পার্লকোর ফ্যাশনে মজেছেন বলিউড ডিভারা
শেয়ার করুন
ফলো করুন

সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনের ধারা ক্রমাগত বিকশিত হয়। এই বিবর্তন সুন্দর। ফ্যাশনের এই বিকাশের অন্যতম পথপ্রদর্শক তারকারা। ট্রেন্ডসেটার বললেও ভুল হবে না তাঁদের। সেই ধারাবাহিকতায় গা ভাসিয়ে বর্তমানে একটি ট্রেন্ডকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলিউড তারকারা। সেটি হলো, পার্লকোর বা ক্ল্যাসিক মুক্তার ফ্যাশন। মাইক্রোফ্যাশনের অন্তর্ভুক্ত এই পার্লকোর ট্রেন্ড আর কিছুই না; মুক্তাসজ্জিত সাজপোশাক। মুক্তার গয়না থেকে শুরু করে মুক্তাখচিত পোশাকই মূলত পার্লকোর। হলিউড থেকে শুরু করে বলিউড তারকাদের বদৌলতে এখন বেশ জোরেশোরেই জায়গা করে নিয়েছে এই ট্রেন্ড। মূলত পার্ল বা মুক্তাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারলেই এই ট্রেন্ডের অন্তর্ভুক্ত হতে পারবেন আপনিও। কালোত্তীর্ণ ফ্যাশনের অনন্য উপকরণ এই মুক্তা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে বলিউড ডিভারা তাঁদের পোশাক, বডি জুয়েলারি, জুয়েলারি এমনকি হেয়ারস্টাইলেও নিয়ে এসেছেন মুক্তার ব্যবহার।

১/১১
ফ্যাশনসচেতন জেনজি তারকা জাহ্নবী কাপুর সম্প্রতি ফ্রেমবন্দী হয়েছেন আইভরি রঙের শাড়িতে। স্ট্রাইপ প্যাটার্নে বসানো মুক্তাখচিত শাড়ির সঙ্গে অভিনেত্রীর ব্লাউজটি ছিল চোখে পড়ার মতো। ব্লাউজের জমিনজুড়ে রয়েছে ছোট ছোট মুক্তা। ব্লাউজটি এমনভাবে নকশা করা হয়েছে যে একনজর দেখলেই মনে হবে জাহ্নবী যেন মুক্তার লেয়ার নেকপিস পরেছেন। আসলে ব্লাউজটা এমনভাবেই নকশা করা হয়েছে।
ফ্যাশনসচেতন জেনজি তারকা জাহ্নবী কাপুর সম্প্রতি ফ্রেমবন্দী হয়েছেন আইভরি রঙের শাড়িতে। স্ট্রাইপ প্যাটার্নে বসানো মুক্তাখচিত শাড়ির সঙ্গে অভিনেত্রীর ব্লাউজটি ছিল চোখে পড়ার মতো। ব্লাউজের জমিনজুড়ে রয়েছে ছোট ছোট মুক্তা। ব্লাউজটি এমনভাবে নকশা করা হয়েছে যে একনজর দেখলেই মনে হবে জাহ্নবী যেন মুক্তার লেয়ার নেকপিস পরেছেন। আসলে ব্লাউজটা এমনভাবেই নকশা করা হয়েছে।
বিজ্ঞাপন
২/১১
আলিয়া ভাট তাঁর অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য পরিচিত। সম্প্রতি তিনি ফ্রেমে ধরা দিয়েছেন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির ভেলেভেটের কালো শাড়িতে। জুয়েলারি হিসেবে বেছে নিয়েছেন বেশ কয়েক লেয়ারের মুক্তার নেকপিস। কানেও পরেছেন মুক্তার স্টাড। তাতেই পূর্ণতা পেয়েছে আলিয়ার পার্লকোর ফ্যাশন।
আলিয়া ভাট তাঁর অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য পরিচিত। সম্প্রতি তিনি ফ্রেমে ধরা দিয়েছেন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির ভেলেভেটের কালো শাড়িতে। জুয়েলারি হিসেবে বেছে নিয়েছেন বেশ কয়েক লেয়ারের মুক্তার নেকপিস। কানেও পরেছেন মুক্তার স্টাড। তাতেই পূর্ণতা পেয়েছে আলিয়ার পার্লকোর ফ্যাশন।
বিজ্ঞাপন
৩/১১
পার্ল এমবেলিশমেন্ট করা স্লিভলেস ব্লাউজের সঙ্গে মালাইকা অরোরা পরেছেন পার্লের পাড়সহ একটি মনোক্রোম শাড়ি। সঙ্গে জুটি বেঁধেছে কোমরে পরা পার্লের বেল্ট। আর তাঁর পোশাকের আকর্ষণ বাড়িয়েছে মুক্তা বসানো কলারের কেপ।
পার্ল এমবেলিশমেন্ট করা স্লিভলেস ব্লাউজের সঙ্গে মালাইকা অরোরা পরেছেন পার্লের পাড়সহ একটি মনোক্রোম শাড়ি। সঙ্গে জুটি বেঁধেছে কোমরে পরা পার্লের বেল্ট। আর তাঁর পোশাকের আকর্ষণ বাড়িয়েছে মুক্তা বসানো কলারের কেপ।
৪/১১
বলিউড ফ্যাশন কুইন সোনম কাপুরও পরেছেন আইভরি শাড়ি। তাঁর শাড়ির পাড়ে রয়েছে মুক্তার কাজ। অন্যদিকে গয়না হিসেবেও তিনি বেছে নিয়েছেন ঢেউখেলানো মুক্তার নেকপিস আর কানের দুল।
বলিউড ফ্যাশন কুইন সোনম কাপুরও পরেছেন আইভরি শাড়ি। তাঁর শাড়ির পাড়ে রয়েছে মুক্তার কাজ। অন্যদিকে গয়না হিসেবেও তিনি বেছে নিয়েছেন ঢেউখেলানো মুক্তার নেকপিস আর কানের দুল।
৫/১১
পার্লকোর ট্রেন্ডে বিশেষ নজর কেড়েছেন কৃতি শ্যাননও। মুক্তায় সজ্জিত ভিনটেজ সাদা স্যাটিন শাড়ির সঙ্গে তাঁর হাইনেক ব্লাউজের পুরোটাই ডিজাইন করা হয়েছে মুক্তা দিয়ে। ব্লাউজের হাতায়ও রয়েছে মুক্তার লহর।
পার্লকোর ট্রেন্ডে বিশেষ নজর কেড়েছেন কৃতি শ্যাননও। মুক্তায় সজ্জিত ভিনটেজ সাদা স্যাটিন শাড়ির সঙ্গে তাঁর হাইনেক ব্লাউজের পুরোটাই ডিজাইন করা হয়েছে মুক্তা দিয়ে। ব্লাউজের হাতায়ও রয়েছে মুক্তার লহর।
৬/১১
বলি ডিভা দীপিকা পাড়ুকোনের এই পোশাক নকশা করেছেন ভারতীয় ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলা। অফ হোয়াইট রাফল শাড়ি আর ব্রা–লেস মিনি টপ ব্লাউজের সঙ্গে কেপ স্টাইলের মুক্তার বডি জুয়েলারিতে তাঁকে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ গ্রিক দেবী। মূলত মুক্তা ও ক্রিস্টালের মিশ্রণে ব্লাউজটি তৈরি করা হয়েছে।
বলি ডিভা দীপিকা পাড়ুকোনের এই পোশাক নকশা করেছেন ভারতীয় ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলা। অফ হোয়াইট রাফল শাড়ি আর ব্রা–লেস মিনি টপ ব্লাউজের সঙ্গে কেপ স্টাইলের মুক্তার বডি জুয়েলারিতে তাঁকে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ গ্রিক দেবী। মূলত মুক্তা ও ক্রিস্টালের মিশ্রণে ব্লাউজটি তৈরি করা হয়েছে।
৭/১১
শর্বরী ওয়াঘ পরেছেন ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলার একটি মুক্তাসজ্জিত পোশাক। ওয়ান শোল্ডার ও স্ট্রাকচার্ড এই ব্লাউজের মুক্তাবসানো নিখুঁত কাজ সত্যিই চোখে পড়ার মতো। এর সঙ্গে তিনি পরেছেন শ্বেতশুভ্র রাফলসজ্জিত শাড়ি। শাড়ির জমিনেও রয়েছে মুক্তা।
শর্বরী ওয়াঘ পরেছেন ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলার একটি মুক্তাসজ্জিত পোশাক। ওয়ান শোল্ডার ও স্ট্রাকচার্ড এই ব্লাউজের মুক্তাবসানো নিখুঁত কাজ সত্যিই চোখে পড়ার মতো। এর সঙ্গে তিনি পরেছেন শ্বেতশুভ্র রাফলসজ্জিত শাড়ি। শাড়ির জমিনেও রয়েছে মুক্তা।
৮/১১
কিয়ারা আদভানি একটি আইভরি-গোল্ডেন মারমেইড লেহেঙ্গার সঙ্গে পরেছেন মুক্তায় অলংকৃত চোখধাঁধানো ব্লাউজ।
কিয়ারা আদভানি একটি আইভরি-গোল্ডেন মারমেইড লেহেঙ্গার সঙ্গে পরেছেন মুক্তায় অলংকৃত চোখধাঁধানো ব্লাউজ।
৯/১১
 ডিজাইনার আবু জানি–সন্দীপ খোসলার পার্লখচিত আকর্ষণীয় পোশাকে নোরা ফাতেহি হয়ে উঠেছেন আরও মোহময়ী। তাঁর পরা স্ট্র্যাপলেস বাস্টিয়ার ঘরানার টপে পুরোটাই নকশা করা হয়েছে ছোট-বড় মুক্তা দিয়ে। সেখানে ঝুলছে মুক্তার ট্যাসেল। সঙ্গে পরেছেন মুক্তার শোল্ডার প্যাড। আর মুক্তার এমব্রয়ডারি করা বেল্টসংযুক্ত ধুতি-স্কার্ট পরেছেন তিনি বটম হিসেবে।
ডিজাইনার আবু জানি–সন্দীপ খোসলার পার্লখচিত আকর্ষণীয় পোশাকে নোরা ফাতেহি হয়ে উঠেছেন আরও মোহময়ী। তাঁর পরা স্ট্র্যাপলেস বাস্টিয়ার ঘরানার টপে পুরোটাই নকশা করা হয়েছে ছোট-বড় মুক্তা দিয়ে। সেখানে ঝুলছে মুক্তার ট্যাসেল। সঙ্গে পরেছেন মুক্তার শোল্ডার প্যাড। আর মুক্তার এমব্রয়ডারি করা বেল্টসংযুক্ত ধুতি-স্কার্ট পরেছেন তিনি বটম হিসেবে।
১০/১১
জাহ্নবী কাপুরের পরা ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার এই আইভরি লেহেঙ্গার বিশেষ আকর্ষণ হলো ঝুলন্ত পার্লের প্লাগিং নেকের ব্লাউজ। এর ওপর তিনি জড়িয়ে নিয়েছেন মুক্তার কেপ জ্যাকেট।
জাহ্নবী কাপুরের পরা ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার এই আইভরি লেহেঙ্গার বিশেষ আকর্ষণ হলো ঝুলন্ত পার্লের প্লাগিং নেকের ব্লাউজ। এর ওপর তিনি জড়িয়ে নিয়েছেন মুক্তার কেপ জ্যাকেট।
১১/১১
মেট গালা ২০২৩-এর রেড কার্পেট লুকে আলিয়া ভাটের আত্মপ্রকাশ হয়েছিল মুক্তাখচিত সিন্ডারেলা গাউনে। শুধু গাউনেই নয়, তাঁর জুয়েলারি আর অনুষঙ্গেও ছিল মুক্তা।
মেট গালা ২০২৩-এর রেড কার্পেট লুকে আলিয়া ভাটের আত্মপ্রকাশ হয়েছিল মুক্তাখচিত সিন্ডারেলা গাউনে। শুধু গাউনেই নয়, তাঁর জুয়েলারি আর অনুষঙ্গেও ছিল মুক্তা।
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২: ১৮
বিজ্ঞাপন