ঋতুবদলের সঙ্গে মানুষের জীবনযাপনেও শুরু হয় পরিবর্তন। পোশাক থেকে শুরু করে জুতা, সাজগোজ সবকিছুতেই এর প্রভাব পড়ে। তাই শীতে ফ্যাশন হয় এক রকম আবার গরমে আরেক রকম।
ঋতুভেদে ফ্যাশন ও আরামকে একসুতায় বেঁধে বেছে নিতে হয় সবকিছু। জুতা এর মধ্যে অন্যতম। কনকনে শীতে সবাই চেষ্টা করেন একদম পা ঢাকা জুতা পরতে। তেমনই গরমের দাপটে দরকার হয় হালকা-পাতলা ও আরামদায়ক কিছু। শুধু স্টাইল নয়, বরং পায়ে স্বস্তি মিলবে, এমন জুতাই এমন দিনে বেছে নেওয়া উচিত।
মুভমেন্ট বা গতিময়তার প্রেরণায় ঈদের দারুণ একটি কালেকশন লঞ্চ করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। পোশাকের পাশপাশি ব্র্যান্ডটি এবার নতুনভাবে ঢেলে সাজিয়েছে তাদের জুতার কালেকশন।
ঈদ উপলক্ষে ছেলে ও মেয়ে উভয়ের জন্য এই কালেকশনে থাকছে ট্রেন্ডি সব জুতা। আরামের বিষয়টিও ব্র্যান্ডটি মাথায় রেখেছে।
উৎসবের আমেজকে আরও আকর্ষণীয় করতে লা রিভ মেয়েদের জন্য নিয়ে এসেছে কারচুপির কাজ করা নজরকাড়া জুত্তি। ট্রেন্ডের তুঙ্গে থাকা নানা রঙের আর নকশার এই জুত্তিগুলো পরা যাবে এথনিক আউটফিটের সঙ্গে। এ ছাড়াও আছে মিউল জুতা। এই আবহাওয়ায় এবার ঈদ ফ্যাশনে হালকা ধরনের মিউল জুতা আরামের সঙ্গে দিতে পারে স্টাইলিশ লুক।
শাড়ি ও সালোয়ার–কামিজের সঙ্গে পরার জন্য লেডিস স্যান্ডেল, ব্লক হিল, হাই হিল ডিজাইন করেছে লা রিভ। অন্যদিকে টিউনিক ড্রেসের সঙ্গে পরার জন্য এই কালেকশনে আছে ফেব্রিক স্লিপার।
লা রিভের ঈদ কালেকশনে এবারের নতুনত্ব হলো ফেব্রিক দিয়ে তৈরি এই স্লিপার জুতা। যা সালোয়ার–কামিজের সঙ্গেও ম্যাচিং করে পরা যাবে। আর দৈনন্দিন ব্যবহারে জন্য আছে ফ্লিপ-ফ্লপ।
অন্যদিকে, পুরুষদের জন্যও আকর্ষণীয় জুতা ডিজাইন করেছে ব্র্যান্ডটি। যেকোনো নকশার পাজামা-পাঞ্জাবির সঙ্গে পরার জন্য হাফ লোফার, লোফার এবং ব্যাকবেল্টযুক্ত স্যান্ডেলগুলো চোখ বন্ধ করে বেছে নেওয়া যাবে। এই কালেকশনে ডেনিম, পোলো শার্ট, টি-শার্ট বা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে পরার জন্য আছে দুই ফিতাযুক্ত ফ্লিপ-ফ্লপ জুতা। জুতাগুলো সবই শতভাগ চামড়ার তৈরি।
কালো আর বাদামি রং পেয়েছে প্রাধান্য। পরিবারের ছোট সদস্যের জন্যও লা রিভ জুতা এনেছে। বাচ্চাদের জন্য আছে নাগড়া আর জুত্তির কালেকশন। যেখানে নান্দনিক হাতের কাজ ফুটে উঠেছে ।
ছবি: হাল ফ্যাশন