নবমীর নিশি পার হলেই আগামীকাল দশমী। তারপর সিঁদুর খেলা আর বিসর্জনের মধ্য দিয়ে বাপের বাড়ি ফিরে যাবে উমা। উৎসবের শেষ দিনে একটু মন খারাপ লাগলেও আবার অপেক্ষা ‘আসছে বছর’–এর। আপাতত আগামীকালের আনন্দ আয়োজনে কোন পোশাক সঙ্গী হবে, সেটা ঠিক করে ফেলা যাক। ষষ্ঠী থেকে দশমী—এই কদিনের এক দিন অন্তত বাঙালি মেয়েরা শাড়ি পরবেই। আর তা হলো বিজয়া দশমীর দিন। এত বছরের ঐতিহ্য বলে কথা। তাই শাড়ি বাদ দিয়ে অন্য কিছু ভাবা প্রায় অসম্ভব অন্তত দশমীর দিনে। ভারতীয় ডিজাইনার অনুশ্রী মালহোত্রা দশমীকে কেন্দ্র করে তিনটি শাড়ি নকশা করেছেন। আর সেই শাড়িগুলোয় অনিন্দ্যসুন্দর রূপে সেজে উঠেছেন কলকাতার বিখ্যাত অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। ডিজাইনার জানিয়েছেন, এ বছর দশমীর শাড়ি বাছাইয়ে সাবেকিয়ানা যেমন রাখা হয়েছে, তেমনই ফুটে উঠেছে আধুনিকতাও।
দশমীতে লাল-সাদার আবেদন বহুল প্রচলিত ও পুরোনো। তবে ডিজাইনার দেবযানীকে এবার উপস্থাপন করেছেন অন্য রঙে। লাল রঙের কনসেপ্টকে পাড়ে রেখে সাদার বদলে জমিনে জায়গা দখল করেছে পাউডার ব্লু রং। পুরোনো দিনে কলকাতার পূজাবাড়িতে মেয়েরা যে রকম আটপৌরে ঢঙে শাড়ি পরতেন, সেভাবেই শাড়ি পরেছেন এই অভিনেত্রী।
একরঙা বা মনোক্রোম টোনের লিনেন শাড়িটির জমিনে কোনো অলংকরণ না থাকলেও আলাদাভাবে নজর কেড়েছে লাল তাঁতের বর্ডার। বর্ডারে ফুটে উঠেছে দুই ধরনের নকশা। ঐতিহ্যবাহী কলকা মোটিফ শোভা বাড়িয়েছে পাড়ে, সঙ্গে রয়েছে স্ট্রাইপ প্যাটার্নও। শাড়ির সৌন্দর্য বাড়াতে আঁচলে অন্য রং ছাড়াও ব্যবহৃত হয়েছে ছোট ছোট ট্যাসেল। শাড়িটি বাটিকের ব্লাউজের সঙ্গে টিউনিং করা হয়েছে, যা কন্ট্রাস্টে এনেছে ভিন্ন আবেদন। এমন শাড়ি-ব্লাউজে যেকোনো নারী হয়ে উঠতে পারেন মোহময়ী। শুধু আউটফিট নয়, দশমীর সাজে নিজেকে রাঙিয়ে তুলতে ভিন্নমাত্রা যোগ করবে সাজ আর অনুষঙ্গও। খোঁপায় কাঁচা ফুলের মালা শাড়ির সঙ্গে সাজের আকর্ষণকে বাড়িয়ে তোলে। তাই অভিনেত্রী তাঁর সুন্দর খোঁপার শোভা বাড়াতে পরেছেন জুঁই ফুলের গাজরা।
জমকালো সাজে প্রাধান্য পেয়েছে তাঁর কাজল কালো চোখের মেকআপ, গ্লসি মেরুন লিপস্টিক আর কপালের লাল টিপ। গয়না হিসেবে গুরুত্ব পেয়েছে আগেকার দিনের পাথর এফেক্টের সোনালি চোকার ও দুল। নাকে চন্দ্রাকার সোনালি নথ আর হাতে বালা। সব মিলিয়ে সাবেকিয়ানাকে কেন্দ্র করেই অভিনেত্রীর প্রথম লুক পূর্ণতা পেয়েছে।
পছন্দ অনুযায়ী শাড়ির ড্রেপিং আলাদা হয়। তবে যেভাবে পরা হয়, সেভাবেই অনিন্দ্যসুন্দর এই পোশাক। অভিনেত্রীর পরা ক্রিমরঙা অর্গানিক সেলফ এম্বোস করা এই সুতি শাড়িটি যে কারোরই মন ছুঁয়ে যাবে। মনোক্রোম বা একরঙা এই শাড়ির আসল আকর্ষণ হলো জমিনে বসানো লাল, নীল, গোলাপি ছোট ছোট ফুল ও সবুজ পাতা। ট্রেন্ডের তুঙ্গে থাকা ফ্লোরাল মোটিফটি করা হয়েছে নিখুঁত পার্সি এমব্রয়ডারির মাধ্যমে । পাড় আর জমিনজুড়ে থাকা ঘন ফুলপাতার সঙ্গে জায়গা করে নিয়েছে সুতির সাদা বর্ডার। সঙ্গী হয়েছে প্যাস্টেল ব্লু কনুই হাতা ব্লাউজ।
ব্লাউজের ব্যাক সাইডেও রয়েছে ফ্লোরাল মোটিফের পার্সি এমব্রয়ডারি। ডিজাইনার এ শাড়ি কুঁচি করে, আঁচল ছেড়ে পরিয়েছেন অভিনেত্রীকে। আর সাজে রেখেছেন বেশ স্নিগ্ধ একটা আমেজ। কার্ল করা ছোট চুলের সঙ্গে গোলাপি আভায় সেজেছেন তিনি। মেকআপে নজর কেড়েছে ন্যুড পিংক লিপস্টিক, হালকা গোলাপি ব্লাশঅন, আইশ্যাডো আর চোখে টানা আইলাইনার। এ সবকিছুর সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন অ্যান্টিক কাশ্মীরি নেকপিস। ডিজাইনার জানিয়েছেন, যেহেতু গলায় ভারী গয়না পরানো হয়েছে, তাই কানে কিছু না পরলেই মানানসই লুক আসবে।
অভিনেত্রীর হাতে শোভা পাচ্ছে নানা রঙের বিডসের ব্রেসলেট আর অ্যান্টিক আংটি। সবকিছু মিলিয়ে বেশ মডার্ন একটা আমেজ তৈরি হয়েছে অভিনেত্রীর লুকে। ফ্যাশনিস্তারা চাইলে এমন সাজপোশাকে দশমী কাটাতেই পারেন।
নানা কায়দায় শাড়ি পরার ঢং এখন ট্রেন্ডে ইন। মূলত নিরীক্ষাধর্মী ড্রেপিং পছন্দ করেন ফ্যাশনিস্তা নারীরা। এই লুকে অভিনেত্রী পরেছেন খুব সুন্দর একটা ধূসর হ্যান্ডলুম শাড়ি। পশ্চিমা আমেজ আনতে শাড়ির ড্রেপিংটা করা হয়েছে একটু ভিন্ন স্টাইলে। কুঁচি দিয়ে শাড়ি পরে, আঁচল ছেড়ে না রেখে তাতে দেওয়া হয়েছে গিঁট। আর এটাই শাড়ির পুরো লুককে নিয়ে গেছে আলাদা মাত্রায়। আপনার পছন্দের তাঁতের শাড়িটাও কিন্তু বিজয়া দশমীতে এভাবে পরতে পারেন। এতে স্টাইলে ভিন্নতা আসবে নিশ্চিত। অভিনেত্রীর এই শাড়ির সিংহভাগজুড়েই শোভা পাচ্ছে কাঁথাস্টিচের নকশা। ডিজাইনার তাই এর নাম দিয়েছেন কাঁথা শাড়ি। এর লাল–কালো পাড় ছাড়াও পুরো জমিনে রয়েছে হাতে সেলাই করা মাছের মোটিফ। আর সাদা-লাল আঁচলে ফুটে উঠেছে বুনন নকশার কাজ।
এর সঙ্গে জুটি বেঁধেছে সবুজ রঙের আকর্ষণীয় হাতে বোনা সুতির ব্লাউজ, যা আলাদা করে নজর কেড়েছে। গভীর নেকলাইনের এই ব্লাউজের হাতায় আর নেকের বর্ডারে রয়েছে ফ্লোরাল মোটিফের পার্সি এমব্রয়ডারি ও মিরর ওয়ার্ক। এই শাড়ি ব্লাউজের সঙ্গে অভিনেত্রী সেজেছেন কিছুটা জমকালো আমেজে। বিজয়া দশমী বলে কথা। তাই গলা খালি রেখে তিনি কানে পরেছেন বড় আকারের সিলভারের ঝুমকা। হাতে শোভা পাচ্ছে বিডসের ব্রেসলেট আর আঙুলে সিলভার আংটি। অভিনেত্রীর মেকআপে প্রাধান্য পেয়েছে লাল লিপস্টিক, আইশ্যাডো আর কাজল। তিনি হেয়ারস্টাইলের রেখেছেন আলাদা চমক। সেমি কার্ল চুলে করেছেন মেসি বান। আর তাতে এক পাশে গুঁজে রেখেছেন সাদা ফুল। এভাবে নিজেকে অনায়াসে সাজানো যায় দশমীর দিনে।
ছবি: সুপ্রতিম চ্যাটার্জী
মেকআপ: সমিতাভ দেব
হেয়ারস্টাইল: বিথী রয়