বেগুনির আভায় রাঙানো জারুলের সাজ
শেয়ার করুন
ফলো করুন

কেউ মুঠোফোনে ফ্রেমবন্দী করছেন জারুলের সৌন্দর্য, কেউ আবার চুপিচুপি তুলে নিচ্ছেন একগুচ্ছ ফুল। হয়তো প্রিয়জনের হাতে দিলে কিংবা খোঁপায় গুঁজে দিলেই পূর্ণতা পায় ফুলটি। আবার ফুলেল পোশাকেও নিজেকে সাজানো যায় এই ফুলকে আর নিজেকে ভালোবেসে। জারুলকে শাড়ির জমিনে এনেছে সুপরিচিত ফ্যাশন ব্র্যান্ড হরিতকী। ছবিগুলো তুলেছেন অনিক মজুমদার

১/১২
গ্রীষ্মের এই সময়ে শহরের আনাচকানাচে বেগুনি চাদর বিছিয়ে রাখে জারুল।
গ্রীষ্মের এই সময়ে শহরের আনাচকানাচে বেগুনি চাদর বিছিয়ে রাখে জারুল।
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
বিজ্ঞাপন
২/১২
অসম্ভব রূপবতী এই বেগুনি ফুলটি গ্রীষ্মকালেই ফোটে। এ সময় বিভিন্ন স্থানে দেখা মেলে মাঝারি–উঁচু এই গাছের।
অসম্ভব রূপবতী এই বেগুনি ফুলটি গ্রীষ্মকালেই ফোটে। এ সময় বিভিন্ন স্থানে দেখা মেলে মাঝারি–উঁচু এই গাছের।
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
বিজ্ঞাপন
৩/১২
নরম বেগুনি রঙে ফুটে ওঠা জারুল যেন গ্রীষ্মে একটুকু শান্তির নাম।
নরম বেগুনি রঙে ফুটে ওঠা জারুল যেন গ্রীষ্মে একটুকু শান্তির নাম।
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
৪/১২
 ‘এই পৃথিবীতে এক স্থান আছে—সবচেয়ে সুন্দর করুণ: সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল; সেখানে গাছের নাম: কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল; সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ।’ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মতো অনেকেই উপমা হিসেবে জারুল ফুলকে এনেছেন তাঁদের লেখায়।
‘এই পৃথিবীতে এক স্থান আছে—সবচেয়ে সুন্দর করুণ: সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল; সেখানে গাছের নাম: কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল; সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ।’ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মতো অনেকেই উপমা হিসেবে জারুল ফুলকে এনেছেন তাঁদের লেখায়।
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
৫/১২
ছয় পাপড়ির মধ্যে হলুদ রঙের পরাগবিশিষ্ট মায়াবী জারুলের সৌন্দর্য উপভোগ করছেন এখন একেকজন একেকভাবে।
ছয় পাপড়ির মধ্যে হলুদ রঙের পরাগবিশিষ্ট মায়াবী জারুলের সৌন্দর্য উপভোগ করছেন এখন একেকজন একেকভাবে।
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
৬/১২
শহরের রাস্তায় কিংবা পার্কে একঝলক জারুল দেখা মানেই একটা থেমে যাওয়া মুহূর্ত। কারণ, জারুলের রংটা এমনভাবেই বিমোহিত করে রাখে।
শহরের রাস্তায় কিংবা পার্কে একঝলক জারুল দেখা মানেই একটা থেমে যাওয়া মুহূর্ত। কারণ, জারুলের রংটা এমনভাবেই বিমোহিত করে রাখে।
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
৭/১২
কেউ মুঠোফোনে ফ্রেমবন্দী করছেন জারুলের সৌন্দর্য, কেউ আবার চুপিচুপি তুলে নিচ্ছেন একগুচ্ছ ফুল। হয়তো প্রিয়জনের হাতে দিলে কিংবা খোঁপায় গুঁজে দিলেই পূর্ণতা পায় ফুলটি।
কেউ মুঠোফোনে ফ্রেমবন্দী করছেন জারুলের সৌন্দর্য, কেউ আবার চুপিচুপি তুলে নিচ্ছেন একগুচ্ছ ফুল। হয়তো প্রিয়জনের হাতে দিলে কিংবা খোঁপায় গুঁজে দিলেই পূর্ণতা পায় ফুলটি।
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
৮/১২
আবার ফুলেল পোশাকেও নিজেকে সাজানো যায় এই ফুলকে আর নিজেকে ভালোবেসে।
আবার ফুলেল পোশাকেও নিজেকে সাজানো যায় এই ফুলকে আর নিজেকে ভালোবেসে।
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
৯/১২
শাড়িতে জারুলের দেখা পাওয়া গেলে কিন্তু দারুণ হয়। প্রকৃতির এই সুন্দর ফুলটি যখন শাড়ির জমিন রাঙায়, তখন আর কিছু না ভেবে পরে ফেলতে ইচ্ছা হয়।
শাড়িতে জারুলের দেখা পাওয়া গেলে কিন্তু দারুণ হয়। প্রকৃতির এই সুন্দর ফুলটি যখন শাড়ির জমিন রাঙায়, তখন আর কিছু না ভেবে পরে ফেলতে ইচ্ছা হয়।
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
১০/১২
এই জারুল শাড়িটা দেখে মনে হবে যেন বেগুনির আভায় রাঙানো ক্যানভাস। গায়ে জড়িয়ে কাঠফাটা গ্রীষ্ম ঋতুকে উদ্‌যাপন করা যায় আনন্দের সঙ্গে।
এই জারুল শাড়িটা দেখে মনে হবে যেন বেগুনির আভায় রাঙানো ক্যানভাস। গায়ে জড়িয়ে কাঠফাটা গ্রীষ্ম ঋতুকে উদ্‌যাপন করা যায় আনন্দের সঙ্গে।
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
১১/১২
চোখজুড়ানো ফুলের শাড়ির সাজে জারুলের জন্য ভালোবাসা ধরে রাখা যায়। ফ্যাশনপ্রেমীরা এভাবেই ভাবেন।
চোখজুড়ানো ফুলের শাড়ির সাজে জারুলের জন্য ভালোবাসা ধরে রাখা যায়। ফ্যাশনপ্রেমীরা এভাবেই ভাবেন।
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
১২/১২
এই ফুলে মুগ্ধ হয়ে আধুনিক কবি আহসান হাবিব তাঁর ‘স্বদেশ’ কবিতায় লিখেছেন, ‘মনের মধ্যে যখন খুশি; এই ছবিটি আঁকি; এক পাশে তার জারুল গাছে, দুটি হলুদ পাখি।’
এই ফুলে মুগ্ধ হয়ে আধুনিক কবি আহসান হাবিব তাঁর ‘স্বদেশ’ কবিতায় লিখেছেন, ‘মনের মধ্যে যখন খুশি; এই ছবিটি আঁকি; এক পাশে তার জারুল গাছে, দুটি হলুদ পাখি।’
শাড়ি: হরিতকী, মডেল: অস্মিতা , ছবি: অনিক মজুমদার
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১০: ৫২
বিজ্ঞাপন