সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনের ধারা ক্রমাগত বিকশিত হয়। এই বিবর্তন সুন্দর। ফ্যাশনের এই বিকাশের অন্যতম পথপ্রদর্শক তারকারা। ট্রেন্ডসেটার বললেও ভুল হবে না তাঁদের। সেই ধারাবাহিকতায় গা ভাসিয়ে বর্তমানে একটি ট্রেন্ডকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলিউড তারকারা। সেটি হলো, পার্লকোর বা ক্ল্যাসিক মুক্তার ফ্যাশন। মাইক্রোফ্যাশনের অন্তর্ভুক্ত এই পার্লকোর ট্রেন্ড আর কিছুই না; মুক্তাসজ্জিত সাজপোশাক। মুক্তার গয়না থেকে শুরু করে মুক্তাখচিত পোশাকই মূলত পার্লকোর। হলিউড থেকে শুরু করে বলিউড তারকাদের বদৌলতে এখন বেশ জোরেশোরেই জায়গা করে নিয়েছে এই ট্রেন্ড। মূলত পার্ল বা মুক্তাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারলেই এই ট্রেন্ডের অন্তর্ভুক্ত হতে পারবেন আপনিও। কালোত্তীর্ণ ফ্যাশনের অনন্য উপকরণ এই মুক্তা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে বলিউড ডিভারা তাঁদের পোশাক, বডি জুয়েলারি, জুয়েলারি এমনকি হেয়ারস্টাইলেও নিয়ে এসেছেন মুক্তার ব্যবহার।