হাল ফ্যাশন ঈদ লুক: দেশি তারকাদের অনুপ্রেরণায় ট্রেন্ডি সালোয়ার–কামিজ
শেয়ার করুন
ফলো করুন

আরামদায়ক অনুভূতি, মার্জিত ও এথনিক লুক এনে দেয় বলে সাধারণ রমণি থেকে তারকা—সবারই বেশ প্রিয় সালোয়ার–কামিজ। ঈদ আসতেও খুব বেশি দেরি নেই। সালোয়ার–কামিজ ছাড়া অনেক নারীর ঈদের দিনটি যেন অসম্পূর্ণ রয়ে যায়। দেশীয় তারকাদের সালোয়ার–কামিজ লুক হতে পারে আপনারও অনুপ্রেরণা।

১/১৪
ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী তাঁর বাহুল্যবর্জিত স্নিগ্ধ ও মিনিমাল সাজ আর নিজস্ব স্টাইলে মুগ্ধ করেন সবাইকে। ভোগ বাই প্রিন্সের আউটফিটে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। পরেছেন ফ্লোরাল এমব্রয়ডারি করা কালো সালওয়ার–কামিজ। কানে গোল্ডেন স্টেটমেন্ট দুল।
ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী তাঁর বাহুল্যবর্জিত স্নিগ্ধ ও মিনিমাল সাজ আর নিজস্ব স্টাইলে মুগ্ধ করেন সবাইকে। ভোগ বাই প্রিন্সের আউটফিটে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। পরেছেন ফ্লোরাল এমব্রয়ডারি করা কালো সালওয়ার–কামিজ। কানে গোল্ডেন স্টেটমেন্ট দুল।
২/১৪
চোখজুড়ানো ল্যাভেন্ডার সালোয়ার–কামিজ পরেছেন তটিনী। ব্যান কলারের কামিজের জমিনে গোলাপি সুতায় ফ্লোরাল এমব্রয়ডারি করা। অরগাঞ্জা ফেব্রিকের ওড়নাতেও আছে গোলাপ ফুলের ছাপ। তিনি বেশ মিনিমালভাবে সেজেছেন। কালো আইলাইনার দেওয়া চোখ, ঠোঁটে শোভা বাড়িয়েছে হালকা গোলাপি লিপকালার। মাঝ সিঁথি করা চুলে করেছেন পনিটেল। কানে সাদা পাথরের স্টাড, হাতে আংটি। সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে তাঁকে।
চোখজুড়ানো ল্যাভেন্ডার সালোয়ার–কামিজ পরেছেন তটিনী। ব্যান কলারের কামিজের জমিনে গোলাপি সুতায় ফ্লোরাল এমব্রয়ডারি করা। অরগাঞ্জা ফেব্রিকের ওড়নাতেও আছে গোলাপ ফুলের ছাপ। তিনি বেশ মিনিমালভাবে সেজেছেন। কালো আইলাইনার দেওয়া চোখ, ঠোঁটে শোভা বাড়িয়েছে হালকা গোলাপি লিপকালার। মাঝ সিঁথি করা চুলে করেছেন পনিটেল। কানে সাদা পাথরের স্টাড, হাতে আংটি। সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে তাঁকে।
বিজ্ঞাপন
৩/১৪
 ডার্ক ম্যাজেন্টা রঙের পোশাকে সাদিয়া আয়মান। একরঙা কামিজের সঙ্গে প্রিন্টের ওড়না নিয়েছেন। কানে দুল আর মিনিমাল সাজে ফ্রেমবন্দী হয়েছেন।
ডার্ক ম্যাজেন্টা রঙের পোশাকে সাদিয়া আয়মান। একরঙা কামিজের সঙ্গে প্রিন্টের ওড়না নিয়েছেন। কানে দুল আর মিনিমাল সাজে ফ্রেমবন্দী হয়েছেন।
বিজ্ঞাপন
৪/১৪
অভিনেত্রী নুসরাত ফারিয়া তাঁর এই লুকে বেছে নিয়েছেন ফুলেল ছাপের নীল সালওয়ার–কামিজ। সেজেছেন ন্যুড মেকআপে। মিনিমাল জুয়েলারি আর ছেড়ে রাখা কালার করা চুলে সুন্দর লাগছে তাঁকে।
অভিনেত্রী নুসরাত ফারিয়া তাঁর এই লুকে বেছে নিয়েছেন ফুলেল ছাপের নীল সালওয়ার–কামিজ। সেজেছেন ন্যুড মেকআপে। মিনিমাল জুয়েলারি আর ছেড়ে রাখা কালার করা চুলে সুন্দর লাগছে তাঁকে।
৫/১৪
এই গরমে এমন চোখজুড়ানো বা আইসুদিং রঙের পোশাক ওয়ার্ডরোব থাকলে মন্দ হয় না। ঈদেও পরা যাবে চোখ বন্ধ করে। অভিনেত্রী সাফা কবিরের পরনে রুপালি জড়ি সুতার এমব্রয়ডারি করা বেবি পিংক সালওয়ার–কামিজ। এর সঙ্গে রুপালি ঝুমকা আর চুড়িতে সেজেছেন সাফা।
এই গরমে এমন চোখজুড়ানো বা আইসুদিং রঙের পোশাক ওয়ার্ডরোব থাকলে মন্দ হয় না। ঈদেও পরা যাবে চোখ বন্ধ করে। অভিনেত্রী সাফা কবিরের পরনে রুপালি জড়ি সুতার এমব্রয়ডারি করা বেবি পিংক সালওয়ার–কামিজ। এর সঙ্গে রুপালি ঝুমকা আর চুড়িতে সেজেছেন সাফা।
৬/১৪
টেরাকোটা রঙের আকর্ষণীয় সালওয়ার–কামিজে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন নাজনীন নিহা। পুরো আউটফিটে গর্জিয়াস আমেজ দিয়েছে সোনালি জড়ি সুতার ফ্লোরাল নকশা। সুন্দর এই পোশাকের সঙ্গে অভিনেত্রী সেমি কার্ল হেয়ারস্টাইল করেছেন। চোখে হালকা কাজল, ন্যুড লিপস্টিক আর মিনিমাল সোনার গয়না পরা যায় সঙ্গে।
টেরাকোটা রঙের আকর্ষণীয় সালওয়ার–কামিজে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন নাজনীন নিহা। পুরো আউটফিটে গর্জিয়াস আমেজ দিয়েছে সোনালি জড়ি সুতার ফ্লোরাল নকশা। সুন্দর এই পোশাকের সঙ্গে অভিনেত্রী সেমি কার্ল হেয়ারস্টাইল করেছেন। চোখে হালকা কাজল, ন্যুড লিপস্টিক আর মিনিমাল সোনার গয়না পরা যায় সঙ্গে।
Abdullah_Saleh
৭/১৪
জারতাজ ক্লদিং ব্র্যান্ড থেকে গাঢ় শর্ষে হলুদ বা ডার্ক মাস্টার্ড রঙের সালোয়ার–কামিজ পরেছেন মেহজাবীন চৌধুরী। জর্জেট ফেব্রিকের কামিজের ওপর সুতা আর সিকুইনের নিখুঁত ফ্লোরাল মোটিফের কাজ ফুটে উঠেছে। সঙ্গে ম্যাচিং ওড়নাও আছে। এই সুন্দর পোশাকের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন স্টেটমেন্ট দুল। সঙ্গে মসৃণ ফিনিশের ন্যুড মেকওভার করেছেন।
জারতাজ ক্লদিং ব্র্যান্ড থেকে গাঢ় শর্ষে হলুদ বা ডার্ক মাস্টার্ড রঙের সালোয়ার–কামিজ পরেছেন মেহজাবীন চৌধুরী। জর্জেট ফেব্রিকের কামিজের ওপর সুতা আর সিকুইনের নিখুঁত ফ্লোরাল মোটিফের কাজ ফুটে উঠেছে। সঙ্গে ম্যাচিং ওড়নাও আছে। এই সুন্দর পোশাকের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন স্টেটমেন্ট দুল। সঙ্গে মসৃণ ফিনিশের ন্যুড মেকওভার করেছেন।
৮/১৪
ঈদে উৎসবের আমেজের সঙ্গে তাল মিলিয়ে কেয়া পায়েলের মতো সেজে উঠতে পারেন। ভোগ বাই প্রিন্সের জমকালো কালো আউটফিটের সঙ্গে ডার্ক রেড লিপস্টিক, হুপ দুল, সেমি কার্ল হেয়ারস্টাইল আর কালো হিল বেছে নিয়েছেন অভিনেত্রী।
ঈদে উৎসবের আমেজের সঙ্গে তাল মিলিয়ে কেয়া পায়েলের মতো সেজে উঠতে পারেন। ভোগ বাই প্রিন্সের জমকালো কালো আউটফিটের সঙ্গে ডার্ক রেড লিপস্টিক, হুপ দুল, সেমি কার্ল হেয়ারস্টাইল আর কালো হিল বেছে নিয়েছেন অভিনেত্রী।
৯/১৪
নীল-সাদা পোশাকের সঙ্গে ম্যাচিং হিল। কানেও নীল পাথরের ঝোলানো দুল। ন্যুড লিপস্টিকের সঙ্গে চোখে টানা করে দেওয়া আইলাইনার। চুলগুলো স্টাইল করে এক পাশে ছেড়ে রাখা। ঈদের সন্ধ্যায় পার্টিতে এমন লুক অনুপ্রেরণা হতে পারে।
নীল-সাদা পোশাকের সঙ্গে ম্যাচিং হিল। কানেও নীল পাথরের ঝোলানো দুল। ন্যুড লিপস্টিকের সঙ্গে চোখে টানা করে দেওয়া আইলাইনার। চুলগুলো স্টাইল করে এক পাশে ছেড়ে রাখা। ঈদের সন্ধ্যায় পার্টিতে এমন লুক অনুপ্রেরণা হতে পারে।
১০/১৪
পিচ রঙের ফ্লোরাল–সালওয়ার কামিজে সাবিলা নূর। কামিজের সামনের অংশে সাদা ফুল পাতা নকশার ইয়ক বসানো। এই আরামদায়ক আর সুন্দর পোশাকের সঙ্গে অভিনেত্রী পরেছেন ম্যাচিং স্টেটমেন্ট দুল। উৎসবের আমেজ আনতে মেকআপে গুরুত্ব পেয়েছে আইশ্যাডো, আইলাইনার আর মাসকারা। শোভা বাড়িয়েছে ন্যুড পিচ লিপকালার আর ছোট্ট টিপ।
পিচ রঙের ফ্লোরাল–সালওয়ার কামিজে সাবিলা নূর। কামিজের সামনের অংশে সাদা ফুল পাতা নকশার ইয়ক বসানো। এই আরামদায়ক আর সুন্দর পোশাকের সঙ্গে অভিনেত্রী পরেছেন ম্যাচিং স্টেটমেন্ট দুল। উৎসবের আমেজ আনতে মেকআপে গুরুত্ব পেয়েছে আইশ্যাডো, আইলাইনার আর মাসকারা। শোভা বাড়িয়েছে ন্যুড পিচ লিপকালার আর ছোট্ট টিপ।
১১/১৪
থ্রি ঢাকা ব্র্যান্ডের জমকালো পোশাকে তানজিন তিশা। উৎসবের রাতে এমন সালওয়ার–কামিজ আপনি পরতে পারেন। আর মেকআপে থাকুক গ্লসি আমেজ।
থ্রি ঢাকা ব্র্যান্ডের জমকালো পোশাকে তানজিন তিশা। উৎসবের রাতে এমন সালওয়ার–কামিজ আপনি পরতে পারেন। আর মেকআপে থাকুক গ্লসি আমেজ।
১২/১৪
অভিনেত্রীর পরনে সাটিন ফেব্রিকের মভ পিংক সালওয়ার–কামিজ সেট। এমন পোশাক গরমে বেশ আরামের লুক দেবে। সঙ্গে চুলগুলো উঁচু করে পছন্দসই বেঁধে নিতে হবে। কানে স্টেটমেন্ট দুল আর গ্লসি মেকআপে উৎসবের ভাবটাও অক্ষুণ্ন থাকবে।
অভিনেত্রীর পরনে সাটিন ফেব্রিকের মভ পিংক সালওয়ার–কামিজ সেট। এমন পোশাক গরমে বেশ আরামের লুক দেবে। সঙ্গে চুলগুলো উঁচু করে পছন্দসই বেঁধে নিতে হবে। কানে স্টেটমেন্ট দুল আর গ্লসি মেকআপে উৎসবের ভাবটাও অক্ষুণ্ন থাকবে।
১৩/১৪
ফ্লোরাল এমব্রয়ডারি করা লাল আউটফিটের সঙ্গে কানে এমন গর্জিয়াস স্টেটমেন্ট দুল পরলে আলাদাভাবে আকর্ষণ কাড়বে সবার।
ফ্লোরাল এমব্রয়ডারি করা লাল আউটফিটের সঙ্গে কানে এমন গর্জিয়াস স্টেটমেন্ট দুল পরলে আলাদাভাবে আকর্ষণ কাড়বে সবার।
১৪/১৪
নীল সালওয়ার–কামিজ আর গোলাপি আভার মেকআপে ভাবনা
নীল সালওয়ার–কামিজ আর গোলাপি আভার মেকআপে ভাবনা
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৩: ৩৫
বিজ্ঞাপন