প্রতিটি উৎসবকে কেন্দ্র করে অঞ্জন’স বিশেষ আয়োজন করে থাকে। সামনে আসছে শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠী থেকে দশমী—পাঁচ দিনের এই উৎসব আনন্দময় করতে প্রতিবছরের মতো এবারও অঞ্জন’স বিশেষ কালেকশন নিয়ে এসেছে। রং, ডিজাইন ও প্যাটার্ন দেশীয় ঐতিহ্য ও ট্রেন্ডি ডিজাইন বিশেষ গুরুত্ব পেয়েছে এবারের কালেকশনে।
নতুন সংগ্রহে নারীদের জন্য আছে শাড়ি, ফতুয়া, সালোয়ার-কামিজ এবং পুরুষদের জন্য আছে পাঞ্জাবি ও হাফ হাতা শার্ট। সব বয়সীদের জন্য এই উৎসব। তাই শিশু- কিশোরদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের পোশাক। তাদের জন্য আছে ফ্রক, সালোয়ার–কামিজ ও পাঞ্জাবি। তবে সবকিছুকে ছাপিয়ে নতুন সংগ্রহে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শাড়ি ও পাঞ্জাবি।
শরৎকালে দুর্গাপূজা হয় দেখে বেশির ভাগ ফ্যাশন ব্র্যান্ড নীল-সাদা ও পূজার চিরায়ত রং লাল-সাদাকেন্দ্রিক পোশাক তৈরি করে। অঞ্জন’স অবশ্য এ–পথে হাঁটেনি। এবার তাঁদের পূজার সংগ্রহে রঙের বৈচিত্র্য অনেক। নীল, সাদা, লালের পাশাপাশি বাসন্তী, কমলা, হলুদ, লাইম, গোলাপি, অফ-হোয়াইট, বেগুনি, জলপাই, ধূসর ইত্যাদি রঙের পোশাকে সেজেছে নতুন কালেকশন।
পূজার পোশাকে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী নকশা ও জ্যামিতিক প্যাটার্ন। এ ছাড়া ট্রেন্ডি ফুল, লতাপাতাও আছে। পোশাকের জমিনে এই মোটিফগুলো ফুটিয়ে তুলতে এমব্রয়ডারি, ব্লক ও স্ক্রিনপ্রিন্ট করা হয়েছে।
উৎসব, আবহাওয়া ও আরাম—এই তিনটি জিনিসের কথা মাথায় রেখে পূজা কালেকশনের জন্য ফেব্রিক বাছাই করা হয়েছে। সুতি, সিল্ক, মসলিনের শাড়ি রয়েছে এবারের সংগ্রহে। সালোয়ার-কামিজ, ফতুয়া ও হাফ শার্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে নরম সুতি কাপড়। অন্যদিকে পাঞ্জাবি বানাতে ব্যবহার করা হয়েছে সুতি, এন্ডি কটন, লিনেন।
নতুন পূজার এই সংগ্রহে শুধু পোশাকই নয়, অঞ্জন’স আরও এনেছে হাতে তৈরি আকর্ষণীয় সব গহনা, উপহার ও গৃহসজ্জার সামগ্রী। সব শাখা ছাড়াও অঞ্জন’স-এর নতুন পূজা সংগ্রহের পোশাকআশাক, উপহার গৃহসজ্জার সামগ্রী পাওয়া যাচ্ছে অনলাইনেও।
ছবি: অঞ্জন’স