এবারের একুশে সংগ্রহ সাজানো হয়েছে গ্রিক মিথলজির ফোর এলিমেন্টসের অন্যতম মাটি বা আর্থ, ভাষার অনুষঙ্গ অক্ষর, কলম ও দৈনিক পত্রিকার থিমে। কালেকশনটিতে ফেব্রিক হিসেবে বেছে নেওয়া হয়েছে হাফসিল্ক, বিভিন্ন ধরনের কটন ও ভয়েলের মতো আরামদায়ক কাপড়। যেখানে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, কাটিং-সুইং ও এমব্রয়ডারির মাধ্যমে পোশাকের জমিনে অলংকরণ করা হয়েছে।
প্রতিটি পোশাকের ডিজাইন নান্দনিকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে বলে রঙ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি পোশাক অলংকরণে একুশের চেতনার নানা অনুষঙ্গের সন্নিবেশ করা হয়েছে বলেও জানানো হয়। একুশের সংগ্রহে মূল রং হিসেবে সাদা, কালো আর ধূসরের সঙ্গে যোগ করা হয়েছে লাল।
রঙ বাংলাদেশের সাব–ব্র্যান্ড আমার বাংলাদেশ। সাব-ব্র্যান্ডটির মাধ্যমে দেশে ও দেশের বাইরে ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে ব্র্যান্ডটি। আমার বাংলাদেশের কালেকশনেও রয়েছে একুশের চেতনার নানা অনুষঙ্গ।
উৎসবের পরিপূর্ণতার জন্য রয়েছে যুগল আর পরিবারের সবার জন্য একই থিমের পোশাক। উপহারসামগ্রী হিসেবে রয়েছে একুশের ডিজাইনের মগ।
একুশের সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কামিজ, ওড়না, ব্লাউজ, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, উত্তরীয়। ছোটদের জন্য রয়েছে কামিজ, ফ্রক, স্কাট, টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।
পাওয়া যাবে রঙ বাংলাদেশের সব আউটলেটের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম www.rang-bd.com অথবা www.facebook.com/rangbangladesh –এ।
ছবি: রঙ বাংলাদেশ