শরতের ফ্যাশনে সাদা-নীলের সমারোহ
শেয়ার করুন
ফলো করুন

প্রকৃতিতে এখন এই রোদ, এই বৃষ্টির খেলা চললেও ঋতু কিন্তু শরৎ। বাংলা পঞ্জিকার নিয়ম মেনেই বর্ষার সমাপ্তিতে উঁকি দেয় শরৎকাল। আকাশে শিমুল তুলার মতো আনন্দে ভাসতে থাকে সাদা মেঘের খেয়া। আর বাঙালি বরাবরই উৎসবপ্রিয় জাতি। ছয়টি ঋতুর সব কটিই আমরা বরণ করতে ভালোবাসি। নতুন পোশাক আর অনুষঙ্গে সাজাই নিজেদের। শরৎ বলতেই আমরা বুঝি নীল-সাদার খেলা আর অবিরাম সিগ্ধতা। তাই ঋতু বুঝে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোও প্রতিবছর নানা ধরনের পোশাকের পসরা সাজায়।

১/৮
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সুরঞ্জনার এই সাদা পাড়ের ব্লক ছাপের সুতি শাড়িটা সত্যিই সুন্দর। সঙ্গে খোঁপায় সাদা ফুলের মালা জড়িয়ে নিলে যেন ষোলোকলা পূর্ণ হয়
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সুরঞ্জনার এই সাদা পাড়ের ব্লক ছাপের সুতি শাড়িটা সত্যিই সুন্দর। সঙ্গে খোঁপায় সাদা ফুলের মালা জড়িয়ে নিলে যেন ষোলোকলা পূর্ণ হয়
বিজ্ঞাপন
২/৮
এই ড্রেসে শরতের মেঘের সঙ্গেও একদম নিচের অংশে ফুটে উঠেছে বর্ষার কদম ফুল। এখন যেহেতু বৃষ্টি আর শরতের আবহাওয়া মিলেমিশে একাকার হয়ে আছে, তাই চোখ বন্ধ করেই হরীতকী ব্র্যান্ডের এই নীল ড্রেস বেছে নেওয়া যায়
এই ড্রেসে শরতের মেঘের সঙ্গেও একদম নিচের অংশে ফুটে উঠেছে বর্ষার কদম ফুল। এখন যেহেতু বৃষ্টি আর শরতের আবহাওয়া মিলেমিশে একাকার হয়ে আছে, তাই চোখ বন্ধ করেই হরীতকী ব্র্যান্ডের এই নীল ড্রেস বেছে নেওয়া যায়
Meitu
বিজ্ঞাপন
৩/৮
কে ক্র্যাফটের সালোয়ার–কামিজ সেটের জমিনে ফুটে উঠেছে শরতের আবহ। সবুজ ঘাসের মধ্যে ছোট ছোট কাশফুল, এর ওপরে বিশাল নীল আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘ, নীড়ে ফিরছে পাখিরা
কে ক্র্যাফটের সালোয়ার–কামিজ সেটের জমিনে ফুটে উঠেছে শরতের আবহ। সবুজ ঘাসের মধ্যে ছোট ছোট কাশফুল, এর ওপরে বিশাল নীল আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘ, নীড়ে ফিরছে পাখিরা
৪/৮
শরতের বিকেলে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে এমন একটা নরম সুতি শাড়ি যেন মন ভালো করে দেয়। খোঁপায় কাঁচা ফুলের মালা আর কানে ঝুমকা পরেছে মেয়েটি। আর শাড়িটা সুরঞ্জনা ব্র্যান্ডের
শরতের বিকেলে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে এমন একটা নরম সুতি শাড়ি যেন মন ভালো করে দেয়। খোঁপায় কাঁচা ফুলের মালা আর কানে ঝুমকা পরেছে মেয়েটি। আর শাড়িটা সুরঞ্জনা ব্র্যান্ডের
৫/৮
ভারমিলিয়নের এই ফ্লোরাল শাড়ির সঙ্গে স্নিগ্ধতার এক অপূর্ব মিল রয়েছে
ভারমিলিয়নের এই ফ্লোরাল শাড়ির সঙ্গে স্নিগ্ধতার এক অপূর্ব মিল রয়েছে
৬/৮
বিখ্যাত ডাচ শিল্পী ভ্যান গঘের ‘স্টারি নাইট’ ছবিটা কমবেশি সবারই চেনা। হরীতকী ব্র্যান্ডের শাড়িটিতে এই ছবিটাই ফুটে উঠেছে। চাইলে শরতের আকাশ দেখেতে দেখতে শাড়িটাকে সঙ্গী করা যায়
বিখ্যাত ডাচ শিল্পী ভ্যান গঘের ‘স্টারি নাইট’ ছবিটা কমবেশি সবারই চেনা। হরীতকী ব্র্যান্ডের শাড়িটিতে এই ছবিটাই ফুটে উঠেছে। চাইলে শরতের আকাশ দেখেতে দেখতে শাড়িটাকে সঙ্গী করা যায়
৭/৮
শরতের সঙ্গী হতে পারে গাঢ় নীল জমিনে ফুটে ওঠা হলুদ, কমলা ফ্লোরাল প্রিন্টের সুরঞ্জনার এই শাড়ি
শরতের সঙ্গী হতে পারে গাঢ় নীল জমিনে ফুটে ওঠা হলুদ, কমলা ফ্লোরাল প্রিন্টের সুরঞ্জনার এই শাড়ি
৮/৮
ওপরে শরতের আকাশ আর নিচে নীল পানিতে খেলা করছে হাঁস। হরীতকী ব্র্যান্ডের এই ড্রেসে সেটাই প্রকাশ পেয়েছে
ওপরে শরতের আকাশ আর নিচে নীল পানিতে খেলা করছে হাঁস। হরীতকী ব্র্যান্ডের এই ড্রেসে সেটাই প্রকাশ পেয়েছে
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন