রী আলিয়া ভাটের। নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা গাউনে তাঁকে দেখা যায়। আইভরি রঙের টুইল আর সাটিন কাপড়ের স্লিভলেস এই বল গাউনে ছিল হাতে বসানো এক লাখ মুক্তার কারুকাজ।
২০২৩ সালের মেট গালায় শুভসূচনা হয় অভিনেত্রী আলিয়া ভাটের। নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা গাউনে তাঁকে দেখা যায়। আইভরি রঙের টুইল আর সাটিন কাপড়ের স্লিভলেস এই বল গাউনে ছিল হাতে বসানো এক লাখ মুক্তার কারুকাজ।
বিজ্ঞাপন
২/৮
২০২৪ সালের মেট গালায় আলিয়া আরও একবার সবাইকে তাঁর আকর্ষণীয় লুকে তাক লাগিয়ে দেন। লালগালিচায় তিনি ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির ফুলেল শাড়িতে সবার চোখ জুড়িয়েছেন
২০২৪ সালের মেট গালায় আলিয়া আরও একবার সবাইকে তাঁর আকর্ষণীয় লুকে তাক লাগিয়ে দেন। লালগালিচায় তিনি ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির ফুলেল শাড়িতে সবার চোখ জুড়িয়েছেন
বিজ্ঞাপন
৩/৮
মেট গালা ২০১৯–এ দীপিকা পাড়ুকোনের এই লুক সবার নজর কাড়ে। মেটালিক পিঙ্ক স্ট্রেপলেস গাউন পরেছিলেন তিনি।
মেট গালা ২০১৯–এ দীপিকা পাড়ুকোনের এই লুক সবার নজর কাড়ে। মেটালিক পিঙ্ক স্ট্রেপলেস গাউন পরেছিলেন তিনি।
৪/৮
 ২০১৭ সালের মেট গালায় প্রিয়াঙ্কা চোপড়া এসেছিলেন ট্রেঞ্চ কোট ড্রেস লুকে।
২০১৭ সালের মেট গালায় প্রিয়াঙ্কা চোপড়া এসেছিলেন ট্রেঞ্চ কোট ড্রেস লুকে।
৫/৮
ভারতীয় তারকাদের মধ্যে ২০২৪ সালে বিশেষ নজর কেড়েছিলেন ফ্যাশন উদ্যোক্তা মোনা প্যাটেল। জনপ্রিয় স্টাইলিস্ট ল রোচের ডিজাইন করা প্রজাপতি অনুপ্রাণিত ফ্লোর ছোঁয়া স্ট্রেপলেস গাউন পরেছিলেন তিনি। এটি ছিল মোনার মেট গালা ডেবিউ।
ভারতীয় তারকাদের মধ্যে ২০২৪ সালে বিশেষ নজর কেড়েছিলেন ফ্যাশন উদ্যোক্তা মোনা প্যাটেল। জনপ্রিয় স্টাইলিস্ট ল রোচের ডিজাইন করা প্রজাপতি অনুপ্রাণিত ফ্লোর ছোঁয়া স্ট্রেপলেস গাউন পরেছিলেন তিনি। এটি ছিল মোনার মেট গালা ডেবিউ।
৬/৮
আম্বানি পরিবার মানেই বিলাসবহুল কিছু। ইশা আম্বানি ২০২৪ সালের মেট গালায় তাঁর এই গাউনে সবার চোখ ধাঁধান। ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রর ডিজাইন করা লম্বা ফ্লোরাল ট্রেলের শাড়ি গাউন পড়ে ছিলেন তিনি।
আম্বানি পরিবার মানেই বিলাসবহুল কিছু। ইশা আম্বানি ২০২৪ সালের মেট গালায় তাঁর এই গাউনে সবার চোখ ধাঁধান। ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রর ডিজাইন করা লম্বা ফ্লোরাল ট্রেলের শাড়ি গাউন পড়ে ছিলেন তিনি।
৭/৮
মেট গালার ২০২২ সালের মঞ্চে ভারতের স্বনামধন্য ব্যবসায়ী নাতাশা পুনাওয়ালাকে দেখা গেছে প্রাচীন গ্রিসের সাজে। ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা শাড়ি আর মেটালের একটি ফিউশন স্টাইলের বাস্টিয়ার পরেছেন তিনি।
মেট গালার ২০২২ সালের মঞ্চে ভারতের স্বনামধন্য ব্যবসায়ী নাতাশা পুনাওয়ালাকে দেখা গেছে প্রাচীন গ্রিসের সাজে। ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা শাড়ি আর মেটালের একটি ফিউশন স্টাইলের বাস্টিয়ার পরেছেন তিনি।
৮/৮
প্রথম ভারতীয় ডিজাইনার হিসাবে মেট গালা ২০২৪–এর আসরে উপস্থিত ছিলেন সব্যসাচী মুখার্জি। শার্টের ওপর তিনি পরেছেন ‘সব্যসাচী রিসোর্ট ২০২৪’ সংগ্রহ থেকে একটি এমব্রয়ডারি করা সুতির ডাস্টার কোট।  কোটে রয়েছে নিখুঁত কাজের ফ্লোরাল মোটিফ। এর সঙ্গে তিনি টাকইন করেছেন বেজ রঙের ফরমাল প্যান্ট দিয়ে। আর অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন তাঁর সংগ্রহের সিগনেচার বেল্ট আর জুয়েলারি।
প্রথম ভারতীয় ডিজাইনার হিসাবে মেট গালা ২০২৪–এর আসরে উপস্থিত ছিলেন সব্যসাচী মুখার্জি। শার্টের ওপর তিনি পরেছেন ‘সব্যসাচী রিসোর্ট ২০২৪’ সংগ্রহ থেকে একটি এমব্রয়ডারি করা সুতির ডাস্টার কোট। কোটে রয়েছে নিখুঁত কাজের ফ্লোরাল মোটিফ। এর সঙ্গে তিনি টাকইন করেছেন বেজ রঙের ফরমাল প্যান্ট দিয়ে। আর অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন তাঁর সংগ্রহের সিগনেচার বেল্ট আর জুয়েলারি।
প্রকাশ: ০১ মে ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন