ঈদে নতুন কালেকশন নিয়ে টুয়েলভ ক্লদিং
শেয়ার করুন
ফলো করুন

নিজেকে সবার মধ্যে আলাদা করে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহ একটু বেশিই। দেশের ফ্যাশন হাউসগুলোও তাই ট্রেন্ডি ফ্যাশনের দিকটি মাথায় রেখে সাজায় তাদের পোশাকের সংগ্রহ। দেশের স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভও এর ব্যতিক্রম নয়। এবারের ঈদ ও গ্রীষ্মের সংগ্রহ একটু আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে নিজেদের সম্ভার নতুন করে সাজিয়েছে তারা।

এথনিক ও ওয়েস্টার্ন—এ দুটি ভাগে নতুনত্ব এনেছে ব্র্যান্ডটি। খেয়াল করলে দেখা যাবে, এবারের ঈদপোশাকের ডিজাইনের মধ্যে রাজকীয় ছোঁয়াও রয়েছে। ঋতুবৈচিত্র্যের বিষয়কে প্রাধান্য দিয়ে পোশাক নকশা করেছে ব্র্যান্ডটি।

বিজ্ঞাপন

নারী, পুরুষ ও কিডস—এই তিন ক্যাটাগরিতে কালেকশন সাজানো হয়েছে। গরমের কথা মাথায় রেখে পুরো ঈদ কালেকশনে সুতি কাপড়ের ওপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে জর্জেট, শিফন, মসলিনসহ বিভিন্ন ফেব্রিকও রয়েছে। নানা ধরনের প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির সংমিশ্রণ রয়েছে পোশাকগুলোতে।

ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ পাঞ্জাবির ক্ষেত্রে ব্র্যান্ডটি স্লিম ফিট ও রেগুলার ফিটের নজরকাড়া ডিজাইনের পসরা সাজিয়েছে ছেলেদের জন্য।  সাদা, কালো, নীল ও সবুজ রঙের পাঞ্জাবির এক বিশাল রেঞ্জ রয়েছে। পাশাপাশি অন্যান্য রং প্রাধান্য পেয়েছে। ছেলেদের পায়জামা-পাঞ্জাবির সম্পূর্ণ সেটসহ সামঞ্জস্যপূর্ণ ট্রেন্ডি ও ফ্যাশনেবল কোটিও বাজারে এনেছে তারা।

এ ছাড়াও থাকছে মেন্স এবং বয়েজদের জন্য কাবলির অনেকগুলো ভেরিয়েশন। ওয়েস্টার্ন কালেকশনের ক্ষেত্রে ছেলেদের পোলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, জিনসসহ স্টাইলিশ সব পোশাক পাওয়া যাচ্ছে টুয়েলভের সব আউটলেটে।

বিজ্ঞাপন

মেয়েদের থ্রি–পিস, টু-পিস ও সালোয়ার–কামিজের বিশাল সংগ্রহ রয়েছে। এ ছাড়াও বিভিন্ন রেঞ্জের কুর্তির পাশাপাশি কো–অর্ড সেট, টপ, ফিউশন কুর্তিসহ বিভিন্ন ক্যাটাগরি নিয়ে সাজানো হয়েছে টুয়েলভের পুরো ঈদ আয়োজন।

অন্যদিকে মেয়েদের ওয়েস্টার্ন কালেকশনে রয়েছে নানা প্যাটার্নের টপস, টিউনিক ও জিনস। ওয়েস্টার্ন ক্যাটাগরির কিছু পোশাকে ফুটে উঠেছে ভিন্নধর্মী থিম। পছন্দের কার্টুন থেকে শুরু করে পেসলে প্রিন্ট, টাইপো প্রিন্ট, টেডি বিয়ারের প্রিন্ট পোশাকগুলোকে করেছে একটু আলাদা।

শিশুদের জন্য বড় কালেকশন সাজানো হয়েছে। নবজাতক থেকে শুরু করে টিনেজার ছেলে ও মেয়ের জন্য রয়েছে আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক। এবারের ঈদে অন্যতম আকর্ষণ হলো টুয়েলভের কম্বো প্যাকেজ; যেখানে মা–মেয়ে ও বাবা–ছেলের জন্য একই ধরনের কাপড় নিয়ে এসেছে তারা।

পরিবারের কাছের মানুষদের সঙ্গে একই নকশার পোশাক পরার আনন্দটা আলাদা। টুয়েলভের সব আউটলেট ও অনলাইনে পাওয়া যাবে ঈদ কালেকশন।

ছবি: টুয়েলভ

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন