একটু ব্যতিক্রমী সাজপোশাক সবারই ভালো লাগে। একই জিনিস দেখে দেখে ভিন্ন কিছু দেখলে চোখ যেন স্বস্তি পায়। ভারমিলিয়নের এবারের গ্রীষ্ম ও ঈদ উপলক্ষে আনা ফ্রকগুলো ঠিক এভাবেই নজর কেড়েছে ফ্যাশনিস্তাদের। ঈদ ও গ্রীষ্মে সব ফ্যাশন হাউসই নতুন নকশার শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি তৈরি করে। ভারমিলিয়নও এই পোশাকগুলো রেখেছে। তবে ক্রেতাদের চমক দিতে তাদের এবারের কালেকশনে রয়েছে সুতি কাপড়ে তৈরি ডিজিটাল প্রিন্টের ফ্রক। নকশায় প্রাধান্য পেয়েছে ক্ল্যাসিক পলকা ডট ও ফুলেল মোটিফ। ফ্রকগুলো ভ্রমণ উপযোগী। আর সামনের অংশে কাটা থাকায় পায়ে আটকে যাওয়ার ভয় নেই।
আছে ভারমিলিয়ন সিল্কে করা কিছু স্কার্টও। দ্বিস্তর করা স্কার্টগুলোর ভেতরের অংশটি করা ভারমিলিয়নের সুতি ফেব্রিকে। টিউলিপ, সবুজ প্রকৃতি, ফুল, লতাপাতাই ফুটে উঠেছে স্কার্টগুলোতে। তরুণীদের ঈদকে আরও উৎসবমুখর করতে পারে এই ফ্রক ও স্কার্টগুলো।
তবে বাঙালির উৎসব কি শাড়ি ছাড়া জমে! ভারমিলিয়ন বরাবরের মতোই ঈদ সংগ্রহে রেখেছে বৈচিত্র্যময় সব শাড়ি। শাড়িগুলোর নকশার মোটিফের সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে নামও। বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়া চিত্রশিল্পী ফ্রিদা কাহলো থেকে অনুপ্রাণিত হয়ে ‘ফ্রিদা’ শাড়ি। শাড়িতে ফ্রিদার মতো প্রাণবন্ত সব রং প্রাধান্য পেয়েছে। ভারমিলিয়ন মসলিনে ডিজিটাল প্রিন্টের নীলাভ এই শাড়িতে ফুটে উঠেছে ফ্রিদার মুখাবয়ব। ফ্রিদাকে শ্রদ্ধাঞ্জলি দিতেই এই শাড়ি, জানান ভারমিলিয়নের ইমতিয়াজ রাসেল।
এদিকে কৃষ্ণচূড়া ফুলে প্রকৃতি সেজেছে মনভোলানো সাজে। গ্রীষ্মের সৌন্দর্যকে মনোহারী করতে এই আগুনরাঙা ফুল তুলনাহীন। তাই গ্রীষ্মের উদ্যাপনে কৃষ্ণচূড়া থাকা চাই। ভারমিলিয়ন এই ঋতু থেকে প্রাণিত হয়ে ডিজাইন করেছে ‘কৃষ্ণচূড়া’ শাড়ি। মিষ্টি রঙের জমিন আর লাল কৃষচূড়ার আধিপত্য পাড় ও আঁচলে।
মেরুন সুচরিতা শাড়িটি করা হয়েছে ইসলামিক মোটিফের সঙ্গে আলপনার মিশেলে। উৎসব আয়োজন ছাড়াও শাড়িটি অনায়াসে পরা যায় ফরমাল কোনো আয়োজনে। ফুলেল মোটিফে সব সময় নকশা করা হচ্ছে। এই সংগ্রহে একটু ভিন্নতা এনেছে জ্যামিতিক নকশার ‘মৈত্রী’ শাড়িটি।
আলাদাভাবে নজর কাড়ছে নীল ও অফহোয়াইট রঙের ‘নার্গিস’ শাড়িটি। ভিনটেজ কাপড়ের বিভিন্ন মোটিফ ও পার্সিয়ান মোটিফের সমন্বয়ে এই শাড়ি। জনপ্রিয়তার তুঙ্গে থাকা রিকশাচিত্রশিল্পের উজ্জ্বল রং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) অভিনব সংমিশ্রণ ‘ললিতা’। শাড়িটির ওপরের অংশে এআই আর নিচে রিকশা।
রাসেল আরও জানান, গরমে আড্ডা, দাওয়াত ও বিভিন্ন পার্টিগুলো রাতেই আয়োজন করা হয়। তাই শাড়িগুলো আড়ম্বরপূর্ণ করতে ভারমিলিয়ন সিল্কে করা হয়েছে। আর সালোয়ার-কামিজগুলো সুতিতে।
এই ঈদে অনেক কাজ আর আবহাওয়াও বেশ গরমই থাকবে। সেদিন ভারী কোনো কাপড় স্বস্তিদায়ক হবে না। ভারমিলিয়নের সালোয়ার-কামিজগুলো তাই তাদের নিজস্ব সুতি কাপড়ে করা। মোগল মোটিফ ও প্রকৃতির ফুল-পাতার নকশায় ঈদের সাজ আর সুতি কাপড়ে আরাম নিশ্চিত করবে এই পোশাকগুলো। চন্দ্রমল্লিকা, জেসমিন, লাবণ্য, বিলকিসসহ নানা নাম দেওয়া হয়েছে পোশাকগুলোর।
শাড়ি ছাড়া যেমন উৎসব আয়োজন হয় না, পাঞ্জাবিও তা–ই। উৎসব কিংবা বিশেষ দিনগুলোতে ফ্যাশন-সচেতন ছেলেদের পোশাক হিসেবে শীর্ষে থাকে পাঞ্জাবি। আর উৎসব আবহ ধরে রাখতে যথারীতি কম্বো সেটে রেখেছে ভারমিলিয়ন। শাড়িগুলো নকশার সঙ্গে মিল রেখেই পাঞ্জাবিগুলোতেও নকশা করা হয়েছে। ফ্যাশন ও আরাম নিশ্চিত করতে পাঞ্জাবিগুলো করা হয়েছে সুতি কাপড়ে।
ছবি: ভারমিলিয়ন