রঙ বাংলাদেশের পোশাকে বিজয়ের ঐতিহ্য
শেয়ার করুন
ফলো করুন

বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় অধ্যায় হলো বিজয় দিবস। আনন্দ-উল্লাসের মাধ্যমে সারা দেশে প্রতিবছর এই বিশেষ দিন পালিত হয়ে আসছে। বাঙালির দিবসভিত্তিক উৎসবের তালিকা দীর্ঘ। এর মধ্যে বিজয় দিবস বিশেষভাবে উল্লেখযোগ্য।

আর যেকোনো দিবসে পোশাক এক বিশেষ অনুঘটক। সে ক্ষেত্রে দিবস অনুযায়ী রং নির্বাচনেরও একটা বিষয় রয়েছে আমাদের মধ্যে। যেমন বিজয় দিবসের রং লাল ও সবুজ। তাই এই দিনে, এমনকি বিজয়ের এই মাসে লাল–সবুজ পোশাক হতে পারে বিশেষ পছন্দ।

বিজ্ঞাপন

বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ডগুলো ইতিমধ্যেই তাদের বিজয় দিবসের কালেকশন নিয়ে এসেছে। তাই পোশাকের মধ্য দিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশও তাদের লাল-সবুজের পসরা সাজিয়েছে। তাদের এই আয়োজনের নাম ‘পোশাকে বিজয়ের ঐতিহ্য’।

ছেলে, মেয়ে—উভয়ের জন্য নানা ধরনের পোশাক রয়েছে এই সম্ভারে। ব্র্যান্ডটির সব কটি পোশাকই তৈরি হয়েছে আরামদায়ক সুতি ফেব্রিকে। পোশাকের মোটিফ, কাটিং, প্যাটার্নও সমসাময়িক ট্রেন্ড মেনে তৈরি হয়েছে। পোশাকের জমিনে বিজয়ের অনুপ্রেরণায় ফুটে উঠেছে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ছাপ, বাংলাদেশের মুদ্রা ও জিওমেট্রিক থিম।

লাল-সবুজ কালার কম্বিনেশনে পোশাকে তুলে ধরা হয়েছে বিজয় উল্লাসের ছাপ। এই কালেকশনে শাড়ি, কামিজ, টিউনিক, পাঞ্জাবি, কোটি, উত্তরীয় ও ব্যান্ডেনা রয়েছে, যা ছোট-বড় সবার জন্য সমানভাবে মানানসই।

বিজ্ঞাপন

মেয়েদের পোশাকের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শাড়ি। যেহেতু কিছুটা ঠান্ডা পড়ছে, শাড়ির সঙ্গে থ্রি–কোয়ার্টার বা ফুল স্লিভ ব্লাউজ বেছে নেওয়া যেতে পারে। সঙ্গে ম্যাচিং শাল নিলেও মন্দ লাগবে না। আর যাঁরা শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁরা চাইলে খুব সিম্পল নকশার কামিজ বা টিউনিক পরতে পারেন। আর বটমে পছন্দের জিনস কিংবা ম্যাচিং লেগিন্স পরলে ভালো লাগবে।

অন্যদিকে ছেলেরা পাঞ্জাবির সঙ্গে একটা উত্তরীয় নিলে স্টাইল হবে ষোলো আনা। উত্তরীয় না নিলে পাঞ্জাবির ওপরে জড়িয়ে নিতে পারেন কোটি। চাইলে মাথায় পরতে পারেন বিজয় দিবসের লাল–সবুজ ব্যান্ডেনা। এই আউটফিটের সঙ্গে বটমে জিনস বা সাদা পায়জামা আর পায়ে ক্যাজুয়াল স্যান্ডেল পরলে ভালো লাগবে ছেলেদের।

রঙ বাংলাদেশের এ আয়োজনে ছেলেমেয়ে ছাড়াও ছোটদের পোশাকও সমান গুরুত্ব পেয়েছে। এ ছাড়া বাবা-ছেলে, মা-মেয়ে আর ম্যাচিং যুগল পোশাকও রয়েছে। এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদ্‌যাপন করতে পারবেন এবারের বিজয় উৎসব।

এ উৎসবকে ঘিরে যেকোনো করপোরেট প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সব ধরনের অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই একইরকম পোশাক পরতে পারবে সাশ্রয়ী মূল্যে। পাইকারি দামেও নিতে পারবেন পোশাক। ব্র্যান্ডটির ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাওয়া যাচ্ছে বিজয় উৎসবের এই কালেকশন।

এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে পণ্য কিনতে ভিজিট করতে পারেন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh-এ।

ছবি: রঙ বাংলাদেশ

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬: ০০
বিজ্ঞাপন