রবীন্দ্রজয়ন্তীতে রঙ বাংলাদেশ এর পোশাক
শেয়ার করুন
ফলো করুন

বাঙালির শিল্পে-সাহিত্যে-ঐতিহ্যে যাঁরা অবদান রেখেছিলেন, তাঁদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। তাঁর গল্প, কবিতা, উপন্যাসের পোশাক, সাজসজ্জা বাঙালির মনে দাগ কেটে তা সংস্কৃতির অবিচ্ছেদ অংশ হয়ে আছে। তাই তো বাঙালির মননে, পোশাকে সবকিছুতেই রবীন্দ্রনাথ মিশে আছেন।

YUSUF SHAHRIAR MUNTAQIM

আসছে ২৫ বৈশাখ বিশ্বকবির জন্মবার্ষিকী। এই বিশেষ দিনকে কেন্দ্র করে দেশের অন্যতম দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ নিয়ে এসেছে রবীন্দ্রজয়ন্তীর পোশাক সম্ভার। এই আয়োজনে থাকছে ছেলে ও মেয়ে উভয়ের জন্যই পোশাক।

বিজ্ঞাপন

রয়েছে উপহারসামগ্রীও। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও ছবিসংবলিত মগ, টি-শার্ট ছাড়াও রয়েছে শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি, পায়জামা ধুতি এবং উত্তরীয়।

ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাওয়া যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আয়োজনের পোশাক। এই আয়োজনকে ঘিরে যেকোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে।

করপোরেট প্রোগ্রাম বা যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও কেনা যাবে পোশাক।  
ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ব্র্যান্ডটির ই-কমার্স সাইট www.rang-bd.com । চাইলে তাদের ফেসবুক পেজেও অর্ডার করা যাবে। এ ছাড়া রঙ বাংলাদেশের আউটলেটে ঢুঁ মারলেও সরাসরি দেখে কেনা যাবে পোশাক।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ মে ২০২৪, ১১: ০০
বিজ্ঞাপন