অঞ্জন’স-এর বৈচিত্র্যময় পূজার পোশাক
শেয়ার করুন
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন পূজা-সংগ্রহ লঞ্চ করেছে ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স। ষষ্ঠী থেকে দশমী—পাঁচ দিনের এই উৎসব আনন্দময় করতে নতুন পোশাকের রয়েছে বিশেষ ভূমিকা।

এ জন্য ব্র্যান্ডটি নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নকশা ও ট্রেন্ডি প্যাটার্নের বৈচিত্র্যময় পোশাক। উৎসবের উপযোগী সিল্ক, মসলিন ও আরামদায়ক সুতি শাড়ি ছাড়াও মেয়েদের জন্য ফতুয়া আর সালোয়ার–কামিজও আছে।

প্রতিটি পোশাকের প্যাটার্নে নতুনত্ব ও বৈচিত্র্য রাখা হয়েছে। পূজা কালেকশনে শাড়ি, সালোয়ার–কামিজ ও টপসের সঙ্গে ম্যাচিং পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া আছে ছেলেদের জন্য।

বিজ্ঞাপন

ছোটদের জন্যও থাকছে বাহারি জামা। মূলত ট্রেন্ড ও আরামকে গুরুত্ব দিয়ে এই পুরো কালেকশন সাজানো হয়েছে। পাশাপাশি থাকছে হাতে তৈরি বিভিন্ন ধরনের গয়না, উপহার ও গৃহসজ্জার সামগ্রী।

অঞ্জন’স-এর সব শাখা ও অনলাইন স্টোরে নতুন কালেকশন পাওয়া যাচ্ছে। আগামী ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত ব্র্যান্ডটির মেম্বারশিপ কার্ড দেখিয়ে ৭ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন সম্মানিত গ্রাহকেরা।

ছবি: অঞ্জন’স

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ০৭
বিজ্ঞাপন