এবার ঈদের পর পরই পহেলা বৈশাখ। আর সে উৎসবটিও সমান গুরুত্বপূর্ণ আমাদের কাছে। যুগে যুগে বাংলা বছরের প্রথম দিনটি বাংলাদেশের মানুষেরা নিজেদের মতো করে পালন করে আসছে মহাসমারোহে আর আনন্দঘন পরিবেশে। পরবর্তীতে নাগরিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উথেছে বর্ষবরণের উৎসব। পহেলা বৈশাখ মানেই এক সময় আমরা সাদা-লাল সাজপোশাক বুঝতাম। মেয়েরা লাল পেড়ে সাদা শাড়ি আর ছেলেরা নিজেদের পছন্দমতো পাঞ্জাবি পরে সারাদিন মেতে ওঠা হতো হাসি-গান আর আনন্দে। এখন অবশ্য লাল-সাদার পাশাপাশি বিভিন্ন রঙের মিশেলে বৈশাখী সংগ্রহ সাজান নকশাকারেরা। তবে দেশি আমেজের থিম থাকে সব পোশাকেই। এবার ফ্যাশন হাউজ ও অনলাইন ফ্যাশন উদ্যোগগুলো ঈদের পাশাপাশি বৈশাখের কথা মাথায় রেখে সাজিয়েছে তাদের কালেকশন। এর মাঝে কিছু বৈশাখী শাড়ি একটু বেশিই নজর কাড়ছে। চলুন ছবির গল্পে এই শাড়িগুলো দেখে নেওয়া যাক এবারে।