গরমে আরামের ক্যাজুয়াল শার্ট
শেয়ার করুন
ফলো করুন

ইদানীং এক–আধটু বৃষ্টি হলেও সময়টা আসলে গরমের দখলে। তাই পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী চাই আরামদায়ক পোশাক। কিন্তু যাঁরা ফ্যাশনসচেতন, তাঁদের জন্য পোশাক শুধু আরামদায়ক হলেই চলে না, চিন্তায় থাকে ট্রেন্ডের বিষয়টিও।

তাই স্বস্তি আর ফ্যাশনের কথা মাথায় রেখে দেশীয় ফ্যাশন হাউস কে ক্র্যাফট নিয়ে এসেছে কমফোর্টেবল ক্যাজুয়াল শার্টের বৈচিত্র্যময় আয়োজন, যা তরুণদের তো বটেই, যেকোনো বয়সী পুরুষকে দিনভর স্বাচ্ছন্দ্যে রাখার পাশাপাশি ক্যাজুয়ালি ক্লাসি লুক দেবে।  

বিজ্ঞাপন

 অতি গরমে আজকাল অনেক অফিসে ড্রেস কোডের বাধ্যবাধকতা থাকে না। সে ক্ষেত্রে অনায়াসেই বেছে নেওয়া যেতে পারে ক্যাজুয়াল শার্ট। গরমের বিষয়টি মাথায় রেখে বেছে নেওয়া হয়েছে প্রিমিয়াম কটন, জ্যাকার্ড কটন, টু-টোন, ভয়েলের মতো আরামদায়ক সব ফেব্রিক। শার্টগুলো বেশ দৃষ্টিনন্দন।

অফিস ছাড়াও ক্যাজুয়াল আর সেমিফরমাল লুকে পার্টি, ডে আউট বা বন্ধুদের সঙ্গে আড্ডায় দিন কিংবা রাত হোক, রিলাক্সড থাকা যাবে সব সময়।

বিজ্ঞাপন

রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি লাইট শেডের মধ্যে শার্টগুলোয় থাকবে ভিন্নতা। ডিজাইনিংয়ে মানানসই ফ্লোরাল, ট্রপিক্যাল, ট্রাইবাল, টেরাকোটা, মান্ডালা ছাড়াও আরও অন্যান্য প্রিন্টের ব্যবহার হয়েছে, যা সংগ্রহে রাখার মতো।

ডেনিম জিনস, ফরমাল প্যান্ট অথবা চিনোসের সঙ্গে শার্টগুলো ভালো মানিয়ে যাবে।

আরামদায়ক, ফ্যাশনেবল এবং সাধ্যের মধ্যে থাকবে—এমন ক্যাজুয়াল শার্টের একটি বড় কালেকশন কে ক্র্যাফটের সব শোরুম ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে অর্ডার করা যাবে। শার্টগুলো মিলবে ১০০০ থেকে ১৪০০ টাকায়।

ছবি: কে ক্র্যাফট

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৮: ০০
বিজ্ঞাপন