মোজা নিয়ে রশি টানাটানি চলছে মিলেনিয়াল ও জেন–জির মধ্যে
শেয়ার করুন
ফলো করুন

মিলেনিয়াল ও জেন–জি বলতে কাদের বোঝানো হয়েছে, এবার সেটা বলে নিই। মিলেনিয়াল হচ্ছে তারা, যাদের জন্ম ১৯৮১ থেকে ১৯৯৭ সালের মধ্যে। আর ১৯৯৮ থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মেছে, তারা হলো জেনারেশন জেড বা জেন–জি। সত্যি বলতে, মিলেনিয়াল ও জেন–জির ভেতর জেনারেশন গ্যাপটা খুব কম। দুটি জেনারেশনেই প্রযুক্তিগত উন্নয়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব অনেক বেশি। কিছু বিষয়ে একটু–আধটু অমিল থাকবে এটাই স্বাভাবিক; কিন্তু ফ্যাশন ও স্টাইলিং নিয়ে যে এভাবে যুদ্ধ লেগে যাবে, সেটা কেউ কখনো ভাবতেও পারেনি।

যা নিয়ে জেন–জিরা মাতামাতি করছে, এগুলো ফ্যাশনে ঢুকেছে মিলেনিয়ালদের হাত ধরে
যা নিয়ে জেন–জিরা মাতামাতি করছে, এগুলো ফ্যাশনে ঢুকেছে মিলেনিয়ালদের হাত ধরে
ছবি: অনিক মজুমদার

এর শুরু হয়েছিল ২০২২ সালে, যখন জেন–জি টিকটকার জুলিয়া এল ও এমিলি কোলম্যানের দুটি ফানি ভিডিও ভাইরাল হয়, যেখানে সরাসরি আক্রমণ করা হয় মিলেনিয়ালদের ‘সিগনেচার ফ্যাশন স্ট্যাপল’ স্কিনি জিনসকে। এভাবে জেন–জিদের হাত ধরে শুরু হয় স্কিনি জিনস বাতিলের ক্যাম্পেইন। শুধু তা–ই নয়, মিলেনিয়ালদের চুলের এক পাশে সিঁথি করা নিয়েও তাঁদের অভিযোগের কোনো শেষ নেই।

জেন–জিদের হাত ধরে শুরু হয় স্কিনি জিনস বাতিলের ক্যাম্পেইন
জেন–জিদের হাত ধরে শুরু হয় স্কিনি জিনস বাতিলের ক্যাম্পেইন
ছবি: অনিক মজুমদার

এবার এই লিস্টে নতুন করে যোগ হয়েছে আরেকটি বহুল ব্যবহৃত ফ্যাশন আইটেম। মোজা। নতুন করে দুই প্রজন্মের ফ্যাশনিস্তারা বিভক্ত হয়েছে মোজার দৈর্ঘ্য নিয়ে। মিলেনিয়ালদের পছন্দ অ্যাংকেল সকস বা গোড়ালি সমান মোজা। কিন্তু জেন–জিদের প্রিয় লম্বা মোজা, যা ক্রু সকস নামে পরিচিত। দৈর্ঘ্যে লম্বা এই মোজাগুলো নানা ডিজাইনের হয়ে থাকে। চাইলে পোশাকের সঙ্গে মিক্স বা ম্যাচ করে পরা যায়।

বিজ্ঞাপন

অনেক জেন–জিদের কাছে মোজা এখন আর কোনো অনুষঙ্গ নয়। একটি আলাদা পোশাক হয়ে দাঁড়িয়েছে। মোজার সঙ্গে মিল রেখে পোশাক বা অন্য অনুষঙ্গ কেনার ঘটনাও দেখা যাচ্ছে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে একটি প্রতিবেদনে বলছে, বাজারে ক্রু সকস কেনার একটা নতুন ঝড় উঠেছে। দিন দিন সেটা খালি বেড়েই চলেছে।

সত্যি বলতে, মিলেনিয়াল ও জেন–জির ভেতর জেনারেশন গ্যাপটা খুব কম
সত্যি বলতে, মিলেনিয়াল ও জেন–জির ভেতর জেনারেশন গ্যাপটা খুব কম
ছবি: অনিক মজুমদার

এর মধ্যে এখনো অনেক মিলেনিয়াল বেছে নিচ্ছে অ্যাংকেল সক। বিশেষ করে যারা মিনিমাল ফ্যাশনের চর্চা করেন, তাঁরাই এই মোজাকে ছেড়ে যাননি। এই মিলেনিয়ালরা জেন–জি প্রজন্মের ফ্যাশনিস্তাদের চোখে আনফ্যাশনেবল, আনকূল বা সোজা ভাষায় ‘মান্ধাতার আমলের’ মানুষ। তবে মজার বিষয় হলো ক্রু সক ট্রেন্ড কিন্তু নব্বই দশক থেকে এসেছে। অর্থাৎ মিলেনিয়ালরা জেন–জিদের আগে এই ধারার চর্চা করে এসেছেন।

ছবি: পেকজেলসডটকম

ক্রু সক ছাড়াও বেবি টি, ক্রপ টপ, ব্যান্ডানা টপ, বাইকার শর্ট, ব্যাগেট ব্যাগ, প্লিটেড স্কার্ট, বাটারফ্লাই ক্লিপ, ব্যারেট ক্লিপ অর্থাৎ যা নিয়ে জেন–জিরা মাতামাতি করছে, এগুলো ফ্যাশনে ঢুকেছে মিলেনিয়ালদের হাত ধরে। সত্যি বলতে, স্কিনি জিনস বা মোজা নিয়ে জেন–জিরা মিলেনিয়ালদের বিরুদ্ধে যতই বাজে মন্তব্য করুক না কেন, বেশির ভাগ মিলেনিয়ালদের এ নিয়ে তেমন কোনো মাথাব্যথা নেই।

মজার বিষয় হলো ক্রু সক ট্রেন্ড কিন্তু নব্বই দশক থেকে এসেছে
মজার বিষয় হলো ক্রু সক ট্রেন্ড কিন্তু নব্বই দশক থেকে এসেছে
ছবি: পেকজেলসডটকম

নতুন কোনো ট্রেন্ড যখন আসে, তখন যেকোনো ফ্যাশনেবল মানুষ তাদের রুচি ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী সেটি অনুসরণ করে। এটি শুধু কোনো নির্দিষ্ট জেনারেশনের জন্য নয়, সবার জন্যই প্রযোজ্য। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ট্রেন্ড আসবে–যাবে, কিন্তু স্টাইল থেকে যাবে। বয়স ও অভিজ্ঞতার কারণে এখন বেশির ভাগ মিলেনিয়াল নিজেদের স্টাইল স্টেটমেন্ট মেনে চলার ব্যাপারে বেশি আগ্রহী।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১১: ০৬
বিজ্ঞাপন