ভারতের ফ্যাশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ইন্ডিয়া কতুর উইক। প্রতিবছর এই আয়োজনে দেশের শীর্ষ ডিজাইনাররা তাঁদের নতুন কতুর কালেকশন উপস্থাপন করেন। ইভেন্টের মূল আয়োজক ফ্যাশন ডিজাইনার কাউন্সিল অব ইন্ডিয়া। এবারের ১৮ তম আসরে প্রাধান্য দেওয়া হয়েছে টেকসই ফ্যাশন ও লোকশিল্পভিত্তিক সূচিকর্মের ওপর। ফাল্গুনী শেন পিকক, তরুণ তাহিলিয়ান, মনীশ মালহোত্রা, রীতু কুমার সহ মোট ১৪ জন ডিজাইনার তাদের কতুর কালেকশন তুলে ধরবেন এবারের আসরে।
ইন্ডিয়া কতুর উইক ২০২৫ এর প্রথম দিন জনপ্রিয় ডিজাইনার রাহুল মিশ্রা, তার নতুন কালেকশন বিকামিং লাভ নিয়ে হাজির হন র্যাম্পে। আর শোস্টপার হিসবে হাজির হন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি দুটি মনোমুগ্ধকর লুকে র্যাম্প মাতান। একটি গাউন, অপরটি ঐতিহ্যবাহী লেহেঙ্গা।
রাহুল মিশ্রা, তার কতুর ফল কালেকশন-এর নামকরন করেছেন ‘বিকামিং লাভ’। কালেকশনে তুলে ধরা হয়েছে প্রেমের সাতটি ধাপ-প্রেমে পড়া, আকর্ষণ, আসক্তি, ত্যাগ, যন্ত্রণা, শান্তি ও পরিণতি। এই থিমের সঙ্গে মিল রেখে পোশাকগুলোতে মিশেছে সুফিবাদের ছোঁয়া, প্রকৃতির রং আর নান্দনিক সূচিকর্ম।
তামান্না প্রথমে র্যাম্পে আসেন মারমেইড স্টাইলের বডিকন গাউনে। যা ছিল পুরোপুরি ট্রপিক্যাল ফ্লোরাল প্রিন্ট থেকে অনুপ্রাণিত। প্যাস্টেল টোনের গাউনটি চোখে আনে প্রশান্তি। গাউনটির ওয়ান শোল্ডার প্যাটার্ন লুকে এনে দেয় একটু সাহসী ছোঁয়া। ডিউই মেকআপ আর ভেজা-স্টাইল চুল, সব মিলিয়ে তিনি যেন হয়ে উঠেছিলেন এক রূপকথার জলপরি। পোশাকটি ডিজাইনার রাহুল মিশ্রা তুলনা করেছেন প্রেমের বাগানের সঙ্গে। যেখানে ফুল ফোটে আবেগে, পাতায় জড়িয়ে থাকে অনুভূতির গল্প।
এরপর তামান্না হাজির হন এক ঐতিহ্যবাহী ভারতীয় লেহেঙ্গায়। যা দেখে মনে হচ্ছিল তিনি যেন প্রকৃতির সঙ্গে হেঁটে আসছেন। লেহেঙ্গার স্কার্ট জুড়ে ছিল হ্রদ, পদ্মফুল, পাখি ও ফসলের মাঠ। সাদা ও স্বচ্ছ ওড়নায় সুই-সুতার ফোঁড়ে ফুটে উঠে প্রকৃতির নানা রূপ। কানে বড়সড় ঝুমকা। যা পুরো লুকটিকে দিয়েছে এক পরিপূর্ণ, দেশি সৌন্দর্য।
ইন্ডিয়া কতুর উইক ২০২৫-এর প্রথমদিনেই তামান্না ভাটিয়া ও রাহুল মিশ্রার এই যুগলবন্দী দর্শকদের মন জয় করে নেয়। ফ্যাশন সমালোচকেরা মন্তব্য করেন, ‘বিকামিং লাভ’ শুধুই ফ্যাশনের গল্প নয়, এটি ভালোবাসা, প্রকৃতি ও সংস্কৃতির এক অসাধারণ গল্প। আর তামান্না, তিনি যেন সেই গল্পের প্রধান চরিত্র।
ছবি: ফ্যাশন ডিজাইনার কাউন্সিল অব ইন্ডিয়া–এর অফিসিয়াল ইনস্টাগ্রাম