আরামদায়ক অনুভূতি, মার্জিত ও এথনিক লুক এনে দেয় বলে সাধারণ রমণি থেকে তারকা—সবারই বেশ প্রিয় সালোয়ার–কামিজ। ঈদ আসতেও খুব বেশি দেরি নেই। সালোয়ার–কামিজ ছাড়া অনেক নারীর ঈদের দিনটি যেন অসম্পূর্ণ রয়ে যায়। দেশীয় তারকাদের সালোয়ার–কামিজ লুক হতে পারে আপনারও অনুপ্রেরণা।