ভ্যাঁপসা গরম অনুভূত হলেও সময়টা এখন বর্ষার দখলে। আসলে ঋতু পরিবর্তন আমাদের জীবনে এক অবাক বিস্ময়ের জন্ম দেয়। তবে এই বিস্ময় সুন্দর। ঝুম বৃষ্টিতে কেউ চায়ের কাপে চুমুক দেয়, কেউ অতীত স্মৃতি রোমন্থনে মন দেয় আবার কেউ কর্মজীবনের ব্যস্ততায় কাচের ঘরে বসেই বাইরের বৃষ্টি উপভোগ করেন। বর্ষায় প্রকৃতি যেমন নতুন করে প্রাণ ফিরে পায়, প্রাণ ফিরে পায় মানুষেরাও।
কখনো মুষলধারায় বৃষ্টি, আবার কখনো রোদের সঙ্গে মেঘের দুরন্তপনা সত্যিই এক বৈচিত্র্যময় আখ্যান। বাংলাদেশের অন্যতম ঋতু বর্ষা আমাদের জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ঋতু গান-কবিতা-ছবিসহ নন্দনকলার সব শাখার মতো ফ্যাশনশিল্পেও প্রভাব ফেলে ভালোমতোই ।
দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পোশাকশিল্পকে উজ্জীবিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’। সারা বছরই ব্র্যান্ডটি ক্রেতার সন্তুষ্টির জন্যে নানা ধরনের আয়োজন করে থাকে। তাই বর্ষায়ও তারা তাদের সংগ্রহ সাজিয়েছে একদম আলাদা আঙ্গিকে।
পোশাকগুলোর ওপর রয়েছে মূল্যছাড়ও। নির্দিষ্ট আউটলেট ও অনলাইনে বাছাই পণ্যে ৫০ শতাংশ ছাড় থাকবে ‘দুরন্ত বর্ষায় উড়ন্ত অফার’-এ।
এই আয়োজনে আছে আকর্ষণীয় ডিজাইন ও ইউনিক থিমের শাড়ি, সালোয়ার–কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, পায়জামা, টি–শার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, গহনা, এক্সেসরিজসহ আরও অনেক সামগ্রী।
অস্থির এই সময়ে স্বস্থি দিতে পোশাকের ভূমিকা কিন্তু অতুলনীয়। তাই মাঝেমধ্যে পরিবারের সবাই মিলে ম্যাচিং পোশাক পরে পরিকল্পনা করতে পারেন ঘুরতে যাওয়ার। সে জন্য বাবা-ছেলে, মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল প্যাকেজ আর পরিবারের সবার জন্য একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজও রয়েছে রঙ বাংলাদেশের এই আয়োজনে। এই অফারের মধ্যেই আছে এক্সক্লুসিভ কিছু পোশাক, যা এক পিস হিসেবেই তৈরি করা হয়েছে। ফলে ভাগ্যবান ক্রেতা কিনতে পারবেন ইউনিক ডিজাইনের স্বতন্ত্র পোশাকটি ।
ঢাকার সীমান্ত স্কয়ার, মোহাম্মদপুর, যমুনা ফিউচার পার্ক, ওয়ারী ও নারায়নগঞ্জ, বসুন্ধরা সিটির দেশীদশ , সিলেট এবং চট্টগ্রাম রঙ বাংলাদেশের আউটলেটে চলছে ‘দুরন্ত বর্ষায় উড়ন্ত অফার’ । ঘরে বসে নির্ভেজালভাবে অর্ডার করতে ভিজিট করুন www.rang-bd.com এবং রঙ বাংলাদেশের অফিশিয়াল ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh থেকে। সারা দেশের যেকোন প্রান্তে অনলাইন অর্ডারে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ হোম ডেলিভারি সুবিধা।
ছবি: রঙ বাংলাদেশ