সমসাময়িক ডিজাইনের স্কার্ট
শেয়ার করুন
ফলো করুন

ঘের দেওয়া রুমাল ছাঁট, ‘এ’ কাটিং, ম্যাক্সি, অসম কাটিং, কুঁচি, গোল—এমন সব ডিজাইনের স্কার্টই এ সময়ের ফ্যাশন। তবে মিডি স্কার্টের তুলনায় লম্বা ঝুলের স্কার্টেই বেশি আগ্রহ দেখা যাচ্ছে।

লম্বা স্কার্টে বৈচিত্র্য আনতে কাটিংয়ে নানা ধরন সবচেয়ে বেশি চোখে পড়ে। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘পটের বিবি’ ও ‘স্বপ্নযাত্রা’ তাদের স্কার্ট সংগ্রহেও রেখেছে এমনই সব স্কার্ট। তবে শুধু সুতি নয়, যেকোনো উৎসবের কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ফেব্রিকের ওপর ব্লক, ডিজিটাল ও স্ক্রিনপ্রিন্টকে নকশার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে। ডিজাইন ও কাটিংয়ে আধুনিক ফিউশনের দিকের দেওয়া হয়েছে গুরুত্ব।  

বিজ্ঞাপন

ফ্যাশন ব্র্যান্ড স্বপ্নযাত্রার স্কার্টে উৎসবমুখী মোটিফ হিসেবে পদ্মফুল ও শিউলি ব্যবহার হয়েছে। শরতে ফুলের ব্যবহার সব ধরনের পোশাকেই কমবেশি দেখা যায়। স্কার্টের ক্ষেত্রে বটম ও বর্ডার লাইন দুই জায়গাতেই ফুলের ব্যবহারে ডিজাইন হয় আধুনিক সময়ের স্কার্ট। জানান, স্বপ্নযাত্রার উদ্যোক্তা রাজন কুমার।

মূলত স্বপ্নযাত্রার স্কার্টগুলোতে দেওয়া হয়েছে পার্টি থিম। আর এই থিমে ট্রেডিশনাল মোটিফগুলো কিছুটা আধুনিকরূপে উপস্থাপন করা হয়েছে। স্কার্টের প্যাটার্নে ভিন্নতা লক্ষ্য করা গেছে। ‘এ’ লাইন স্কার্ট, প্যানেল স্কার্ট, টায়ার স্কার্ট, সার্কুলার স্কার্ট পেয়েছে বেশি জনপ্রিয়তা।

বিজ্ঞাপন

ফ্লেয়ার স্কার্ট এখন সব থেকে বেশি ট্রেন্ডি। তাই রেগুলার ফ্লেয়ার ও ডাবল ফ্লেয়ার দুই স্টাইলেই ডিজাইন করা হয়েছে স্কার্ট। এ ধরনের স্কার্টে কিছুটা গাউনের লুক লক্ষণীয়।
স্বপ্নযাত্রার নতুন সংগ্রহের বেশির ভাগ স্কার্ট তৈরি করা হয়েছে তসর দিয়ে।  ফলে স্কার্টে এসেছে গ্লামারাস ও পার্টি লুক।

স্কার্টে ফুলেল নকশা ছাড়াও আলপনা, জিগজ্যাক ডিজাইন, পুতুল বিয়ে, ভারতীয় মধুবন্তী আর্টফর্মের আদলে নকশা করা হয়েছে। আবার ক্রেতারা চাইলে কাস্টমাইজ করেও যেকোনো ডিজাইনের স্কার্ট তৈরি করতে পারবেন।
যেকোনো ধরনের উৎসব মাথায় রেখে পটের বিবি দুটি ডিজাইনের আরামদায়ক স্কার্ট ডিজাইন করেছে।

‘ফুলবিবি’ ও ‘কালা বিলাই’ নামের স্কার্ট দুটিতে ব্লক প্রিন্ট পেয়েছে প্রাধান্য। আরাম বিবেচনায় সুতি ও লিনেন কাপড়ে গুরুত্ব দিয়েছেন ডিজাইনার।
মূলত পটের বিবির আগের জনপ্রিয় দুটি শাড়ির ডিজাইনের আদলে নতুন করে স্কার্ট দুটি ডিজাইন করা হয়েছে। যারা শাড়ি কম পরেন তাঁদের জন্যই শাড়ির জনপ্রিয় নকশা দুটি স্কার্টে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানান পটের বিবির উদ্যোক্তা ফোয়ারা ফেরদৌস।

রুমাল ছাঁটের দুই লেয়ারে তৈরি হয়েছে পটের বিবির স্কার্ট। কোমরের সামনের অংশে কুঁচি না থাকলেও পিছনের অংশে কুঁচির ব্যবহার দেখা গেছে। এতে স্কার্টে ঘেরের পরিমাণ বেড়েছে। পটের বিবির পোশাকের সিগনেচার স্টাইল মেনে স্কার্টেও ব্যবহার হয়েছে পকেট; যাতে স্টাইল ও ব্যবহারের সুবিধা উভয়ই পাওয়া যায়।

ছবি: পটের বিবি ও স্বপ্নযাত্রা   

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৮: ০৫
বিজ্ঞাপন