প্রকৃতিতে এখন এই রোদ, এই বৃষ্টির খেলা চললেও ঋতু কিন্তু শরৎ। বাংলা পঞ্জিকার নিয়ম মেনেই বর্ষার সমাপ্তিতে উঁকি দেয় শরৎকাল। আকাশে শিমুল তুলার মতো আনন্দে ভাসতে থাকে সাদা মেঘের খেয়া। আর বাঙালি বরাবরই উৎসবপ্রিয় জাতি। ছয়টি ঋতুর সব কটিই আমরা বরণ করতে ভালোবাসি। নতুন পোশাক আর অনুষঙ্গে সাজাই নিজেদের। শরৎ বলতেই আমরা বুঝি নীল-সাদার খেলা আর অবিরাম সিগ্ধতা। তাই ঋতু বুঝে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোও প্রতিবছর নানা ধরনের পোশাকের পসরা সাজায়।