অঞ্জন’স–এর বৈচিত্র্যময় ঈদের পোশাক
শেয়ার করুন
ফলো করুন

দেশীয় ফ্যাশন হাউস অঞ্জন’স এবারের ঈদে আরামদায়ক ও দৃষ্টিনন্দন পোশাকের সংগ্রহ নিয়ে এসেছে। সব বয়সের জন্য এই সম্ভার সাজানো হয়েছে ট্রেন্ডি, স্টাইলিশ ও বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক দিয়ে। প্রতিবারের মতো এবারের ঈদ কালেকশনে পরিবারের জন্য রয়েছে একই রং ও নকশার গ্রুপ পোশাক।

মূলত ফেব্রিক, রং ও নকশা—এই তিন বিষয় গুরুত্ব পেয়ে থাকে পোশাক তৈরির ক্ষেত্রে। এবারের ঈদ বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে পড়েছে। তাই গরমে আরামের বিষয়টি মাথায় রেখে পোশাক ডিজাইন করেছে ফ্যাশন ব্র্যান্ডটি।

বিজ্ঞাপন

মেয়েদের পোশাক

কালেকশনে মেয়েদের জন্য আছে শাড়ি, সালোয়ার–কামিজ, ওড়না, ট্রেন্ডি টপস ও বিভিন্ন ধরনের আধুনিক জুয়েলারি। উৎসবে বাঙালি মেয়েদের অন্যতম পছন্দের পোশাক শাড়ি। অঞ্জন’স–এর এই কালেকশনে শাড়িপ্রেমীদের নতুনত্ব চোখে পড়বে নিশ্চিত। রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফসিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ও ভয়েল ফেব্রিকের শাড়িগুলোয় ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারি করা হয়েছে। ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ শাড়িও নকশা করা হয়েছে। যেখানে অলওভার এমব্রয়ডারি ও কারচুপি করা হয়েছে।

অনেকেই উৎসবে বেছে নেন সালোয়ার–কামিজ ও টপসের মতো ট্রেন্ডি পোশাক। সুতি, লিনেন কটন, জ্যাকার্ড কটন, রেয়ন কটন, সফট সিল্ক, ডুপিয়ানসহ বিভিন্ন ধরনের ফেব্রিকে মেয়েদের জন্য সালোয়ার–কামিজ, সিঙ্গেল কামিজ ও শর্ট, লং, মিডিয়াম লেন্থের টপস করা হয়েছে। কামিজ ও টপসগুলোয় সমসাময়িক ট্রেন্ড ও প্যাটার্ন বেশি গুরুত্ব পেয়েছে। স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি ও ডিজিটাল প্রিন্টের আনস্টিচ সালোয়ার–কামিজও পাওয়া যাবে এবারের ঈদের আয়োজনে।

বিজ্ঞাপন

ছেলেদের পোশাক

উৎসবে ছেলেদের কাছে পাঞ্জাবি বিশেষ প্রাধান্য পায়। অঞ্জন’স–এর এই কালেকশনে আছে সাদা, লাল, মেরুন, কালো, নীল, সবুজ, বাদামিসহ বিভিন্ন রঙের পাঞ্জাবি। ফেব্রিকে গুরুত্ব পেয়েছে সুতি, জ্যাকার্ড কটন, এন্ডি কটন, রেয়ন কটন ও ভয়েল।

পাঞ্জাবিগুলোয় এমব্রয়ডারি, কারচুপি, ডিজিটাল প্রিন্ট ও স্ক্রিন প্রিন্ট করা হয়েছে। কলিদার কাট, রেগুলার ফিট ও স্লিম ফিট পাঞ্জাবি দিয়ে সাজানো হয়েছে ছেলেদের ঈদ কালেকশন। পাঞ্জাবি ছাড়া কাতান, জ্যাকার্ড ও ভারী সুতি কাপড়ের কোটি এবং সুতি কাপড়ে ফুলস্লিভ ও হাফস্লিভ শার্ট ও ফতুয়া রয়েছে কালেকশনে।

জুয়েলারি

পোশাকের সঙ্গে জুয়েলারির একটা আলাদা সখ্য আছে। ব্র্যান্ডটি তাদের ঈদ কালেকশনে নানা ধরনের আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার জুয়েলারিও এনেছে। সিলভার ও বেজ মেটাল ব্যবহার করে পাথর, বিডসের সমন্বয়ে নেকলেস, চোকার, আংটি, কানের দুল, নাকফুল, চুড়িসহ বিভিন্ন ধরনের গয়না ডিজাইন করা হয়েছে। অঞ্জন’স–এর সব আউটলেট ও অনলাইন স্টোরে ঈদ কালেকশনগুলো পাওয়া যাচ্ছে।

ছবি: অঞ্জন’স

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৬: ০০
বিজ্ঞাপন