সারার বর্ণিল ঈদ সংগ্রহ সাজানো হয়েছে উৎসবের আমেজে
শেয়ার করুন
ফলো করুন

ঈদ ঘিরে থাকে নানা পরিকল্পনা। তাতে ভিন্ন মাত্রা যোগ করে নতুন পোশাক। আর তাই ফ্যাশন ব্র্যান্ড ‘সারা’  লাইফস্টাইল-এর আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে। ব্র্যান্ডটি নিয়ে এসেছে আকর্ষণীয় ঈদ পোশাক সংগ্রহ। পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ।

আয়োজনে সব পোশাকের অলংকরণে বেছে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি ও ট্রাডিশনাল হ্যান্ড এমব্রয়ডারি। পোশাকের কাটিং ও প্যাটার্নেও রয়েছে বৈচিত্র্য। এ লাইন, ট্রাপিজি, ন্যারো কাট, ফিট এন্ড ফ্লেয়ার, বিভিন্ন ধরনের সিলুয়েট ও প্যাটার্নের পোশাক পাওয়া যাবে এই ঈদ সংগ্রহে।

বিজ্ঞাপন

এবারও ঈদ উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনা করা হয়েছে। তাই এসব পোশাকের ফেব্রিক হিসেবে প্রাধান্য পেয়েছে সুতি, ডবি, জ্যাকার্ড, জর্জেট, প্রিন্টেড কটন,  নিট, ডেনিম, স্যাটিন ও  টিস্যু। এ ছাড়া রং নির্বাচনের ক্ষেত্রে লাল, সবুজ, সি গ্রিন, নীল, ম্যাজেন্টা, কালো, সাদা, বাদামি, বেগুনি ও ল্যাভেন্ডার রংগুলো ব্যবহার করা হয়েছে। তবে  বেশির ভাগ পোশাকে উজ্জ্বল রং ব্যবহার করলেও আভিজাত্যের ছোঁয়া রয়েছে।

এই কালেকশনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি–শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা, কোটি ইত্যাদি। অন্যদিকে মেয়েদের জন্য থাকছে সিঙ্গেল কুর্তি, টু পিস ও থ্রি পিস সেট, টপস, শার্ট, শাড়ি, স্কার্ফ, টি–শার্ট এবং ম্যাটারনিটি ওয়্যারের কালেকশন।

বিজ্ঞাপন

সারার ঈদ আয়োজনে শিশুদের জন্যও রয়েছে বৈচিত্র্য। ছেলেশিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, পায়জামা, শার্ট, শার্ট-প্যান্ট সেট, টি–শার্ট, পোলো শার্ট, নিমা সেট, কাতুয়া, ডেনিম প্যান্ট ইত্যাদি। আর মেয়েশিশুদের জন্য থাকছে কুর্তি, ফ্রক সেট, থ্রি পিস, টু পিস, লেহেঙ্গা, টপস, জাম্পস্যুট, নিমা সেট, সিঙ্গেল ফ্রক, ডুঙ্গারি, পোলো শার্ট, টি–শার্ট, পার্টি ফ্রক, প্যান্ট ইত্যাদি। এ ছাড়া থাকছে বাবা-ছেলের পাঞ্জাবি ও পোলো শার্টের মিনিমি।

পুরো পরিবারের জন্য একই ডিজাইনের পোশাকও রয়েছে ঈদ সংগ্রহে।
এ ছাড়া নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ পশ্চিমা ধাঁচের সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’র কালেকশন তো রয়েছেই। ‘ঢেউ’-এর ঈদ সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ফিটেড টি–শার্ট, ওভারসাইজড টি–শার্ট, শর্ট স্লিভ ক্যাজুয়াল শার্ট, লং স্লিভ ক্যাজুয়াল শার্ট, শর্টস, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট, জগার্স ইত্যাদি। নারীদের জন্য টপস, ক্যাজুয়াল শার্ট, মিডি ড্রেস, পার্টি ওয়্যার, স্কার্ট, টি–শার্ট, ফরমাল শার্ট, পালাজো, জগার্স, ডেনিম প্যান্ট, কার্গো প্যান্ট, ক্রপ টপ, গাউন, বুট কাট প্যান্ট, বডিকন ও কাফতান রয়েছে।

ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দিয়েছে সারা। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। মাত্র ৩৫০ টাকা থেকে ৭ হাজার ৩৯০ টাকার মধ্যে এ বছরের ঈদুল আজহা কালেকশনের এসব পোশাক পাবেন ক্রেতারা।

ছবি: সারা

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন