ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩: ১১টি ট্রেন্ড এসেছে এবারের রানওয়ে থেকে
শেয়ার করুন
ফলো করুন

প্রবীণ ও নবীন ডিজাইনাররা তাঁদের মেধা বিচ্ছুরিত সৃজন দিয়ে গড়া অসাধারণ সব সংগ্রহ নিয়ে হাজির হয়েছেন এই আয়োজনে। সেখানে ছিল আসছে শীত এবং উৎসবের পোশাকের নতুন ট্রেন্ডের বর্ণিল উপস্থাপনা। এ বছরের শীতের উৎসবের মৌসুমে ও আগামী বছরে কী কী ট্রেন্ড রাজত্ব করবে, তার একটা আভাস পাওয়া যায় এই ল্যাকমে ফ্যাশন উইকের রানওয়ে থেকে। শুধু ভারত নয়, এর আশপাশের দেশগুলোর ফ্যাশন মহলেও এই ফ্যাশন উইকের রানওয়ে থেকে আসা ট্রেন্ডের প্রভাব দেখা যায়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের আসর থেকে জনপ্রিয় হতে পারে এমন ১১টি ট্রেন্ড।

১। ড্রেসি ব্লেজার

২। ম্যাক্সি স্কার্ট

বিজ্ঞাপন

৩। গ্লিটার অ্যান্ড গ্লিটস

৪। ড্রামাটিক স্লিট

৫। ফেদার অ্যান্ড ফ্রিলস

৬। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট

৭। রেড

বিজ্ঞাপন

৮। ব্লু

৯। পপস অব প্রিন্টস

১০। ফ্লোরাল

১১। ইয়েলো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১২: ৩৩
বিজ্ঞাপন