কেউ মুঠোফোনে ফ্রেমবন্দী করছেন জারুলের সৌন্দর্য, কেউ আবার চুপিচুপি তুলে নিচ্ছেন একগুচ্ছ ফুল। হয়তো প্রিয়জনের হাতে দিলে কিংবা খোঁপায় গুঁজে দিলেই পূর্ণতা পায় ফুলটি। আবার ফুলেল পোশাকেও নিজেকে সাজানো যায় এই ফুলকে আর নিজেকে ভালোবেসে। জারুলকে শাড়ির জমিনে এনেছে সুপরিচিত ফ্যাশন ব্র্যান্ড হরিতকী। ছবিগুলো তুলেছেন অনিক মজুমদার।