সামার থিমের মোটিফে সুরঞ্জনার আরামদায়ক শাড়ি, কুর্তি ও গজ কাপড়
শেয়ার করুন
ফলো করুন

গরমে ঘর থেকে বের হওয়ার আগেই চিন্তায় পড়তে হয় পোশাক নিয়ে। আর ফ্যাশন হাউসগুলো প্রতিবছরই এ সময় হাজির হয় তাদের সৃজনশীল সংগ্রহ নিয়ে। বাতাস চলাচল করতে পারে আর ঘামলেও দ্রুত শুকায় এমন বৈশিষ্ট্যের কাপড় মূলত এই গরমে স্বস্তি দেয়। তবে কাপড়ের রঙের দিকেও খেয়াল রাখতে হয় এ ক্ষেত্রে। হালকা রঙের পোশাক গ্রীষ্মের ফ্যাশনে বেশি গুরুত্ব পায়। তবে গাঢ় রং যে একেবারেই পরা যাবে না, তা নয়। তাঁতের কাপড়ে ব্লক, স্ক্রিনপ্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, টাইডাইয়ের মতো মাধ্যম পোশাককে করে রঙিন ও আরামদায়ক।

বহুকাল আগে থেকেই গরমে মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে ব্লক, বাটিক ও টাইডাইয়ের পোশাক। গরমে এমন পোশাকের আবেদনই অন্য রকম। ফ্যাশন হাউস সুরঞ্জনা এবার তাদের  গ্রীষ্মকালীন সংগ্রহে রেখেছে শতভাগ সুতি কাপড়ে মোম বাটিকের সংগ্রহ। বরাবরই ব্র্যান্ডটি ঋতুর বৈশিষ্ট্য অনুযায়ী কাপড়ের ধরন, রং ও মোটিফ নির্বাচন করে। তাদের এবারের সংগ্রহের মূল আকর্ষণ শাড়ি হলেও যোগ হয়েছে থ্রি পিস, কুর্তি ও গজ কাপড়।

বিজ্ঞাপন

গ্রীষ্মকালীন মোটিফে শাড়ি

শাড়িতে গ্রীষ্মকালীন মোটিফ নিয়ে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে সুরঞ্জনা। হালদা, দারুচিনির দ্বীপ, নারিকেল জিঞ্জিরা—শাড়ির নামগুলোতে যেমন প্রাণবন্ত একটি আমেজ রয়েছে , তেমনি শাড়ির রং ও নকশাও চোখে পড়ার মতো। কোনো শাড়ির জমিনে ফুটে উঠেছে শামুক-ঝিনুকের নকশা তো কোনোটিতে নারকেল ডাব; আছে সামুদ্রিক মাছও। সমুদ্রে না গিয়েও সমুদ্রে থাকার আবহ পাওয়া যাবে সুরঞ্জনার শাড়িগুলোতে।

গরমের তীব্রতার কথা ভেবে ব্র্যান্ডটি তাদের নিজস্ব তত্ত্বাবধানে শাড়িগুলো তৈরি করেছে শতভাগ সুতির কোরা কাপড়ে। নিজস্ব নকশায় মোম বাটিকের এই শাড়িগুলো গরমের জন্য বেশ আরামদায়ক। নরম রাখতে বুননের সময় মাড় ব্যবহার করা হয়নি শাড়িগুলোতে।

শাড়িতে ব্যবহৃত সাদা, নীল, সবুজ, কমলা, লেমন ইয়োলো, খয়েরি, হালকা গোলাপি ও হালকা টিল রংগুলোও চোখকে প্রশান্তি দেয়। এ ছাড়া সিল্ক ফেব্রিকে তৈরি কিছু শাড়িও নকশা করা হয়েছে। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু ও পাতার নকশায় সাজানো এই শাড়িগুলো মোম বাটিকে ভেট রঙে ডাই করা। নিয়মিত অফিস ও যেকোনো অনুষ্ঠানে অনায়াসেই পরা যাবে এই শাড়িগুলো।

আর নকশায় সামার মোটিফ হিসেবে আমরা প্রাধান্য পেয়েছে এমন সব রংকে, যাতে মনে হয় কখনো সমুদ্রপারে বা কোনো দ্বীপে বসে আছি। বাইরে যত উষ্ণতা হোক, শাড়ি যেন একটা শীতল অনুভূতি দিয়ে যায়। শুরুতে শাড়ি করলেও ক্রেতা চাহিদার জন্য কামিজ, কুর্তি পিসও আমরা এনেছি।’

বিজ্ঞাপন

আরামদায়ক থ্রি-পিস সেট

নিয়মিত শাড়ি পরতে অভ্যস্ত নন অনেকেই। সে ক্ষেত্রে তাঁরা বেছে নিতে পারেন নারিকেল জিঞ্জিরা, হালদা ও দারুচিনির দ্বীপ থিমের থ্রি-পিস সেটগুলো। সুতিতে মোম বাটিক করা এই সেটগুলো সেলাইবিহীন। সালোয়ার-কামিজ-ওড়নায় বাটিকের অনবদ্য কাজ পোশাকে আনে মাধুর্য আর সঙ্গে দেশি আমেজও প্রকাশ পায়।

কুর্তি

হালকা রঙের সাদাসিধা কাটের কুর্তিগুলো নরম হ্যান্ডলুমে তৈরি। নেকলাইনে লেসের সূক্ষ্ম কারুকাজ কুর্তিগুলোকে আরও ফ্যাশনেবল করেছে। ৩৬ থেকে ৪৬ সাইজে পাওয়া যাচ্ছে এই কুর্তিগুলো।

সুলভ গজ কাপড়

অনেকেই পছন্দ করেন গজ কাপড় কিনে নিজের মতো পোশাক বানাতে। সুরঞ্জনার নিজস্ব ডিজাইনেই এই সুতি গজ কাপড় তৈরি করা হয়েছে। আড়াই হাত বহরের এই কাপড়গুলো দিয়ে কুর্তি, শার্ট, টপ, পাঞ্জাবি, ব্লাউজ, কাপল সেট, বেবি ড্রেস কিংবা মনের মতো যেকোনো আউটফিট তৈরি করা যাবে।

সুরঞ্জনার স্বত্বাধিকারী নূর নাহার তৃপ্তি জানান, ‘সুরঞ্জনা মূলত ফর্মাল ও সেমি ফর্মাল ধরনের শাড়ি তৈরি করে থাকে। দিন দিন গরমের মাত্রা যেভাবে বাড়ছে, আমাদের ফ্যাশন বা স্টাইল যা–ই বলি তার সঙ্গে কমফোর্ট প্রথম বিবেচনার বিষয়। তাই ফেব্রিক হিসেবে শতভাগ সুতি কাপড়কে বেছে নিয়েছি।

ছবি: সুরঞ্জনা

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন