ইন্ডিয়া কতুর উইক ২০২৫: রিতু কুমারের পোশাকে ভূমি পেডনেকার
শেয়ার করুন
ফলো করুন

‘থ্রেড অব টাইম: রিইমাজিনেইড’ সংগ্রহটি মূলত ভারতীয় ডিজাইনার রিতু কুমারের দীর্ঘ কর্মজীবনের প্রতি শ্রদ্ধাঞ্জলি। যেখানে ডিজাইনারের ছেলে অমরিশ কুমার যোগ করেছেন আধুনিক কাটছাঁট ও নতুন ভাবনার ছোঁয়া। ভূমির লেহেঙ্গা সেটটিও সেই মেলবন্ধনের প্রতীক। এতে যেমন ছিল ভারতীয় ঐতিহ্যবাহী সুই-তুরার কারুকাজ, তেমনি ছিল সমসাময়িক ট্রেন্ডের বহিঃপ্রকাশ।

ভূমি পেডনেকারের পোশাক

ভূমির পরনে ছিল এক মনোমুগ্ধকর বেইজ রঙের লেহেঙ্গা। যেখানে বাদামি রঙের সূচিকর্ম এবং গোটাপাত্তির সূক্ষ্ম কারুকাজ নজর কাড়ে। ছোট লেন্থের স্লিভলেস ব্লাউজের ওপর ওড়নাটি অনেকটা কেইপের আদলে যুক্ত করা হয়েছে। যেখানে ছিল লেস ও থ্রেড ওয়ার্কের সূক্ষ্ম কাজ।

লেহেঙ্গার ম্যাচিং স্কার্টটি ছিল এ-লাইন শেপের, কোমরে এমব্রয়ডারির বেল্ট। যেখানে রয়েছে সিকুইন এবং ব্রাউন ও গোল্ড থ্রেড ওয়ার্ক।

গয়নায় রাজকীয় ছোঁয়া

ভূমি এই পোশকের সঙ্গে পরেছিলেন এমারেল্ড ও হিরার তৈরি একটি চোকার এবং মিলিয়ে দুল। যা তাঁর পুরো আউটফিটে রাজকীয় এনে দেয়। তবে হেয়ারস্টাইল ছিল বেশ সাদামাটা।

বিজ্ঞাপন

মেকআপে গ্ল্যামার ও সৌন্দর্য

মেকআপে ছিল ডিউই ফিনিশ। চোখে হালকা গোলাপি শিমার আইশ্যাডো, উইংড আইলাইনার, মাসকারা, গাঢ় ভুরু, গালের ওপর গোলাপি টোনের ব্লাশ, উজ্জ্বল হাইলাইটার এবং ঠোঁটে ডার্ক বেরি রেড লিপস্টিক।

ভূমি পেডনেকার তাঁর অনন্য ক্যারিশমা, স্টাইল স্টেটমেন্ট এবং আত্মবিশ্বাস দিয়ে র‍্যাম্পে যেন হয়ে উঠলেন এক জীবন্ত শিল্পকর্ম। রিতু কুমারের ডিজাইনের সৌন্দর্য ও শিল্পগুণের সঙ্গে ভূমির মডার্ন গ্ল্যামার এক অপূর্ব যুগলবন্দী তৈরি করেছে। যা ইন্ডিয়া কতুর উইকের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ছবি: ফ্যাশন ডিজাইনার কাউন্সিল অব ইন্ডিয়া–এর অফিসিয়াল ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৩: ০০
বিজ্ঞাপন