‘মিস আয়ারল্যান্ড’ খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মাকসুদা আখতার প্রিয়তি সম্প্রতি তাক লাগালেন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। ভিন্ন দুই আউটফিটে লালগালিচায় তাঁর উপস্থিতি আবারও সবাইকে মুগ্ধ করেছে। রইল বিস্তারিত...
গ্ল্যামারাস গাউনে প্রিয়তির ঝলক
১/৯
বিখ্যাত আইরিশ ডিজাইনার জেরাল্ডিন ও’ম্যায়েরার তৈরি নজরকাড়া গাউনে রেড কার্পেটে হাজির হয়েছিলেন প্রিয়তি। পুরো লুকটি বেছে নেওয়া হয়েছে এলিগ্যান্সকে রেখেই।ছবি: ক্লাউডিয়া ব্রুনো
২/৯
হালকা মিন্ট গ্রিন আর ঝকঝকে মেটালিক টোনে তৈরি গাউনটিতে প্রিয়তি ধরা দিয়েছেন স্নিগ্ধ আমেজে। সঙ্গে নিয়েছেন সিলভার হ্যান্ডব্যাগ। গাউনের সঙ্গে স্টোনের নেকপিস ও দুল আরও বাড়িয়েছে সৌন্দর্য। ব্যাগ ও জুয়েলারি দুটোই এসেছে আইরিশ ডিজাইনার ফিওনা রাফটারের কালেকশন থেকে।ছবি: ক্লাউডিয়া ব্রুনো
৩/৯
ডিপ ভি নেকলাইন আর বডি-ফিটেড মারমেইড কাট গাউনটির অন্যতম আকর্ষণ হলো ফ্লোরছোঁয়া লম্বা কেপ। তবে কাঁধের দুই পাশে বড় স্যাটিন বো বেশ ড্রামাটিক আমেজ দিয়েছে লুকে।ছবি: ক্লাউডিয়া ব্রুনো
৪/৯
লাইমলাইট চুরি করেছে প্রিয়তির রেড লিপ লুক আর ভিন্টেজ হেয়ারস্টাইলও। এই চোখধাঁধানো মেকআপ ও হেয়ারস্টাইলের দায়িত্বে ছিলেন ক্রিস্টিনা জয়।ছবি: ক্লাউডিয়া ব্রুনো
বিজ্ঞাপন
টেকসই ফ্যাশনের বার্তা দিলেন চ্যারিটি শপের পোশাকে
৫/৯
বর্তমান বিশ্ব জোর দিচ্ছে টেকসই বা সাস্টেইনেবল ফ্যাশনের দিকে। ফ্যাশন মানেই যে নতুন পোশাক কেনা এবং পরা, এমন ধারণা এখন ভাঙছে। প্রিয়তি নিজেও বিশ্বাস করেন টেকসই ফ্যাশনে। তাঁর মতে, পরিবেশবান্ধব উপকরণ, দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা এবং সেকেন্ড হ্যান্ড পোশাকের অন্যতম ভিত্তি। তাই লালগালিচায় তাঁর সাম্প্রতিক লুকের পোশাকটিও ছিল সেকেন্ড হ্যান্ড, যা একই সঙ্গে সচেতনতা ও স্টাইলের নিখুঁত প্রকাশ।ছবি: লরেন্ট হু
৬/৯
আয়ারল্যান্ডে থাকেন ‘মিস আয়ারল্যান্ড’ খেতাবপ্রাপ্ত এই বাংলাদেশি মডেল। আরামদায়ক এই ড্রেস তিনি কিনেছেন সেখানকার সেন্ট ভিনসেন্ট ডি’ পল চ্যারিটি শপ থেকে।ছবি: লরেন্ট হু
৭/৯
সবুজ মিডি ড্রেসটিতে ছড়িয়ে আছে ট্রেন্ডি ফ্লোরাল প্রিন্ট, যা লুকে এনে দিয়েছে স্নিগ্ধতা। লম্বা কাফ স্লিভ আর হাই নেকলাইনে সূক্ষ্ম কি-হোল কাটআউট নকশা যোগ করেছে বাড়তি আকর্ষণ। অন্যদিকে নজর কাড়ছে ড্রেসের প্লিটেড ডিজাইনও।ছবি: লরেন্ট হু
৮/৯
সঙ্গে জুটি হয়েছে সিলভার টোনের স্ট্র্যাপি হাই হিল এবং ক্ল্যাসিক ক্লাচ ব্যাগ।ছবি: লরেন্ট হু
৯/৯
বোল্ড আই লুক, গোলাপি লিপকালার আর ফ্লোরাল স্টেটমেন্ট দুলে সেজেছেন প্রিয়তি। তবে সঙ্গে সবচেয়ে বেশি নজর কাড়ছে মাথায় পরা স্টেটমেন্ট হেডপিসটি। সবুজ কার্ভি লিফ-স্ট্রাকচার, গোলাপি ফুল আর পালকের সমন্বয়ে তৈরি এই হেডপিস ডিজাইন করেছেন আইরিশ ডিজাইনার ফিওনা রাফটার।ছবি: লরেন্ট হু