শারদীয় উৎসবে লুবনানের পাঞ্জাবি
শেয়ার করুন
ফলো করুন

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড লুবনান পূজা কালেকশনে সব সময়ই ঋতু বৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দেয়। এবারও এথনিক বিভাগকে প্রাধান্য দিয়ে পাঞ্জাবির স্টাইলে আনা হয়েছে নতুনত্ব।

এবারের লুবনানের  পোশাক ডিজাইনে উৎসবের আমেজে নানা রঙের ছোঁয়া রয়েছে।

বিজ্ঞাপন

শারদীয় উৎসবে ছেলেদের পোশাক হিসেবে পাঞ্জাবি প্রধান আকর্ষণ। এ বিষয়ে লুবনান এর ভাইস চেয়ারম্যান নাইমুল হক খান বলেনে,‘পারিবারিক আয়োজন বা উৎসবে পাঞ্জাবি খুব মানানসই পোশাক। গলায় ও হাতে কিংবা পুরো পাঞ্জাবিতে ম্যাচিং সুতা আর সিক্যুয়েন্সের কাজ করা উৎসবের পাঞ্জাবি রয়েছে লুবনানে। দিনের বেলায় গরমের জন্য হালকা ডিজাইন করা পাঞ্জাবি বেছে নিতে পারেন।

সঙ্গে পায়জামা অথবা জিনস বেছে নিতে পারেন। অষ্টমী থেকে নবমীর দিনগুলোয় বিকেল বেলার দাওয়াতে পাঞ্জাবির সঙ্গে একটি কটি দারুণ মানাবে। লুকে আসবে আভিজাত্য। চাইলে সাদা রঙের পাঞ্জাবি পরা যায়। সাদা পাঞ্জাবি মনে আনবে শুভ্রতা। আমরা চাই লুবনানের সঙ্গে আপনার এই শারদীয় উৎসব হোক অনন্য। আর মননে ধারণ করি বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পাঞ্জাবি।

ছবি: লুবনান

বিজ্ঞাপন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১৫: ০২
বিজ্ঞাপন