নিজেই নিজের পোশাক তৈরি করে আবারও কান মাতালেন ন্যান্সী
শেয়ার করুন
ফলো করুন

ভারতের উত্তর প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া ন্যান্সির জন্য এই ফ্যাশনযাত্রা খুব সহজ ছিল না। বাবার মতের বিরুদ্ধে মা তাঁকে দিল্লিতে নিয়ে আসেন স্বপ্নপূরণের লক্ষ্যে। কারখানায় কাজ করে রাতে যখন মা ফিরতেন, তাঁর কয়লামাখা মলিন চেহারাটা দেখে ন্যান্সির হৃদয় ভেঙে যেত। কিন্তু তিনি নিজের মনোবল ভাঙতে দেননি। দিল্লির সরোজিনী নগর মার্কেট থেকে সাধারণ ফেব্রিক, লেস আর অন্য অনুষঙ্গ কিনে তা দিয়ে তারকাদের আলোচিত রেড কার্পেট আউটফিট বানাতে শুরু করেন ন্যান্সি আর ইনস্টাগ্রামে এই পুরো প্রক্রিয়া আর ফাইনাল লুক পোস্ট করতে থাকেন। একসময় সিরিজটি খুব সাড়া জাগাতে শুরু করে।

গত বছর ন্যান্সি প্রথমবারের মতো নিজের বানানো গোলাপি গাউন পরে রেড কার্পেটে হাঁটেন।
গত বছর ন্যান্সি প্রথমবারের মতো নিজের বানানো গোলাপি গাউন পরে রেড কার্পেটে হাঁটেন।

গত বছর ন্যান্সি প্রথমবারের মতো নিজের বানানো গোলাপি গাউন পরে রেড কার্পেটে হাঁটেন। এবারও ন্যান্সিকে দেখা গেছে একটি নয়, দুটি ভিন্ন লুকে। কান রেড কার্পেট সব ফ্যাশনিস্তার জন্যই এক স্বপ্নপূরণের জায়গা। এখানে নিজেকে দেখতে চান ফ্যাশন নিয়ে কাজ করা সবাই, তা নিজের ডিজাইনের মাধ্যমে হোক, আর নিজের উপস্থিতি।

বিজ্ঞাপন

প্রথম লুক

উত্তর-পূর্ব দিল্লির ব্যস্ত বাজার সিলামপুর থেকে আনা কাপড় দিয়ে তৈরি হয়েছে এই অসাধারণ গাউনটি। অরনেট মিন্ট রঙের এই চোখধাঁধানো গাউনটির প্রতিটি অংশই আলাদাভাবে আকর্ষণীয়। বোঝাই যায়, বেশ ভালোবেসে নিজের হাতে তৈরি করেছে ন্যান্সি।

গাউনে আছে প্লাঞ্জিং সুইটহার্ট নেকলাইন,  ঝলমলে সিকুইনের কর্সেট বডিস আর স্টাকচার্ড মিডরিফ। নিচের দিকে নেমে গেছে মারমেইড স্টাইলের, শিয়ার ফেব্রিকের টিউল স্কার্টটি। সেই স্কার্টে বসানো থ্রিডি গোলাপ ফুল। আরও আবেদন যোগ করেছে গোলাপের পাপড়ির মতো করে বসানো ওভার-দ্য-টপ শোল্ডার পিসটি। আর এই পুরো আউটফিটটি বানাতে ন্যান্সির সময় লেগেছে প্রায় ৭০০ ঘণ্টা।

ন্যান্সি সাজের বিষয়েও ছিলেন সমান সচেতন। গাউনের সঙ্গে মিল রেখেই স্লিক টুইস্টেড বান করেছেন চুলে। মাঝসিঁথির পাশ দিয়েই সেজে উঠেছে কপালে পরা ‘কিস কার্ল’। সেই সঙ্গে স্মোকি আই, উইংড আইলাইনার আর বাদামি লিপস্টিকে সেজেছেন তিনি। পান্না-কাট স্টেটমেন্ট কানের দুল আর মেটালিক নখের সাজও কম আকর্ষণীয় নয়। সব মিলিয়ে রেড কার্পেটের ভিনদেশি রাজকন্যার মতোই লেগেছে ২৪ বছরের ন্যান্সিকে। এক সাক্ষাৎকারে তিনি জানান, ফুল তাঁর খুব পছন্দের, তাই গাউনটি ফুলের অনুপ্রেরণায় তৈরি করেছেন। আরও বলেন, ‘এটি আমার পোশাক। আমি এত বড় লালগালিচায় নিজের তৈরি পোশাক পরে হাঁটতে পেরে খুব গর্বিত বোধ করছি।’

বিজ্ঞাপন

দ্বিতীয় লুক

দ্বিতীয় লুকেও ন্যান্সি নিজের জন্য গাউন তৈরি করেছেন। তবে এবার মায়ের পছন্দের রঙে। এ কথা তিনি সাক্ষাৎকার থেকে শুরু করে নিজের ইনস্টাগ্রামেও বলেছেন। মিনি ড্রেসের সঙ্গে ফ্লোরছোঁয়া বেজ রঙের কেপ গাউনে নজর কেড়েছেন তিনি। ন্যান্সি জানান যে পোশাকটি তৈরি করতে তার পুরো এক মাস সময় লেগেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত এটির ওপর কাজ করে গেছেন তিনি। কারণ, গাউনটি খুব ভারী ছিল। মিনি ড্রেসটি সেজে উঠেছে সিলভার সাজে। ক্রিস্টাল, মুক্তা আর ঝালর বসানো কারুকাজ আছে জমিনে। ড্রেসের সঙ্গে সংযুক্ত পাফি স্লিভ আর মেঝে-দৈর্ঘ্যের কেপটি দেখতে অনেকটা ট্রেইলের মতোই।

গাউনের সঙ্গে মিলিয়ে একজোড়া সিলভার হাই হিল বেছে নিয়েছেন ন্যান্সি। তাঁর এক কানে শোভা পাচ্ছে গোল্ডেন ইয়ার কাফ আর হাতে স্টেটমেন্ট আংটি। হেয়ারস্টাইলে মেসি হেয়ার বান পছন্দ তাঁর। আর মিনিমাল মেকআপে প্রকাশ পেয়েছে গ্লসি পিংক লিপকালার, আইশ্যাডো–মাসকারা, ব্লাশ অন আর হাইলাইটার। তার লুক পূর্ণ হয়েছে ম্যাচিং ব্যাগে।

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৩: ৫৪
বিজ্ঞাপন