বর্ষবরণে স্টাইলিশ লুক দেবে এই নজরকাড়া ৫টি বৈশাখী শাড়ি
শেয়ার করুন
ফলো করুন

এবার ঈদের পর পরই পহেলা বৈশাখ। আর সে উৎসবটিও সমান গুরুত্বপূর্ণ আমাদের কাছে। যুগে যুগে বাংলা বছরের প্রথম দিনটি বাংলাদেশের মানুষেরা নিজেদের মতো করে পালন করে আসছে মহাসমারোহে আর আনন্দঘন পরিবেশে। পরবর্তীতে নাগরিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উথেছে বর্ষবরণের উৎসব। পহেলা বৈশাখ মানেই এক সময় আমরা সাদা-লাল সাজপোশাক বুঝতাম। মেয়েরা লাল পেড়ে সাদা শাড়ি আর ছেলেরা নিজেদের পছন্দমতো পাঞ্জাবি পরে সারাদিন মেতে ওঠা হতো হাসি-গান আর আনন্দে। এখন অবশ্য লাল-সাদার পাশাপাশি বিভিন্ন রঙের মিশেলে বৈশাখী সংগ্রহ সাজান নকশাকারেরা। তবে দেশি আমেজের থিম থাকে সব পোশাকেই। এবার ফ্যাশন হাউজ ও অনলাইন ফ্যাশন উদ্যোগগুলো ঈদের পাশাপাশি বৈশাখের কথা মাথায় রেখে সাজিয়েছে তাদের কালেকশন। এর মাঝে কিছু বৈশাখী শাড়ি একটু বেশিই নজর কাড়ছে। চলুন ছবির গল্পে এই শাড়িগুলো দেখে নেওয়া যাক এবারে।

১/১১
সাদা জমিনে হালকা গোলাপি পাড়। সাদা-লাল সুতার বুননের কারসাজিতেই এমন শেড এসেছে। আঁচলে বহুরঙা স্ট্রাইপ। আর শেহ প্রান্তে লাল ট্যাসেল।
সাদা জমিনে হালকা গোলাপি পাড়। সাদা-লাল সুতার বুননের কারসাজিতেই এমন শেড এসেছে। আঁচলে বহুরঙা স্ট্রাইপ। আর শেহ প্রান্তে লাল ট্যাসেল।
কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবী
বিজ্ঞাপন
২/১১
ব্লাউজটি শাড়ির সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে। লাল ছোটহাতার ব্লাউজে সাবেকি স্টাইল। তাতে সাদা লেস বসানো আর রইয়েছে নিখুঁত সুতার কাজ।
ব্লাউজটি শাড়ির সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে। লাল ছোটহাতার ব্লাউজে সাবেকি স্টাইল। তাতে সাদা লেস বসানো আর রইয়েছে নিখুঁত সুতার কাজ।
কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবী
বিজ্ঞাপন
৩/১১
পুরো শাড়িতে বর্ণিল সুতার হাতের কাজ। এর সঙ্গে ট্র্যাডিশনাল সাজ আর গয়নাই মানাবে বেশি।
পুরো শাড়িতে বর্ণিল সুতার হাতের কাজ। এর সঙ্গে ট্র্যাডিশনাল সাজ আর গয়নাই মানাবে বেশি।
কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবী
৪/১১
লা মুন সিল্কের শাড়িতে সাদা ওয়ার্লি আর্টের ডিজিটাল প্রিন্ট।
লা মুন সিল্কের শাড়িতে সাদা ওয়ার্লি আর্টের ডিজিটাল প্রিন্ট।
সরলা
৫/১১
শাড়িটি বেশ হালকা পরতে। আঁচলের আঁকিবুকি নজর কাড়ছে বেশ। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ ভালো লাগবে।
শাড়িটি বেশ হালকা পরতে। আঁচলের আঁকিবুকি নজর কাড়ছে বেশ। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ ভালো লাগবে।
সরলা
৬/১১
সাদা কটন ব্লেন্ডের সিল্কে তুর্কি ঘরানার নানা রঙের মোটিফ। সাদা-লালের মধ্যে থেকেও বেশ আলাদা আমেজ দিচ্ছে শাড়িটি
সাদা কটন ব্লেন্ডের সিল্কে তুর্কি ঘরানার নানা রঙের মোটিফ। সাদা-লালের মধ্যে থেকেও বেশ আলাদা আমেজ দিচ্ছে শাড়িটি
আরবান ভোগ
৭/১১
অটোমান নকশার শাড়িটির সঙ্গে হালকা ট্র্যাডিশিনাল গয়না আর মিনিমাল সাজ মানাবে বেশি।
অটোমান নকশার শাড়িটির সঙ্গে হালকা ট্র্যাডিশিনাল গয়না আর মিনিমাল সাজ মানাবে বেশি।
আরবান ভোগ
৮/১১
সাদা সিল্কে বহুরঙা ফোক আর্টের ডিজিটাল প্রিন্ট করা শাড়িটি সত্যিই নজরকাড়া। এর সঙ্গে গাঢ় লাল লিপ কালার আর একটু নাটকীয় কিন্তু ট্র্যাডিশনাল সাজ মানাবে। গয়নায় নাকছাবি, দুল আর হারে আনা যায় জমকালো লুক
সাদা সিল্কে বহুরঙা ফোক আর্টের ডিজিটাল প্রিন্ট করা শাড়িটি সত্যিই নজরকাড়া। এর সঙ্গে গাঢ় লাল লিপ কালার আর একটু নাটকীয় কিন্তু ট্র্যাডিশনাল সাজ মানাবে। গয়নায় নাকছাবি, দুল আর হারে আনা যায় জমকালো লুক
হরিতকী
৯/১১
সাদা-লাল থেকে বেরিয়ে না এসে সঙ্গে বহু রঙের উজ্জ্বল মোটিফে করা শাড়িটি বৈশাখের গান গাইছে
সাদা-লাল থেকে বেরিয়ে না এসে সঙ্গে বহু রঙের উজ্জ্বল মোটিফে করা শাড়িটি বৈশাখের গান গাইছে
হরিতকী
১০/১১
জেন জি প্রজন্মের ফ্যাশনিস্তারা শাড়ির ড্রেপিং নিয়ে নিরীক্ষা করতে ভালোবাসেন। সেদিক থেকে ডেনিম পাড়ের এই লাল শাড়িটি একদম পার্ফেক্ট। আঁচলটি সাদা।
জেন জি প্রজন্মের ফ্যাশনিস্তারা শাড়ির ড্রেপিং নিয়ে নিরীক্ষা করতে ভালোবাসেন। সেদিক থেকে ডেনিম পাড়ের এই লাল শাড়িটি একদম পার্ফেক্ট। আঁচলটি সাদা।
শাড়িকথন
১১/১১
মনের মতো ট্রেন্ডি হেয়ারস্টাইল আর সাজের সঙ্গে একটা স্লিভলেস ডেনিমের ব্লাউজ হলে এই শাড়িটি হতে পারে বৈশাখের শো-স্টপার
মনের মতো ট্রেন্ডি হেয়ারস্টাইল আর সাজের সঙ্গে একটা স্লিভলেস ডেনিমের ব্লাউজ হলে এই শাড়িটি হতে পারে বৈশাখের শো-স্টপার
শাড়িকথন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৮: ৩২
বিজ্ঞাপন